কি টিটি বিজ্ঞানিরা কেমন আছেন? থাক বলা লাগবে না জানি ভালো।তা এই টিউন দেখছেন কেনো?এটাও বলা লাগবে না বুঝে গেছি।বিজ্ঞান বিজ্ঞান এবং বিজ্ঞান চারিদিকে শুধু বিজ্ঞান।তাহলে টেকটিউনস কেনো বাদ থাকবে।না থাকবে না।যাই হোক এতক্ষন খুব বেশি কথা বলছিলাম।এবার আসল কথায় আসি।কিছু মজার বিজ্ঞানের খেলা নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম আশা করছি ভালো লাগবে।ছোট ছোট ৭ টা মজার বিজ্ঞানের খেলা নিয়ে ফিরে এলাম।এগুলো বিভিন্ন বই দেখে আমি নিজে ট্রাই করে পেরেছি।যাই হোক নিচে দেখুন:
১।কাগজের শাপলা:নিচের ছবিতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবে একটা কাগজ কাটুন।
দেখুন অনেকটা শাপলা মতো তাই না।এবার ২য় ছবিটার মতো করে সবগুলো ভাজ করুন
এবং ফুলটা পানিতে ভাসিয়ে দিন।কি দেখেছেন ফুলটি যেন দল মেলে ফুটে উঠেছে।
কেন হলো:আসলে কাগজটা ভিজে যখন পানি কাগজের তন্ত্ত তে প্রবেশ করে তখন সেটা সেখানে একটা চাপ সৃষ্টি করে,সেই চাপ টাই ভাঁজগুলি খুলে দেয়।
___________________________________________________________________________________________________________________________
২।গোপন লেখা:এটা আমার কাছে ভালো ই লেগেছে।কাঁচ আয়না বা অন্য যে কোনো জায়গায় একটা ভিজা কাগজ রাখুন।এবার ভিজা কাগজের উপরে রাখুন আরেকটা শুকনো কাগজ।এখন শুকনো কাগজের উপর বলপয়েন্ট কলম বা শক্ত পেন্সিল হাতে খুব জোর দিয়ে গোপন লেখাটি লিখুন।এবার উপরের শুকনো কাগজটি ফেলে দিয়ে ভিজা কাগজ টি শুকিয়ে নেন,দেখবেন নিচের কাগজে আপনার গোপন লেখার কোনো চিহ্নই নেই।কিন্ত কাগজটি পানিতে ভাসিয়ে নিলেই লেখাটি আবার বের হয়ে আসবে।
কেনো হয়:গোপন লেখাটি যখন ভিজে কাগজে লেখা হয়েছিল তখন কাগজের সেই অংশটুকু খানিকটা চিপসে গিয়েছিল।পানিতে ভিজারে সেটা স্পষ্ট হয়ে উঠে,কারণ সে অংশ থেকে আলো প্রতিফলিত হয় একটু ভিন্ন ভাবে।
===========================================================================================================================
৩।গোপন খবর(২)।এ পদ্ধটি টা আমার সবচেয়ে ভালো লাগে।প্রথেমে ভিনেগার,লেবুর রস বা পেয়াজের রস দিয়ে কাগজে কিছু একটা লিখে কাগজটা ভালো করে শুকিয়ে নিন।তখন এমনিতে দেখে আর বুঝা যাবে না এখানে কিছু লেখা আছে।কিন্তু গরম আগুনের কাছে কাগজটা ধরলেই লেখাটি বের হয়ে আসবে। 😉
কেনো হয়:ভিনেগার,লেবুর রস বা পিঁয়াজের রস দিয়ে লেখার ফলে কাগজের ঐ অংশটুকু পুড়তে তুলনামুলক ভাবে কম তাপমা্ত্রা প্রয়োজন,তাই আগুনে কাছে ধরার পর কাগজের বাকি অংশ ঠিক থাকলেও লেখা অংশ টুকু পুড়ে গিয়ে গোপন লেখাটি বের করে দিবে!!!
===========================================================================================================================
৪।লিটমাস কাগজ।লিটমাস কাগজ দিয়ে এসিড(যেমন:লেবুর রস) এবং এলকালি (যেমন চুন) পরীক্ষা করা হয়।লিটমাস কাগজ এসিডে চুবিয়ে দিলে সেটা হয় লাল।এলকালিতে চুবালে সেটা হয় নীল।আপনি নিজেও চাইলে এ কাগজ বানাতে পারবেন।একটা সাদা কাগজে কিছু লাল ফুল নিয়ে ভাল করে ঘসে কাগজটা রন্ঙিন করে নিন।সেটা চমৎকার লিটমাস কাগজ হিশাবে কাজ করবে। :]
===========================================================================================================================
৫।নোট ধরা:আপনার যেকোনো বন্ধুকে বলেন তার দুই আংগুলের ফাঁক দিয়ে একটা টাকার নোট নীচে ছাড়বেন সে যেন সেটা ধরার চেষ্টা করে।দেখবেন জীবনেও সে সেইটা ধরতে পারবে না 😛 😛 😛 ।কারন যখন সে দেখবে নোটটি ছাড়া হচ্ছে সে তথ্যটি মাথায় পৌছাতে এবং এবং মষ্তিষ্কের সেটা বুঝে তার আঙ্গুলকে সেটা ধরার নির্দেশ দিতে দিতে খানিকটা সময় নেয়।সে সময়ের মাঝে নোট টা নিচে পরে যায়। :[
===========================================================================================================================
৬।একটা মোটা কিন্তু ছোট মোমবাতি একটা বাতির নিচে লাগিয়ে দিন।এবারে পানি ঢেলে মোমবাতিটি জ্বালিয়ে দিন।ভাবতে পারেন মোমবাতিটা একটু পরে নিভে যাবে কিন্তু আসলে নিভবে না।দেখবেন,মোমবাতিটা তার চারপাশে একটা মোমেরদেওয়াল তৈরি করে তার ভিতরে জ্বলতে থাকবে।
===========================================================================================================================
৭।কাপড়,কাগজ,কাঠে আগুন ধরে।এগুলো দাব্য পদার্থ কিন্তু চিনিতে কি আগুন ধরে???
তাই করা যায় খুব সহজে।এটা আমার দারুন লেগেছে!!!
এটি করতে দরকার:
একটি চিনির কিউব
দেশলাই বাক্স
সিগেরেটের ছাই
চিনির কিউব টাকে ছাই এ বেশ কবার ঘষে দেশলাই ফস করে জ্বেলে দিলেই সঙ্গে সঙ্গে জ্বলে উঠবে চিনির কিউব!!!!!!!!!
কেনপ হয়েছে:সিগেরেটের ছাই ছিলো বলে চিনিতে আগুন ধরেছে।আর ছাই এখানে প্রভাবক হিসাবে কাজ করেছে।ছাই না থাকলে আগুন জ্বলতই না।
---------------------000000000-------------------
Comment Please
আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালই হয়েছে ।