কাল আবার নতুন করে সাজালাম আমার ওয়বসাইট।নতুন টেম্পলেট দিয়েছি।প্লাস আরো কিছু লাগিয়েছি।আমার এই ওয়বসাইট টির এখন রেন্ক ৩৬৮,২০১ এলেক্সা তে।নতুন নতুন সব গেম দেই আর ওনেক ভিসিটর ও পাই।প্রথম যখন ওয়েবসাইট টি বানিয়েছি তখন প্রতিদিন ১ জন ভিসিটর পাইতাম।আস্তে আস্তে সেইটা বেড়ে গিয়ে হলো প্রায় ৩০-৪০ জনে।এর পিছনে টিটি মামার অবদান অনেক। আমার ওয়েবসাইট টি বানিয়েছি প্রায় ১ মাস হোলো।ডোমাইন এখনো কিনা হইনি।আস্তে আস্তে কিনবো।পাঠক গন আপনাদের কাছে আমার একটাই আশা নিয়মিত ওয়েবসাইট টি ভিসিট করবেন।আর এইবার আমাকে বোলেন তো নতুন ডিজাইন করার পর ওয়েবসাইট টি ভালো হয়েছে নাকি আগেই ভালো ছিলো।আপনারা আমাকে ইকটু হেল্প করেন।কি কি সমস্যা আছে তা কমেন্ট এর মাধ্যমে জানাবেন আশা করি।দয়া করে একবার ভিসিট করে বলবেন এখন কেমন হয়েছে।
(বি:দ্র:টেকটিউনস এর এডমিনরা দয়া করে পোস্ট টি মুছবেন না)
আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যাক ভালোই লাগলো।