অনলাইনে কাজ শেখার জন্য মোটা টাকা খরচ না করে techtunes আর youtube কে ফলো করা ই যথেষ্ট ।

আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের সাথে একটা গুরুতবপূর্ণ বিষয় শেয়ার করব । আমরা যখন অনলাইনে কোন কাজ শিখতে চাই যেমন ওয়েব ডিজাইন কিংবা এস ই ও তখন কোন না কোন প্রতিষ্ঠান বা বড় ভাইয়ের কাছে যাই কিন্তু এই সব প্রতিষ্টান আমাদের কাছে মোটা অংকের টাকা দাবি করে সেটা ৫০০০ থেকে ১০০০০ বা তার বেশি ও হতে পারে আর বড় ভাইদের কথা না হয় নাই বললাম কিন্তু সবাই যে একি রকম তা আমি বলবো না ।

কিন্তু একটা বিষয় আমার মনে হয় যে অনলাইনে কোন কাজ শেখার জন্য আপনাকে কোন প্রতিষ্ঠান বা বড় ভাইয়ের কাছে যাওয়ার দরকার নাই আপনি techtunes আর youtube কে ফলো করেন তাতে ই আপনি ভাল কাজ শিখতে পারবেন আর অবশেষে তো google আছে ই ।

আমি কাজ শেখার জন্য techtunes আর youtube কে ফলো করার কথা বলছি কেন ?

 
আমি কিছুদিন আগে ভাবছিলাম এস ই ও শিখবো কিন্তু কোথা থেকে শুরু করবো বুঝতে পারছিলাম না । তাই প্রথমে techtunes এর এস ই ও বিভাগ টা ফলো করলাম এখান থেকে আমি এস ই ও কি থেকে শুরু করে এস ই ও জন্য নানা রকমের টুলস এর ব্যবহার করাটা জানলাম । এই বিভাগ কিছু বড় ভাই খুব সুন্দর টিউটোরিয়াল দিয়েছে যা এস ই ও সম্পর্কে খুব ভাল ধারনা দেয় । এবার বলি youtube কথা youtube বাংলা অনেক সুন্দর টিউটোরিয়াল আছে যা আমাকে এস ই ও শিখতে খুব সহায়তা করেছে এই মুহুর্তে আমার মনে পড়ছে SEO Helpbd চ্যানেলটির কথা যাদের off page এস ই ও ওপর কিছু ভিডিও আছে খুব ই ভাল ।  আমি এখন techtunes আর youtube কে ফলো করে ভাল ই এস ই ও পারি আমার একটা সাইট ছিল google এর ৫ নাম্বার পেজে এটাকে আমি ১ নাম্বার পেজে এনেছি । বিশ্বাস না হলে যাচাই করে দেখতে পারেন আমার সাইটি

আশা করি অনলাইনের কাজ শেখার জন্য কোথা থেকে শুরু করবেন তার একটা ধারণা পেয়েছেন । সবাইকে ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য ।

 

সময় পেলে ঘুরে আসবেন আমার সাইটি থেকে

ফেসবুকে আমার পেজ

Level 0

আমি রাসেল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঠিক বলছেন আমার এক বড় ভাই ৩০হাজার টাকায় ফুল কোর্স কম্পিলিট করছে।।এগুলা পুরাই ফাউল।।

কথাটা ঠিকই বলছেন। তা

কথাটা ঠিকই বলছেন।

সবাই ধন্যবাদ কমেন্টস করবার জন্য