ডাউনলোড করে নিন সম্পুর্ন নতুন, দ্রুত এবং চমৎকার ইন্টারফেস সমৃদ্ধ ব্রাউজার vivaldi। সম্পুর্ন ডাউরেক্ট ডাউনলোড লিংক।

আসসালামু আলাইকুম টেকি বন্ধুরা, কেমন আছো সবাই?

আমি ভালোই আছি  😉 আসলে টিটির সাথে থাকলে ভালোউ থাকা যায়। কি বলো?

আজ আমি তোমাদের জন্য আনলাম সম্পুর্ন নতুন এক ব্রাউজার vivaldi. ইন্টারনেট ব্যবহারকারীদের সুবিধার্থে ভিভালডি নামের নতুন একটি ব্রাউজার তৈরি করেছেন অপেরা সফটওয়্যারের সাবেক প্রধান নির্বাহী জন ভন টেচনার। উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স প্ল্যাটফর্মে প্রাথমিকভাবে এই ব্রাউজারটি ব্যবহার করা যাচ্ছে। ২৭ জানুয়ারি এই ডেস্কটপ কম্পিউটারের জন্য এই ব্রাউজারটি উন্মুক্ত করেছেন সফটওয়্যার নির্মাতা টেচনার।ভিভালডির হোমপেজ

এর সব থেকে ভালো দিক হল যাঁরা বেশি বেশি ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে ভিভালডি ব্রাউজারটি। এটার ইন্টারফেস এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে স্ক্রিনে যেসব ট্যাব ওপেন করা হয় তা দেখতে বিশেষ সুবিধা হয়।অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত গীতিকার অ্যান্টোনিও ভিভালডির নাম থেকে এই ব্রাউজারটির নামকরণ করা হয়েছে।

তোমাদের নিশ্চই মনে হতে পারে গুগল ক্রোম, মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার, অ্যাপলের সাফারি, মজিলার ফায়ারফক্স এমনকি অপেরা নিজস্ব ব্রাউজার থাকার পরও নতুন ব্রাউজার কেন? টেচনার মনে করছেন, ব্রাউজার নিয়ে প্রতিযোগিতা থাকলেও নতুন ব্রাউজার উঠে আসার সুযোগ রয়েছে।

টেচনার বলেন আমাদের ব্রাউজার সবার জন্যই। তবে যাঁরা বেশি বেশি নেট ঘাঁটেন এবং ব্রাউজার থেকে বেশি কিছু চান, তাঁদের জন্যই তৈরি করা হয়েছে ভিভালডি। এ ধরনের ব্রাউজারের চাহিদা আছে।
ভিভালডি ব্রাউজারে থাকছে ব্যক্তিগত নোট রাখা, ছোট স্ক্রিন শটের মাধ্যমে বুকমার্ক করে রাখা, একাধিক গ্রুপ ও ফোল্ডার তৈরি করার মতো বিশেষ ফিচার।

তো আর দেরি কেন চলো ডাউনলোড করে ফেলি ভিভালডি।

>>>ডাউনলোড করতে এখানে ক্লিক করো<<<

>>>Facebook এ আমি<<< Skype ID- shakilsimul

টেকনোলজি বিষয়ক যেকোন প্রশ্ন করতে পারেন ফেসবুকে। আমার জানা থাকলে অবস্যই উত্তর দিব।

আর যারা এখানে কমেন্ট করতে পারেননা তারা ফেসবুকে কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করতে পারেন।

Level 0

আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

extension kothay……?

ভালো টিউন কিন্তু অহেতুক টেক্সট কালার ব্যবহার করে তো আপনি টিউনের সৌন্দর্যটাই নষ্ট করে ফেলছেন। আর বানানের প্রতি একটু যত্নবান হবেন আশা করি। এতো ছোট্ট একটা টিউনে যদি এতোগুলো বানান ভুল থাকে তাহলে সেটা দেখতে খারাপ লাগে।

    @সানিম মাহবীর ফাহাদ: ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। আপনার নির্দেশনা মানার চেষ্টা করব। কিন্তু ভাইয়া আসলে বানানের বেশি ভূল কোথায় আমি ঠিক খুজে পাচ্ছি না।

darun tune

নিজে নিজে আসলে সব সময় সংশোধন হওয়া যায় না। আমি কিছু সহজ ভুল আপনাকে দেখিয়ে দিচ্ছি, আশাকরি বুঝতে পারবেন এবং পরবর্তিতে সংশোধনের চেষ্টা করবেন। ভালোউ – ভালোও (যদিও এভাবে লেখা হয় না), সম্পুর্ন – সম্পূর্ণ, ইন্টারফেস – ইন্টারফেইস, অবস্যই – অবশ্যই, আর যেসব শব্দে অহেতুক চন্দ্র-বিন্দু ব্যবহার করেছেন সেগুলো হলো- যাঁরা, তাঁদের, ঘাঁটেন, তাঁদের ইত্যাদি। আর দ্বিতীয় কথা হলো টেকটিউনসে কাউকে তুমি বলে সম্বোধন করাটা কতোটা যুক্তিসংগত? সবাইকে আপনি করে বলাটাই কি যুক্তিসংগত না? কারন এখানে আপনার চাইতে সিনিয়র অনেকেই আছেন। ব্লগারদের দ্বারা এই সমস্ত ব্যাপার আসলে অশোভন! পরবর্তিতে এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন, ধন্যবাদ।