রিসেলার ওয়েব হোস্টিং কেনার পর অনেকেই প্রাইভেট নেইম সার্ভার তৈরি করতে চান , বা ওয়েব হোস্টিং বিজনেস শুরু করেছেন এখন প্রাইভেট নেইম সার্ভার তৈরি করতে চাচ্ছেন , তাদের জন্য এই ভিডিও টিউটোরিয়াল । এই টিউটোরিয়ালটি তাদের কাজে আসবে যারা ওয়েব হোস্টিং বিজনেস শুরু করছেন বা শুরু করতে চাচ্ছেন । সাধারণ ইউজাররা এভয়েড করে যেতে পারেন তবে হাতে সময় থাকলে দেখে নিতে পারেন একবার ।
প্রাইভেট নেইম সার্ভার কি ?
প্রাইভেট নেইম সার্ভার হল আপনার নিজের নেইম সার্ভার , মনে করুন আপনি একটি রিসেলার ওয়েব হোস্টিং কিনেছেন প্রোভাইডার আপনাকে একটি ডিফল্ট নেইমসার্ভার দিবে এবং আইপি এড্রেস দিবে যেমন ,
ns1.hostmight.com (IP Address... )
ns2.hostmight.com (IP Address... )
এখন আপনি যেহেতু রিসেলার ওয়েব হোস্টিং নিয়েছেন এবং আপনি চাচ্ছেন আপনার ক্লায়েন্টদের আপনার নিজের ডোমেইন নেইম দিয়েই নেইম সার্ভারটি দিতে যেমন,
ns1.yourdomain.com
ns2.yourdomain.com
আর এটাই হবে আপনার প্রাইভেট নেইম সার্ভার , প্রায় সকল ওয়েব হোস্টিং প্রোভাইডার এটা বিনামুল্যে দিয়ে থাকে রিসেলার হোস্টিংএর সাথে আর যারা নিজের সার্ভার ইউজ করেন তারা তো সার্ভার আইপি ইউজ করেই সুবিধাটি পাচ্ছেন । দেখুন নিচের ভিডিওটিঃ
ইউটিউব লিঙ্ক -
সরাসরি ডাউনলোড লিঙ্ক - http://bipul.me/Files/privatenameserver.zip
আমি জোবায়ের আলম বিপুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Contact Information : Skype : bipulbd08 Email : [email protected] Mobile : 01713305324