আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের সাথে একটা গুরুতবপূর্ণ বিষয় শেয়ার করব । আমরা যখন অনলাইনে কোন কাজ শিখতে চাই যেমন ওয়েব ডিজাইন কিংবা এস ই ও তখন কোন না কোন প্রতিষ্ঠান বা বড় ভাইয়ের কাছে যাই কিন্তু এই সব প্রতিষ্টান আমাদের কাছে মোটা অংকের টাকা দাবি করে সেটা ৫০০০ থেকে ১০০০০ বা তার বেশি ও হতে পারে আর বড় ভাইদের কথা না হয় নাই বললাম কিন্তু সবাই যে একি রকম তা আমি বলবো না ।
কিন্তু একটা বিষয় আমার মনে হয় যে অনলাইনে কোন কাজ শেখার জন্য আপনাকে কোন প্রতিষ্ঠান বা বড় ভাইয়ের কাছে যাওয়ার দরকার নাই আপনি techtunes আর youtube কে ফলো করেন তাতে ই আপনি ভাল কাজ শিখতে পারবেন আর অবশেষে তো google আছে ই ।
আমি কাজ শেখার জন্য techtunes আর youtube কে ফলো করার কথা বলছি কেন ?
আমি কিছুদিন আগে ভাবছিলাম এস ই ও শিখবো কিন্তু কোথা থেকে শুরু করবো বুঝতে পারছিলাম না । তাই প্রথমে techtunes এর এস ই ও বিভাগ টা ফলো করলাম এখান থেকে আমি এস ই ও কি থেকে শুরু করে এস ই ও জন্য নানা রকমের টুলস এর ব্যবহার করাটা জানলাম । এই বিভাগ কিছু বড় ভাই খুব সুন্দর টিউটোরিয়াল দিয়েছে যা এস ই ও সম্পর্কে খুব ভাল ধারনা দেয় । এবার বলি youtube কথা youtube বাংলা অনেক সুন্দর টিউটোরিয়াল আছে যা আমাকে এস ই ও শিখতে খুব সহায়তা করেছে এই মুহুর্তে আমার মনে পড়ছে SEO Helpbd চ্যানেলটির কথা যাদের off page এস ই ও ওপর কিছু ভিডিও আছে খুব ই ভাল । আমি এখন techtunes আর youtube কে ফলো করে ভাল ই এস ই ও পারি আমার একটা সাইট ছিল google এর ৫ নাম্বার পেজে এটাকে আমি ১ নাম্বার পেজে এনেছি । বিশ্বাস না হলে যাচাই করে দেখতে পারেন আমার সাইটি ।
আশা করি অনলাইনের কাজ শেখার জন্য কোথা থেকে শুরু করবেন তার একটা ধারণা পেয়েছেন । সবাইকে ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য ।
সময় পেলে ঘুরে আসবেন আমার সাইটি থেকে
ফেসবুকে আমার পেজ
আমি রাসেল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঠিক বলছেন আমার এক বড় ভাই ৩০হাজার টাকায় ফুল কোর্স কম্পিলিট করছে।।এগুলা পুরাই ফাউল।।