ফেজবুক ফটো ভেরিফিকেশন থেকে বাচার জন্য আমরা কত কিছুই না করি। কিন্তু কয়জনই বা সৎ সাহস নিয়ে বলতে পারবে যে সে ফটো ভেরিফিকেশন বাইপাস করতে পেরেছে। আমর সবাই জানি ফটো ভেরিফিকেশন একটি মহা ঝামেলা। অন্তত যিনি এর ফাদে একবার পড়েছেন তিনিই ভাল করে বুঝতে পারবেন এর মজা কতটুকু যার জন্য আমাদের সখের আইডিটাই হারাতে হয়। ইসব সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের তিনজন বিশ্বস্ত ফ্রেন্ড সিলেক্ট করবো। পরবির্তিতে যখনি আমরা ফটো ভেরিফিকেশনের ফাদে পড়বো তখন ঐ তিন বিশ্বস্ত ফ্রেন্ডের ছবি দিয়েই ফটো ভেরিফেকেশ বাইপাস করতে পারবো খুব সহজে। তার জন্য প্রথম আপনি আপনার ফেজবুকে লগ-ইন করে সিটিংসে টুকে security তে ক্লিক করুন।
নিচের মত দেখবেন
এবার trusted contacts এ ক্লিক করুন। নিচের মত দেখবেন
এবার আপনি choose trusted contacts এ ক্লিক করুন। নিচের মত দেখবেন
এবার আপনি choose trusted contacts এ ক্লিক করুন। নিচের মত দেখবেন
এবার আপনি এমন তিনজন ফ্রেন্ড সিলেক্ট করুন যাদেরকে আপনি ব্যাক্তিগতভাবে চিনেন এবং তাদের ছবি দেখলেই আপনি তাদেরকে সনাক্ত করতে পারবেন। কারণ পরবর্তিতে আপনি যখনি ফটো ভেরিফিকেশনে ঝামেলায় পড়বেন তখন আপনাকে উল্লেখিত তিন ফ্রেন্ডের ছবি দিয়েই ভেরিফিকেশন করতে হবে। সুতারাং অচেনা কাউকে ট্রাস্টেড ফ্রেন্ড হিসেবে সিলেক্ট করবেন না। তারপর সর্বশেষ contirm এ ক্লিক করুন।
ব্যাস আপনার কাজও শেষ। তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন
আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।
খুব ভাল লাগলো পোস্ট টা ।