সকলকে শুভেচ্ছা জানাই।
অতি উৎসাহী হয়ে কোন কিছু না জেনেই অনেকটা হুতাশ হয়ে খুবই দ্রুত টেলিটকের ৩জি ফ্লাশ রাউটার কিনে ফেললাম। সাথে ব্যাটারী সহ। ভেবে ছিলাম ডাটা ক্যাবল না লাগিয়ে মডেমটি সুইচ টিপে চালু করে দিয়ে পিসিতে নেট চালাবো। এভাবে ২/৩টি পিসির সাথে ওয়াই ফাই এর মাধ্যমে নেট চালাবো।
কিন্তু পরে বুঝতে পারলাম একটু বিলম্বে আর বুঝে শুনে কিনলে এই ভুলটা হতো না। অর্থাৎ টেলিটকের ফ্লাশ রাউটার দিয়ে একই সাথে ১০টি লেপটপে চালানো যাবে, পিসি তে না।
এখন প্রশ্ন হচেছ কিনে তো ফেলেইছি। নতুন করে রাউটার ডিভাইস না কিনে কিভাবে এই মডেমটি দিয়ে একাধিক পিসিতে নেট চালানো যাবে? তাহলে মডেমটি কিনা আমার জন্য সার্থক হতো। এছাড়া অনেকটা উপকৃত হতাম।
সকলকে ধন্যবাদ
আমি মিথানল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
রাউটার কি ল্যাপটপ বা পিসি আলাদা করে চিনে? ল্যাপটপে চললে তো পিসিতেও চলার কথা। এটা কি ইউএসবি রাউটার?