Software ছাড়া শুধুমাত্র Bluetooth দিয়ে আপনার mobile কে PC-তে মডেম হিসেবে ব্যবহার করুন । China হোক আর যাই হোক; Bluetooth টা হলেই হবে ।

Software ছাড়া শুধুমাত্র Bluetooth দিয়ে আপনার mobile কে PC-তে মডেম হিসেবে ব্যবহার করুন । China হোক আর যাই হোক; Bluetooth টা হলেই হবে । নিচের দেওয়া সিস্টেমটি শুধুমাত্র Windows XP এর জন্য প্রযোজ্য ।

একটি প্লাগ এন্ড প্লে Bluetooth ডিভাইস কিনে (150-200 টাকা) আপনার PC-USB port-প্রবেশ করান । ডিভাইসটি অটো install হতে শুরু করবে.......

Bluetooth modem

follow করুন....        +CGDCONT=1,"IP","gpinternet"

image2 (1)hh

Level 0

আমি Akbar Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 202 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালোবাসার সব টুকুই যাকে দিলাম, তার থেকে অনেক Output পেলাম । সে কখনো প্রতারনা করেনি আমার সাথে এবং করবেও না । সে আমার এগিয়ে চলার প্রত্যয়, আমার ভুবন আমারই ইলেক্ট্রনিক্স..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কামের টিউন চালাই যান 😉

    Thanks সাবটাইটেল মামুন ভাই ।

বেশ কাজের টিউন । তবে আপনার লেখাটি স্ক্যান করা পেজ কেন?

    Thanks দেলোয়ার খতিবী ভাই । আমি doc to jpg software use করেছি ।

আমিও এমনি ইউজ করতাম যখন উইন্ডোজে ছিলাম।

নতুন নতুন তো তাই প্রথম প্রথম টিউন করতে একটু সমস্যা হতে পারে। আপনার টিউনটিতে কিছু ভুল ধরা পড়েছে। তা ধাপ সহকারে প্রদান করা হল।
১. আপনি ২য় ধাপে যে কোডটি লিখতে বলেছেন তা ভুল ছিল।সঠিক কোডটি দেয়া হল-AT+CGDCONT=1,”IP”,”GPINTERNET”
২. আপনি বলেছেন বাংলালিংক অপারেটরদের জন্য blwev লেখতে হবে সেটা ভুল। আপনাকে যা লেখতে হবে তা হল blweb
৩. আপনি ৩য় ধাপে বলেছেন ফোন নাম্বার এর স্থােন *99# লিখতে হবে। সেটা ভুল আপনাকে লিখতে হবে *99***1#

    Thanks Rakibul Hassan ভাই ।

    ১. কোডটি সঠিক; AT দেয়ার প্রয়োজন নেই (জেনে রাখুন) ।

    ২. U r right. That’s blweb (Printing mistake).

    ৩. Dial up Networking এর জন্য দুটি নাম্বার *99# or *99***1# (জেনে রাখুন) ।

দারুন হয়েছে। কাজে লাগবে।
ধন্যবাদ

ধন্যবাদ নতুন কিছু জানতে পারলাম। চালিয়ে যান।

অনেক পুরুনো জিনিস তারপরও ভাল লাগলো। আরো ভাল হয় যদি আপনি microsoft এর bluetooth ডিভাইস ক্রয় করতে পারেন । কারন এটা আপনার IP সমসসা থেকে মুক্তি পাবেন। LAn network এর মতন একটা IP Addres পাবেন । য়া কখনো change হবে না।

    Level 0

    microsoft এর bluetooth কোথায় পাওয়া যাবে , দাম কত ?

    সঠিক বলতে পারছি না । একটু খুজেন ।

    Thanks তানজিল ভাই ।
    জিনিসটা অনেক পুরাতন, Techtunes-এ আমি নতুন ।

    microsoft এর bluetooth সম্পর্কে বিস্তারিত বলবেন কি?
    বা কোন link জানাবেন কি?

ধন্যবাদ শেয়ার করার জন্য।

এতদিন জানার ইচ্ছা ছিল।

আকবর ভাই দু ইটা জিনিস আমাকে জানাবেন। +CGDCONT=1,”IP”,”gpinternet এইটা তো গ্রামীণ ফোন এর জন্য। যদি অন্য কম্পানির হয় তাহলে CGDCONT=1,”IP”,” এই গুলি লিখতে হবে? না শুধু internet\ blweb লিখতে হবে।
*99# এইটা গ্রামীণ ফোন এর জন্য? রবি, বাংলালিংক হলে ডায়াল নাম্বার কত হবে।

    Thanks আউয়াল ভাই ।

    Robi or Warid এর জন্য +CGDCONT=1,”IP”,”internet”

    বাংলালিংক এর জন্য +CGDCONT=1,”IP”,”blweb”

    গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক & Warid সব কিছুর জন্য *99# নাম্বার ।

বুঝিলাম , তবে এখন তো প্লাগ এন্ড প্লে ব্লুটুথ পাওয়া যায় সেক্ষেত্রে এটা প্রোযোয্য তবে প্লাগ এন্ড প্লে না হলে কিন্তু ব্লুটুথ এর সাঠে থাকা সফট সেটাপ দিতেই হবে এবং এত ঝামেলা না করে সেই সফট টা দিয়েই কাজ করা ভাল হবে

    Thanks ডেসপারেট ইভিনিং ভাই ।

    ব্লুটুথ Software ( BlueSoleil ) দিয়ে মাঝে মাঝে রবি & Warid কানেক্ট হয় । কিন্তু গ্রামীণ ফোন & বাংলালিংক কানেক্ট করা যায় না ।

প্লাগ এন্ড প্লে ব্লুটুথ তো এমনিতে internet কানেক্ট করে দিবে না। সেইটা কানেক্ট করে নিতে হবে।

ভাল এবং কাজের টিউন আশা করছি সামনে আরো ভাল ও উন্নত মানের টিউন পাব আপনার কাছে থেকে ধন্যবাদ টিউনের জন্য।

    Welcome আতাউর রহমান ভাই ।

ধন্যবাদ ভাই ভালো লাগলো। ভবিষ্যতে আরো টিউন আশা করছি।

অত্যন্ত সুন্দর। খুবই ভাল হইছে। কাজের জিনিস। আমার কাজে লাগবে।

আকবর ভাই। এক কথায় অসাধারণ হয়েছে। অনেক ভাল লাগল আপনার টিউনটি পড়ে। সাথে অনেক কিছু জানলাম। কিন্ত আপনার {ব্লুটুথ Software ( BlueSoleil ) দিয়ে মাঝে মাঝে রবি & Warid কানেক্ট হয় । কিন্তু গ্রামীণ ফোন & বাংলালিংক কানেক্ট করা যায় না ।} এই কথাটি ঠিক বুঝতে পারলাম না। একটু বুঝিয়ে বলবেন কি?

    ব্লুটুথ Software ( BlueSoleil ) এর মধ্যে Modem Driver এর Default APN হচ্ছে internet,
    এয়ারটেল ও রবির APN হচ্ছে internet, তাই সহজে কানেক্ট হয় । কিন্তু গ্রামীণ ফোন & বাংলালিংক এর APN হচ্ছে যথাক্রমে gpinternet এবং blweb, তাই গ্রামীণ ফোন & বাংলালিংক কানেক্ট করা যায় না ।

    হাবীবুল্লাহ আল কাছেম ভাই আপনাকে ধন্যবাদ……

অনেক ভাল লেগেছে আপনার এই টিউনটি। কিন্ত আপনার {ব্লুটুথ Software ( BlueSoleil ) দিয়ে মাঝে মাঝে রবি & Warid কানেক্ট হয় । কিন্তু গ্রামীণ ফোন & বাংলালিংক কানেক্ট করা যায় না } এই কথাটি ঠিক বুঝতে পারলাম না। একটু বুঝিয়ে বলবেন কি?

Level 0

Thank you. It is very help full for me. Hope same kinds tunes in future.

কামের জিনিস

Level 0

ভাই
Windows 7 এ কিভাবে করব ?

দারুন হইসে …

উইন্ডোজ ৭-এ বিভাবে করবো জানালে উপকৃত হবো। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। তাই একটু বিস্তারিত ভাবে বলবেন প্লিজ।