টেলিটকের দারুন অফার ১২০ দিনের জন্য 1.5 GB ইন্টারনেট Data ও ৬০পয়সা মিনিট কলরেট। ফ্রি।।

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই। আমি ভালই অাছি। এখন আরও বেশি ভালো আছি বিশেষ একটা কারনে। কারন টা হল আমাদের দেশীয় ফোন আমাদের প্রনপ্রিয় টেলিটক দিচ্ছে বন্ধ সংযোগে ১.৫ জিবি ডাটা এবং যেকোন নম্বরে ৬০ পয়সা ও সকল টেলিটক নম্বরে ৩০ পয়সা মিনিট কলরেট তাও আবার কত দিনের জন্য জানেনে পুরা ১২০ দিন। কি অবাক হলেন! অবাক হবারতো কিছুনেই আরে এ তো টেলিটক আমাদের ফোন!! তাইনা.....

চলুন এবার বিস্তারিত জেনে নিই

১। যে সব সিম ৩০ সেপ্টম্বর ২০১৪ হতে বন্ধ ছিল তারা এই অফার টি পাবেন। আপনার জন্য অফার প্রযোজ্য কি না দেখতে এখানে ক্লিক করুন  এর পর আপনার ফোন নম্বর বা সিম নম্বর যে কোন একটা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করেন।

২। অফার টি প্রযোজ্য হলে আপনাকে নুন্যতম ২০ টাকা রিচার্জ করতে হবে। ও ১২০ দিন ধরে অফারটি পেতে চাইলে আপনাকে প্রতি মাসে ৩০ তম দিনের মধ্যে ২০ টাকা করে রিচার্জ করতে হবে।

৩। ইন্টারনেট ডাটা গুলো ১ম মাসে ৫০০+ ২য় মাসে ৫০০+ ৩য় মাসে ২৫০+৪র্থ মাসে ২৫০ এভাবে পাবেন।

৪। কল রেট ২৪ ঘন্টা কোন রকম সর্ত ছারা যে কোন নম্বরে ৬০ পয়সা ও টেলিটকে ৩০ পয়সা মিনিট।

৫। দিনের হিসাব ক্যালেন্ডার ডে হিসাবে গননা হবে অথাৎ ১ তারিখ হতে ৩০/৩১ তারিখ এভাবে।

৬। আপনি যদি কোন কারনে ২য় মাসে ২০ টাকা রিচার্জ করতে না পারেন তাহলে আবার আপনার অফার টাইমের মধ্যে যখন রিচার্জ করবেন তখন হতেই অফার উপভোগ করতে পাবেন।

৭। ২০ টাকা রিচার্জ করার পর আপনি একটা মেসেজ পাবেন যাতে অফারের বিস্তারিত ও মেয়াদ দেয়া থাকবে।

আমার আগের টিউন গুলো নিচে দেয়া হল

আপনার Android Phone এর চরম ১০ টি লুকানো ফিচার। যা হয়তো আপনি জানেন না। যারা জানেন না তাদের জন্য।

মাত্র ৭ টাকায় ল্যাব থেকে ও ১৫ টাকায় সাধারন ফটো স্টুডিও থেকে নিয়ে নিন ৬ কপি পাসপোর্ট ও ৪ কপি স্ট্যাম্প মোট ১০ কপি রঙ্গিন ছবি।

মাত্র ১/ ১.৫০ টাকায় সুন্দর ও ঝকঝকে ফটোকপি করে নিন ৪ কপি ন্যাসনাল আইডি কার্ড।

আপনার দৈনিক আয় ব্যায়ের হিসাবের জন্য নিয়েনিন চরম Android App। একবার দেখুন হয়তো কাজে লাগবে

গ্রামীনফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল ও টেলিটকের সকল ডাটা প্যাকের বিস্তারিত পিডিএফ আকারে ডাউনলোড করুন। না দেখলেই মিস।।

আপনি কি কল সেন্টারে কাজ করতে অগ্রহী।। তাহলে আপনার জন্য এই টিউন।

বিদ্রঃ উপরের ২য় ও ৩য় পোষ্ট পড়ার পর আপনাদের  যাদের কম্পিউটার নাই তারা আমাকে আপনাদের আইডির ছবি  বা নিজের ছবি তুলে ফেসবুকে মেসেজ করে পাঠাতে পারেন আমি আপনাদের এভাবে বানিয়ে পাঠিয়ে দিব। তবে ছবির মান যেন ভালো হয় চাইলে মেইলেও দিতে পারেন।

 

Level 0

আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

post ta 2 din aga kora hoisa brother

@ঝিঝি পোকা: আমি আসলে দেখিনাই ভাইয়া

@ঝিঝি পোকা: আমি আসলে দেখিনাই ভাইয়া লিংক টা কমেন্ট এ একটু দেন তো প্লিজ

500 Mb Paichi amar bondho sim e YES! YES! YES!

Level 0

কয়দিন আগে বাসায় টেলিটক থ্রি জির নেট দেখে খুশি হয়েছিলাম। খুশিতে ডগমগ হয়ে ৫ বছর বন্ধ থাকা সিম ,জামাই আদরের আশায় চালু করলাম। কিন্তু আজ দেখি কি অবস্থা?
বাসায় টেলিটকের টুঁ জি নেট স্পিড ও নাই। হায় টেলিটক হায় ডিজিটাল বাংলাদেশ!!!
দৃষ্টি আকর্ষণঃ মাননীয় মন্ত্রী জুনায়েদ বাবুনগরী ও মাননীয় অবৈতনিক উপদেষ্টা জয় সাহেব। দয়া করে আপনি বেতনভুক্ত হউন তবু টেলিটক থেকে কালো বিড়ালটা দূর করুন।
পুনশ্চঃ সব আগে বিনামূল্য থ্রি জির লাইসেন্স পেয়েও যে কোম্পানি দুই বছরেও দেশের সব কটি জেলা শহরে পোঁছতে পারল না ইহার নাম ” টেলিটক”

Ami agami sim user amar alakate TELETALK 3G pai nii tobe 2G Ei Khub valo moto cholse service ta motamuti useable 🙂

Level 0

ey offer kto din cholbe?????