শুভেচ্ছা এবং স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি ভালই। তাহলে চলুন শুরু করা যাক আজকের আর্টিকেল।
ওয়ার্ডপ্রেস - এই একটা নাম ইন্টারনেট জগতে যথেষ্ট জনপ্রিয়। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কমপ্লিট CMS বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এর সাহায্যে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। যেমন খুশি প্লাগিন থিম উইজেট ইন্সটল করুন কোন সমস্যা নেই!
এমনকি কিছুদিন আগে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ফেসবুক এবং টুটার এর মতো সোশ্যাল নেটওয়ার্ক করা যায় সেটাও দেখলাম! সেই টিউটোরিয়াল অন্য কোনদিন শেয়ার করবো।
আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়ার্ডপ্রেস এর সেরা কিছু ব্লগিং থিম। ব্লগারদের জন্য এই আর্টিকেলটা নিঃসন্দেহে অনেক হেল্পফুল হবে। আমি এই বছরের সেরা কিছু ওয়ার্ডপ্রেস ফ্ল্যাট ব্লগিং থিম বা টেম্পলেট তুলে ধরছি। আমি এগুলোর ডাউনলোড লিংকও দিয়ে দিচ্ছি।
1. Flato
এই থিমটা wordpress.org তে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। আমি অনেক জনপ্রিয় এবং ভালো মানের ব্লগকে দেখেছি এই থিম ব্যাবহার করতে তাই এটা তুলে ধরলাম এখানে। এই থিম সম্পূর্ণ এসইও অপ্তিমাইজড তাই এসইও নিয়ে চিন্তা করতে হবে না আপনাকে। পাশপাশি এর সুন্দর ফ্ল্যাট এবং সিম্পল ডিজাইন একে আরও আকর্ষণীও করে তুলেছে।
2. Kirumo
অনেকেই এটার নাম শুনেননি মনে হয়। তবে আপনি চাইলে এখনই এটা ব্যাবহার করে দেখতে পারেন। এই টেমপ্লেট এর অনেকগুলি সুবিধা আছে যেমন এটা রেস্পন্সিভ, এসইও অপটিমাইজেশন করা যাবে আরও অনেক কিছুই পাবেন এটা ব্যাবহার করলে।
3. Blogly
স্পেশালি ব্লগারদের জন্যই এটা তৈরি করা হয়েছে তাই এর নাম ব্লগলি। বিশেষ করে যারা পার্সোনাল ব্লগিং করতে চান তাদের জন্য এটি আদর্শ টেম্পলেট হতে পারে। তাই, এটাও দিয়ে দিলাম।
4. Ignite
অনেক সুন্দর এবং সিম্পল টেম্পলেট। ম্যাগাজিন ব্লগেও চাইলে ব্যাবহার করতে পারেন।
5. Bonpress
বেশি কিছু বলবো না। শুধুই সিম্পল ফাস্ট লোডিং এবং ফ্ল্যাট এই তিনটি শব্দই একে বর্ননা করার জন্য যথেষ্ট।
আশা করছি পোস্টটা আপনাদের সকলের ভালো লেগেছে। শেয়ার বাটনে ক্লিক করে এখনই শেয়ার করে ফেলুন আপনাদের বন্ধুদের সাথে সোশ্যাল নেটওয়ার্ক এ যেমন ফেসবুক টুইটার ইত্যাদি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।
আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com
ডেমো কোথায়?