টেকটিউন বন্ধুরা সবাই কেমন আছেন,নিশ্চই পবিত্র মাসে সবাই ভাল আছেন, আজ যে টিউনটি করছি তা হয়ত অনেকে জানেন, যারা জানেন না শুধু মাত্র তাদের জন্য
আপনার কম্পিউটার থেকে আপনি প্রতিদিন এখন ফ্রি কল করতে পারেন !!! এর জন্য আপনাকে কোন প্রকার সফটয়্যার ডাউনলোড করতে হবে না। শুধু মাএ Voixio সাইটিতে প্রবেশ করে রেজিষ্টশন করতে হবে। রেজিষ্টেশন করতে, আপনার ই-মেইল, নাম, পাসওয়ার্ড দিতে হবে। ফ্রী কল করতে প্রথমে এখানে প্রবেশ করুন, পেজটি দেখতে এমন হবে
পেইজটি খুলার পর উপরের দিকে এবং নিচের দিকে ডান প্বার্শে Connect অপশন আছে সেখানে ক্লিক করুন।পরবর্তীতে পেজটি খোলার জন্য loading হতে থাকবে একটু অপেক্ষা করুন। তারপর নিচে দেখবেন রেজিষ্টেশন বাটন আছে সেখানে ক্লিক করে ফর্মটি পূরন করুন
রেজিষ্টশন হয়ে গেলে আপনার মেইল চেক করতে হবে না আপনি সরাসরি পরবর্তী পেজ এ যেতে পারবেন....
এখন সরাসরি আপনি কল করার পেজটি পাবেন। এখন আপনার কাঙ্খিত নাম্বার করে কল করতে পারবেন। নম্বার প্রবেশ এর পূরবে অবসস্যই কান্ট্রি কোড দিতে হবে। আর মনে রাখবেন প্রতিদিন আপনি ৫ মিনিট করে ফ্রি কল করতে পারবেন পরবতী ২৪ ঘন্টা পর আবার কল করতে পারবেন।
ভাল লাগলে অবসস্যই কমেন্ট করবেন । আর যদি এই টিউনটি আগে হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করবেন। আরও জানতে
আমি সাইফুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনে চলার পথে আনেক বাধা আসবে, সেই বাধাকে অতিক্রম করে বাঘের মত এক দিন বাচ, আর পৃথিবীর বুকে দাগ কেটে যাও নাম লিখে যাও স্বন্রাক্ষরে http://idmfordownload.blogspot.com
৫ মিনিট ফ্রী কল!!
দেখি ট্রাই করে কেমন সার্ভিস। আমি ইভাফোন সাইট হতে কল করতাম প্রতিদিন দুইবার । বাংলাদেশের জন্য উহা ছিল মাত্র ১১ সেকেন্ড।
ধন্যবাদ সাইফুর রহমান ভাই।