আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশাকরি ভালই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো অাছি। যদি এই বিষয়ে আগে কেউ টিউন করে থাকেন তবে আমি আন্তরিক ভাবে দুক্ষিত।
এখন বর্তমানে এমন কিছু মডেম আছে যেগুলো হতে কল তো করা যাই ই না বরং USSD ডায়াল করার অপসন ও নেই। যার ফলে সে সব মডেম হতে ইন্টারনেটের আবসিষ্ট মেগাবাইট চেক করা , ব্যালেন্স চেক করা, মেয়াদ দেখা, ক্রাচ কার্ড রিচার্জ ইত্যাদি প্রয়োজনীয় কাজ গুলো করা যায় না। এবং এসব কাজ গুলো করার জন্য মোডেম হতে সিম খুলে মোবাইলে ঐ কাজ করতে হয়। এটা সত্যিকার অর্থে খুবি ঝামেলার কাজ। এ কাজের জন্য মডেম ও মোবাইল দুইই খোলামেলা করা লাগে। তবে আজ আমি আপনাদের সাথে যে স্ফট টা শেয়ার করব সেটা ব্যবহার করলে আপনাদের যাদের মোডেমে USSD ডায়াল করার অপসন নেই তারাও এখন USSD ডায়াল করতে পারবেন তবে হ্যা কল করতে পারবেন না।
তাহলে আসুন দেখে নিই স্ফটওয়্যারটির কার্যপ্রণালী
ভালো থাকবেন সবাই। আর হ্যা আমি জিপি, বাংলালিংক এবং হাওয়াই এর কয়েকটি মডেমে এটি চালিয়ে দেখেছি সবটাতেই সফল ভাবে কাজ করে।
আমার আগের কয়েকটি পোষ্ট দেখতে পারেন হয়তো কোন কাজে লাগতে পারে
আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...
thanks . এটা অনেক দিন ধরেই খুঁজছি । মডেম থেকে কল করার জন্য এই রকম কিছু আছে ?