অনলাইনের ৫০ মজার জিনিস!! কে বলেছে অনলাইনে বিনোদন নাই??

০. প‌্যারিসের আইফেল টাউয়ারের উপরে উড়তে চান আর শহর ঘুড়ে দেথতে চান ?অনেক মজা পাবেন । ;)

১. বিনামূ্ল্যে সুন্দর ও উচ্চ রেজ্যুলুশনের ওয়ালপেপার দিয়ে আপনার ডেস্কটপ কে সাজাতে চান , তাহলে সরাসরি চলে যান এই সাইটে । B-)

২. আপনার বাসাকে / থাকার ঘরকে কি সুন্দরভাবে সাজাতে চান অথবা পুন:বিন্যস্ত করতে চান তাহলে এই ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন B-)

৩. কারুর গোপন কিছু পড়তে চান ? দেখুন উপায় ;)

৪.চিঠি নিয়ে খেলুন এবং কিছু শব্দ বের করতে চেষ্টা করুন । মোটেও সহজ কাজ নয়;)

৫. বিনামূল্যে অডিও বই নিন ! হ্যাঁ , সম্পূর্ণ বিনামূল্যে । :)

৬. অসাধারন সুন্দর কিছু কিউটি ছবি দেখতে চান , তাহলে ঘুরেই আসুন এখান থেকে । 

৭.আপনি কি নতুন কোন ভাষা শিখতে আগ্রহী ? তাহলে আর অপেক্ষা না করে চলে যান এখানে 

৮. এক গোলগাল লোকের বিখ্যাত গানের সাথে নাচ দেখুন । :D:P

৯ . ভাবছেন নিজেই কিছু রেঁধে ফেলবেন রাতের বেলা । তাহলে এই পোর্টালটি থেকে মজাদার সব খাবারের রেসিপি দেখে নিতে পারেন ---- ইয়ামম্মি ;)

১০. ছবি এবং ভিডিও - বাস্তব জীবনে বিভিন্ন পরিস্থিতিতে সুস্পষ্ট ভুল পাওয়া ব্যর্থ ব্লগ ​​তালিকা । 

১১. অ্যান্টার্কটিকার কিছু ওয়েবক্যামে দেখুন পেঙ্গুইন-রা ঠিক এই মুহূর্তে কি করছে;)

১২. Angela Fraleigh এর কিছু অসাধারন তৈলচিত্র দেখুন , সত্যিই অসাধারন 

১৩. Guido Daniele এর অবিশ্বাস্য সব হাতের পেইনাটিং দেখুন । নিশ্চিত অবাক হবেন । 

১৪ . ওহ! এবার দেখুন Guido Daniele এর অবিশ্বাস্য সব বডি পেইন্টিং 

১৫ . না মজা নয় , একটি সত্যিকারের কুকুর স্কেইট্ বোর্ডিং করছে ! ভিডিও দেখুন

১৬. যেখানে বিনামূল্যে ইন্টারনেট পেতে পারেন । ভ্রমণের সময় কাজে লাগতে পারে ।

১৭. একটি নামহীন / বেনামী ইমেইল অথবা এসএমএস পাঠাতে চান ? তাহলে এখানে চলে যান । ;)

১৮ . বিনামূল্যে ২৪/৭ টেকি সাহায্য/সাপোর্ট পেতে চান ? তাহলে জলদি এখানে দৌড় দেন 

১৯. উদ্বুদ্ধ হোন বিশ্বের শীর্ষ ব্যক্তিদের দ্বারা - ( অনুপ্রেরণামূলক ভিডিও এর ওয়েবসাইট )---অনেক দারুন একটা সাইট 

২০ . আপনার মস্তিস্ক কে পরিস্কার ও ধারালো করতে চান ;) , তাহলে বিনামূল্যে গেম খেলে বৃদ্ধি করুন আপনার আই কিউ । 

২১. জয়েন করলেই আপনার ইনবক্সে প্রতিদিন মজার সব জোকস চলে আসবে । সম্পূর্ণ ফ্রী ;)

২২.বই তৈরি করুন এবং বিক্রয় করুন Blurb.com এ । B-)

২৩. ধাঁধাঁর খেলা থেকে হাসির জিনিস সবই আছে এখানে । এছাড়াও মজা করতে পারবেন আপনার বন্ধুদের সাথে । ;)

২৪. আপনি হিবিজিব কোন কিছু লিখতে পারেন বা আঁকতে পারেন । 

২৫ . কারও সাথে কৌতুক করতে চান বা কাউকে বোকা বানাতে চান ? এখানে প্রচুর আইডিয়া পাবেন । 

২৬. আপনার বানানো বিভিন্ন slideshows গুলো এখানে শেয়ার ও আপলোড করতে পারেন । 

২৭. পড়ার জন্য অসংখ্য ফ্রী বই পাবেন এখানে । 

২৮. এখানে পোস্টকার্ড বিনিময় ও বন্ধুত্ব করতে পারেন 

২৯ .ছবি, চিঠি ও আরও অনেক কিছুর ASCII চিত্র আঁকতে পারেন এখানে । (অনেক মজার ) 

৩০ . আপনার ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি করুন । B-)

৩১. একসাথে আপনি কতটি টি-শার্ট পড়তে পারবন একটার উপর আরেকটা এভাবে ? টি-শার্ট পড়ার গিনেস বুক রেকর্ডের ভিডিওটি দেখুন । :D

৩২ . ইংরেজীতে ভালভাবে লিখতে ও বলতে চান ? আপনার ইংরেজী স্কিলের দ্রুত উন্নতির জন্য চলে যান এখানে । 

৩৩. একটি শিশুর অসাধারন নাচ দেখুন । :D

৩৪. এবার দেখুন আরেক লিটল সুপারস্টারের নাচ ;)

৩৫ . আপনার ডেস্কটপের জন্য উচ্চমানের আর্থ ওয়ালপেপার পেতে এখানে খুঁজুন ।

৩৬. পৃথিবীজুড়ে থাকা বিভিন্ন জায়গা দেখুন ওয়েবক্যামে ।

৩৭ . অবিশ্বাস্য পরিসংখ্যান শিল্পের ছবি দেখুন ।

৩৮ .এই সরঞ্জাম এবং টুলসগুলো দিয়ে আঁকতে থাকুন মানুষের মুখ । ;)

৩৯. ফ্যাব্রিক দিয়ে কিভাবে বিভিন্ন জিনিস তৈরি করবেন । জানতে হলে দেখুন 

৪০ . কিভাবে একটি শার্ট ভাঁজ করবেন । কিভাবে একটি শার্ট ভাঁজ করবেন ।

৪১ . আপনার নিজের নামের সাথে Anagrams করুন ;)

৪২ . কয়েক হাজার দারুন অ্যানিমেটেড ছবি পাবেন এখানে ।

৪৩ . কেন ইমেইল দ্বারা কিছু ফুল পাঠান না ?

৪৪ .৫০ টি লিস্টের মাধ্যমে আপনার স্পিরিট সম্পর্কে লিখুন । ( অনুপ্রেরণামূলক )

৪৫ . রহস্যময় আমেরিকা : আমেরিকার ভৌতিক ও অদ্ভূত রহস্যময় ঘটনা সম্পর্কে জানুন ।

৪৬ . বিভিন্ন কাজ কাজ করার নিয়ম নিয়ে হাজার খানেক কার্যকরী ভিডিও টিউটরিয়াল । 

৪৭ . ড্রেসআপ করান আপনার ল্যাপটপ কে । ;)

৪৮ . কারও মুখে ঘুষি মারতে চান ? এই ভদ্রমহিলাকে দেখুন এবং উনার কাছ থেকে শিখুন । ;) :D

৪৯ . শেক্সপিয়রের সম্পূর্ণ রচনা পড়ুন এখানে ।

৫০ . সুন্দর ও ফুটফুটে পশু শিশুদের ছবি ।

 

এরকম শতাধিক পোস্ট পেতে চাইলে আমার ব্লগ ভিজিট করুন 

Level 0

আমি দেলোয়ার হোসেন দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অচাম লাগসে ভাই

Level 2

kono kotha noy. priyo ta rakhlam pora sob site dhakbo. Thanks.

ভালই লাগল

সত্যি অসাম collection ,প্রিয়তে রাখলাম ।

Level 2

মারাত্মক

attractive tune

ভাল

Level 2

০. তে আইফেল টাওয়ার না দিয়ে বুরজ খলিফা দেয়া উচিত ছিল… 😀

Level 2

ভালই লাগলো। তবে ইউটিউবের লিংক একটু বেশিই হয়ে গেছে।