টেকটিউনসবাসী, আপনাকে স্বাগতম। আজ ভিন্ন টিউন! প্রথমেই ক্ষমা চাচ্ছি খানিকটা প্রযুক্তি বহির্ভূত টিউনের জন্য। সামনে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৫। ষোল কোটি মানুষের স্বপ্ন পূরণে বাংলাদেশী টাইগার খেলছে এই বিশ্বকাপে। সর্বোচ্চ শুভ কামনা রইল তাঁদের জন্য। গ্রামীনফোন টাইগারদের পাশে প্রায় প্রথম থেকেই ছিল। বর্তমানে স্পন্সরশীপে না থাকলেও বাংলাদেশী ক্রিকেট টিমকে শুভেচ্ছা জানাতে ভুলেনি। প্রতিবারের মতো এবারেও বাংলাদেশের সবচেয়ে বড় টেলিকম প্রতিষ্ঠান গ্রামীনফোন "চলো বাংলাদেশ" নামের অনুপ্রেরণামূলক গান প্রকাশ করেছে। অনেকেই আপনারা ইতিমধ্যে শুনেছেন। আজ শেয়ার করছি "চলো বাংলাদেশ" ক্রিকেট থিম গান এমপিথ্রি ডাউনলোড লিঙ্ক। সাথে আপনাদের জন্য গানটির লিরিক লিখেও দিলাম।
মানবোনা আর মানবোনা হার
যাবো এগিয়ে যা আছে তা নিয়ে
চলো বাংলাদেশ
চলো বিশ্ব উঠানে
চলো বাংলাদেশ (৪)
চলো বিজয়ের টানে।
লাল সবুজের জার্সিতে চলো
শুনবে বিশ্ব জোরসে বলো(২)
নতুন দিনের স্লোগানে স্লোগানে
চলো গেয়ে এই আশার আলো
চলো বাংলাদেশ
চলো বিশ্ব উঠানে
চলো বাংলাদেশ
চলো বিজয়ের টানে।(৪)
গানটি কেমন লাগলো, অবশ্যই জানাবেন। আমার সাথেই থাকুন। সামনে আসছি পূর্বের মতো নিত্য নতুন টিপস, ট্রিকস নিয়ে। ধন্যবাদ। আমার ফেসবুক প্রফাইল এবং ফেসবুক ফ্যান পেজ।
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
ঝাক্কাস 😉