টেলিটক এর সবগুলি নেট প্যাকেজ দেখে নিন!

সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পোস্টে। ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।

Teletalk 3G

কেমন আছেন আপনারা? আজকের এই আর্টিকেলে আমরা বাংলাদেশি মোবাইল অপারেটর টেলিটকের সব গুলি অর্থাৎ সমস্ত নেট প্যাকেজ দিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের এই আর্টিকেলটি উপকারে আসবে। তাহলে চলুন দেখে নেয়া যাক টেলিটকের সবগুলি নেট প্যাকেজ।

Teletalk Internet Data Package

এখানে ৯৯ টাকায় ১জিবি প্যাকেজটা আপনি ১৬ ঘণ্টা ব্যাবহার করতে পারবেন। অর্থাৎ রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। একইভাবে, ৫১২ কেবিপিএস স্পিড এর ৩০০ টাকায় ৫জিবি এবং ৫০০ টাকায় ১০ জিবি প্যাকও এই নিয়মে ব্যাবহার করা যাবে। 

আশা করছি যে পোস্টটি আপনাদের সকলের ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আর্টিকেল শেষ করছি। দয়া করে শেয়ার বাটনে ক্লিক করে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

Level New

আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

প্যাকেজগুলো কি ভ্যাট সহ না ভ্যাট ছাড়া?

agami ar bornomala te 24 hours

অবশিষ্ট ডাটা কিভাবে দেখে?

    Level 0

    u লিখে ১১১ সেন্ট। করেন। অথবা *১৫২# ডায়াল করেন, ব্যালেন্স দেখাবে পরে এসেমেস এর মাধ্যমে এম্বি পরিমান জানিয়ে দিবে।

99tk ১GB Pack এর Speed কেমন?

Level 1

খুব ভাল পোস্ট| বর্তমানে আমার নেট ইউসের মধ্যে ১ম এ আছে টেকটিউন্স |আমি ল্যাপটপ দিয়া টেকটিউন্স এর মোবাইল সাইট ইউস করি কি হেব্বি স্পিড | কিন্তু টেকটিউন্স এ নতুন একাউন্ট খুলা যায় না | টেকটিউন্স এর এডমিন ভাই এর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি |তাড়াতাড়ি এই সমস্যা সমাধান করুন |এবং সবাইকে পোস্ট করার সুযোগ করে দিন |ধন্যবাদ |