QR কোড জেনারেট করুন মজা করুন বন্ধুদের সাথে। নতুনদের জন্য

আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। ঈদের আনন্দ এবং কাজের ব্যস্ততার কারনে দেখতে পাচ্ছি বেশি বেশি টিউন কেউ করছে না, তাই নতুন নতুন তথ্য জানতেও পারছি না। তারপরও অনেক টিউনার ভাই কাজের ফাকে আমাদের নতুন নতুন টিউন উপহার দিচ্ছেন এজন্য সবাইকে ধন্যবাদ। এবং ধন্যবাদ দিচ্ছি টেকটিউনস কে যারা আমাদের এই সুবিধা দিচ্ছেন। টেকটিউনসে যুক্ত হবার পর অনেক কিছু শিখতে পেরেছি অনেক কিছু জানতে পেরেছি।

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

এটা কোন নতুন জিনিস না পুরান, তবে ইচ্ছে হলো যারা যানেনা তাদের জন্য

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

উপরের শিরনাম দেখে হয়তো বুঝতে পারছেন কি নিয়ে টিউন করব। আমরা উপরে লোগোর মত চিহ্নটি বিভিন্ন কোম্পানীর পণ্যে দেখতে পাই, আমরা যারা নতুন, বুঝতে পারি না যে এই জিনিসটি কি? আমিও ততটা বুঝি না, তবে এইটুকু জানি যে এটা হচ্ছে QR Code এই সিম্বলটির মধ্যে কোম্পানীর পন্যের বৃত্তান্ত লুকায়িত থাকে। যদি আপনি এর সম্বন্ধে জানতে চান তাহলে আপনার এন্ড্রয়েড মোবাইল থেকে প্লে স্টোরে গিয়ে QR Code Reader নামক এ্যাপস টি ডাউনলোড করে নিন। এই এ্যাপস টি ডাউনলোড করার পর ইন্সটল করে ওপেন করুন দেখুন আপনার ক্যামেরাটি চালু হয়ে গেছে, স্ক্রিনে ডিটেক্ট এরিয়া দেখতে পাবেন তার মাঝ খানে উপরের ছবিটি ভালোবাবে ক্যাচ করুন কোন কিছু চাপতে হবে না শুধু ভালোবাবে দরে রাখুন ছবিটির উপর আলোর ব্যবস্থা থাকলে ভালো ফল পাওয়া যাবে। যদি ক্যামেরা ভালোবাবে ছবিটি ক্যাচ করে তাহলে http://www.techtunes.io নামে লিঙ্কটি পাবেন।  লিঙ্কটিতে প্রবেশ করতে চাইলে তার আগে ডাটা কানেকশন চালু রাখতে হবে তারপর ওকে করলেই আপনি টেকটিউনস ওয়েব সাইটে প্রবেশ করতে পারবেন কোন প্রকার URL এডড্রেস পাইপিং ছাড়াই। বর্তমানে গান, ছবি, ফোন নাম্বার, ম্যাসেজ ইত্যাদির ডাউনলোড লিঙ্ক এই কোডের মাধ্যমে পাওয়া যায়। গ্রামীনফোন এই কোডের মাধ্যমে বিভিন্ন সেবা দিয়ে থাকে যা দিয়ে আজ কালে ছেলেমেয়েরা গান, ছবির সরাসরি ডাউনলোড লিঙ্ক পেয়ে যায়।

উপরে ব্যবহার বিষয়ে বুঝি তাই আপনারদের সাথে শেয়ার করলাম। এবার আসুন কিভাবে আপনিও এটা তৈরী করতে পারেন। প্রথমে নিম্ন লিঙ্কটিতে প্রবেশ করুন

https://www.the-qrcode-generator.com/

আপনি এখান থেকে বিভিন্ন ক্যাটাগরির কোড জেনারেট করতে পারবেন, কোডটি বিভিন্ন ফরম্যাটে সেভ করে সংগ্রহ করতে পারবেন পরবর্তীতে আপনি এই কোডটি বিভিন্ন কজে প্রয়োগ করতে পারবেন। উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন গোলাপী কালারে চিহ্ন সেখানে জেনারেট মানে তৈরী করবেন পরেরটি স্কেন অর্থ্যাৎ কোডটি রিডিং করবেন। বিভিন্ন টাইপের কোড বানাতে পারবেন যেমন Free Text এখানে আপনার ব্যক্তিগত তথ্য দিতে পারেন, URL এখানে ওয়েব এড্রেস বিভিন্ন সাইটের লিঙ্ক ব্যহার করতে পারেন, Contact এখানে আপনার পরিচয় সংবলিত তথ্য দিতে পারেন, Phone Number এখানে আপনার মোবাইল নাম্বার দিতে পারেন, SMS তো বুঝতেই পারছেন। যখন আপনি একটি নির্দিষ্ট টাইপ বাছাই করে কাজ করতে থাকবেন তখন দেখবেন ইমেজ কোডটি জেনারেট হচ্ছে, তারপর কাজ শেষে সংগ্রহের জন্য সবুজ চিহ্নিত Save বাটনে ক্লিক করুন বিভিন্ন ফরম্যাট পাবেন আপনার কাজের উপযোগী করে সংরক্ষন করুন রার ফাইলে ডাউনলোড হবে পরে এক্সাড করে কোডটি ব্যবহার করুন নিশ্চিন্তে। আপনার টিউনে নতুনত্ব আনার জন্য অথবা কাউকে আপনার পূর্বের করা টিউনের লিঙ্কটি দেওয়ার ক্ষেত্রে এই কোড পদ্ধতি ব্যবহার করতে পারেন।

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

its so brilliant tunes man come on go ahead

Level 0

really nice tune.