সুপ্রিয় টেকটিউন্স বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন । টেকটিউন্স এটা আমার প্রথম পোষ্ট তাই কিছু ভূল হলে ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন । আজ আপনাদের সাথে শেয়ার করবো কিছু সাইট যে সাইটগুলো থেকে ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারবেন আমি জানি এই সাইট গুলো নিয়ে আগে ও টিউন করা হয়েছে কিন্তু সেগুলো করা হয়েছে আলাদা আলাদা ভাবে তাই আমি আপনাদের একটু লিস্ট আকারে সাইট গুলোর নাম দিচ্ছি । আপনি পার্ট সময় দিয়ে মাসে একটা ভাল পরিমাণের ইনকাম করতে পারবেন । ভাল পরিমাণে বলতে আপনার মাসের পকেট খরচের টাকা ।আর এই সবগুলো সাইটে অনলাইনে অনেক দিন ধরে পেমেন্ট করছে তাই সাইট গুলো খুবি বিশ্বস্ত সাইট ।
1. Microworkers
Microworkers সাইটে দিনে ২-৩ ঘণ্টা সময় দিয়ে ইনকাম করতে পারেন। আপনার account এ যখন ৯ ডলার হবে তখন এরা আপনাকে money withdraw করতে দিবে। তবে প্রথমবার আপনার বাড়ির ঠিকানা verify করবে। এরা payza,skrill এ payment করে তাই বাংলাদেশ থেকে সহজেই এদের টাকা নিতে পারবেন।
2. Rapidworkers
Rapidworkers সাইটটি Microworkers মত । তবে এরা আপনাকে পেমেন্ট দিবে আপনার আকাউন্টে ৪ ডলার হলেই আর এর জন্য আপনাকে কোন Address Verify করতে হবে না । এরা আপনাকে payza,paypal মাধ্যমে পেমেন্ট করবে ।
3. Jobboy
Jobboy সাইটটি Microworkers মত এখান থেকে ও ছোট ছোট কাজ করে আপনি ইনকাম করতে পারেন। আপনার আকাউন্টে যখন ১০ ডলার হবে তখন এরা আপনাকে payza,paypal মাধ্যমে পেমেন্ট করবে । তবে এই সাইেট একটা বড় সুবিধা হল Microworkers মত Address Verify করার কোন ঝামেলা নাই।
4. Gosignups
gosignups এমন একটি অনলাইন ভিত্তিক সাইট এখান থেকে শুধুমাএ বিভিন্ন সাইট এ সাইন আপ এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন । যারা অনলাইনের তেমন কোন কাজ পারেন না তারা এই সাইট আ কাজ করে ইনকাম করতে পারবেন । তবে একটা সমস্যা আছে এরা শুধুমাএ paypal payment দেয় তাই যাদের paypal account আছে তারা শুধু payment নিতে পারবেন ।
5. Likesplanet
ফেসবুক ব্যবহার করার পাশাপাশি Likesplanet থেকে আপনি ইনকাম করতে পারবেন। আপনার account এ যখন ২ ডলার হবে তখন এরা আপনাকে money withdraw করতে দিবে। এরা আপনাকে payza,paypal মাধ্যমে পেমেন্ট করবে ।
6. Neobux
Neobux সাইটি ও অনলাইনে খুবি বিশ্বস্ত একটি সাইট এখান থেকে আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন । Neobux আপনাকে payza,paypal,neteller মাধ্যমে পেমেন্ট করবে। আপনার একাউন্টে ২ ডলার হলেই আপনি withdraw করতে পারবেন।
7. Cashnhits
Cashnhits সাইটি Online এ অনেক পুরাতন একটি সাইট । এরা সেই ২০০৯ সাল থেকে পেমেন্ট করে আসছে । এই সাইট থেকে আপনি মাসে ২০ থেকে ২৫ ডলার যা বাংলাদেশী প্রায় ১৫০০ থেকে ১৮৭৫ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই এর জন্য আপনার কোন বিশেষ দক্ষতা লাগবে না । আপনি শুধু অন্যদের সাইটে সাইন আপ এর মাধ্যমে ইনকাম করতে পারবেন । এরা আপনাকে ১ ডলার হলেই payza অথবা paypal এ পেমেন্ট করবে ।
8. Clixsense
Clixsense সাইটি Online এ অনেক পুরাতন একটি সাইট । এরা সেই ২০০৭ সাল থেকে পেমেন্ট করে আসছে । তবে এই সাইট থেকে প্রথমে ইনকাম খুবই কম কিন্তু যদি একটা গ্রুপ হয়ে কাজ করেন তাহলে ভাল ইনকাম করতে পারবেন । এরা আপনাকে ৮ ডলার হলে পেমেন্ট করবে paypal মাধ্যমে ।
9. Paidverts
Paidverts থেকে আপনি অতি সহজেই আয় করতে পারবেন কোন টাকা খরচ না করে। সাইটটি পিটিসি এর ক্যাটাগরিতে পরলেও অন্য সব পিটিসি সাইট থেকে সম্পুর্ন আলাদা। Paidverts আছে অনেকগুলো পেমেন্ট মাধ্যম payza,paypal তো আছে ই । আপনার একাউন্টে ২ ডলার হলেই আপনি withdraw করতে পারবেন।
10. Fansalve
Fansalve থেকে আপনি ফেসবুক লাইক , টুইটার ফলো মাধ্যমে ইনকাম করতে পারবেন । তবে এখান থেকে আপনি Euro ইনকাম করতে পারবেন । আপনি ১৫ Euro হলেই PayPal বা Payza এর মাধ্যমে withdraw করতে পারবেন।
আশা করি অনেকগুলো ছোট ছোট কাজ করে ইনকাম করার মত সাইট সম্পর্কে জানতে পেরেছেন । সবাইকে ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য ।
সময় পেলে ঘুরে আসবেন আমার সাইটি থেকে
এই রকম ছোট ছোট কাজ করে ইনকাম করার মত সাইট সম্পর্কে update পেতে আমার পেজে একটি লাইক দিতে পারেন ।
আমি রাসেল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য