সবাই কেমন আছেন?
আজকে আমি আলোচনা করবো সেই সফটওয়্যার গুলির ব্যাপারে যেগুলো ব্লগিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। 🙂 তাহলে, আসুন জেনে নিই।
ওয়ার্ডপ্রেস ছাড়া আমরা কোন কিছুই করতে পারব না। আমাদের ব্লগিং এর মূলে রয়েছেওয়ার্ডপ্রেস। আমরা আমাদের ব্লগকে ওয়ার্ডপ্রেস এ তৈরী করব। আপনি যখন ওয়ার্ডপ্রেস ডাউনলোপড করবেন তখন এটি শুধু মাত্র একটি জিপ ফাইল হিসাবে থাকবে এবং এর ভেতর কোন exe ফাইল নেই। তহলে আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। ভয় পাবেন না আপনি সঠিক ওয়ার্ডপ্রেসই ডাউনলোড করেছেন।
আমি আজকে শুধু মাত্র বিভিন্ন ব্লগিং সহায়ক সফ্টওয়ারের সংক্ষিপ্ত বিবরন দিব। বিন্তারিত আমার সামনের দিনের টিউটোরিয়ালে আপনাদের প্রয়োজন অনুযায়ী পাবেন।
আপনি যদি আপনার পি,সি, তে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান তাহলে Wamp ছাড়া ভাবা কঠিনই বটে। আপনি আপনার মূল সাইটে কোন নতুন প্লাগইনস্ বা থিমে কোন পরিবর্তন আনার আগে আপনার কম্পিউটারে ইনস্টলকৃত ওয়ার্ডপ্রেসে পরিবর্তন আনুন। দেখুন সংশোধন করুন যখন সন্তুষ্ট হবেন কেবল তখন আপনার মূল সাইটে পরিবর্তন করুন। এতে যেমন আপনার সার্ভারের ব্যান্ডউয়াইড বাঁচবে তেমনি আপনার সাইটে ভ্রমনকারী কারো কোনরুপ সমস্যার সম্মূক্ষীন হতে হবে না এবং কোন রুপ সমস্যার কারনে আপনার কোন মূল্যবান তথ্যও হারাবে না।
অভ্র কি-বোর্ড একটি ইউনিকোড ভিত্তিক মুক্ত সোর্স বাংলা টাইপিং সফ্টওয়ার। ফলে আপনি যে কোন স্থানে বাংলা ফন্ট না থাকলেও বাংলা লিখতে পারবেন। অভ্র ইউনি-জয় বা ইউনি-বিজয়, ফোনেটিক, জাতিয় ইত্যাদি টাইপিং লেআউট সাপোর্ট করে। আপনি যদি বিজয় কি-বোর্ড লেআউটে অভ্যস্থ হয়ে থাকেন তাহলে আপনাকে কোন নতুন লেআউট শিখতে হবে না। ইউনি-বিজয় কি-বোর্ড আপনাকে বিজয় লেআউটে লেখার মত পরিবেশ তৈরী করে দেয়।
আমি যখন বাংলা লেখা শুরু করি তখন ইউনিকোড এর এতো প্রচলন ছিল না। তাই বিজয় কি-বোর্ড দিয়েই আমার বাংলায় হাতেখড়ি। পরে যখন ইউনিকোডে লিখতে শুরু করলাম তখন কোন নতুন লেআউট শেখার ইচ্ছা আমার একদমই ছিল না। তখন আমাকে এই সমস্যা থেকে পথ দেখাল অভ্র এর ইউনি-বিজয় কি-বোর্ড লেআউট।
মনে রাখবেন আপনার সাইটটি অবশ্যই আমি আবারো বলছি অবশ্যই ইউনিকোড ভিত্তক হতে হবে।
ব্লগ করতে গেলে চারিদিকে আপনার ব্লগিং টপিক নিয়ে কি ঘটছে তা জানা একান্ত জরুরী। আপনি যদি কোন অফ টপিকে ব্লগ করেন তবে নিশ্চয় আপনার পোষ্টটি কেউ পড়তে চাইবে না। আর সবকিছুতে নজর রাখতে আর,এস,এস, এর গুরুত্ব অপরিসীম।
ফিড ডিমন আমার মতে সবচেয়ে ভালোমানের আর,এস,এস , রিডার। এটি NewsGator এর একটি সফ্টওয়ার এবং আপনার আর,এস,এস, গুলোকে sync রাখে। সকল ধরনের ফিচার আপনি এতে পাবেন। তাছাড়া এর নতুন ভার্সনে গুগগ রিডারের সাথে sync করতে পারবেন। বর্তমানে বিটাতে এই সুবিধা পাওয়া যাচ্ছে।
এটি একটি Advanced স্ক্রিন ক্যাপচার সফ্টওয়ার। আপনি যদি আপনার ব্লগে আপনার পি,সি, এর কোন স্ক্রিন সট দিতে চন তাহলে এই সফ্টওয়ারটি আপনার সংগ্রহে থাকা অবশ্যই জরুরী।
আপনার মনে এখন কোন একটি বিষয় উকি দিচ্ছে। একটু পরে হয়ত তা ভুলে যেতে পারেন। কোন সমস্যা নেই তখনই নোট করে রাখুন ইভারনোট এ। আপনার চিন্তাকে পরবর্তীতে সাজিয়ে একটি ব্লগ পোস্ট তৈরী করে ফেলতে পারেন।
আপনার হোস্টিং কম্পানি যদি আপনাকে যথেষ্ট পরিমান স্টোরেজ না দিয়ে থাকে তবে আপনাকে কোন আলাদা অনলাইন স্টোরেজের চিন্তা করতে হবে। আর ড্রপবক্স অনলাইন স্টোরেজ সমস্যার এক অপ্রতিদ্বন্দ্বী সমাধান। আর আমরা যেহেতু ফ্রি সার্ভারে আমাদের ফাইল হোস্ট করব ফলে আমাদের ড্রপবক্স অবশ্যই প্রয়োজন। এটি আপনাকে আপনার কোন ফাইল শেয়ার করার জন্য ঐ ফাইলের জন্য একটি অনন্য ঠিকানা দিয়ে থাকে। যা আপনি আপনার ওয়েবসাইটে ডাউনলোড করার জন্য দিতে পারেন।
আজকে আমি যে সকল সফ্টওয়ারের কথা উল্লেখ করেছি তা আমার মতে আপনাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় সফ্টওয়ার হতে যাচ্ছে। আমার এই সফ্টওয়ার এর তালিকা এখনও সমাপ্ত হয় নি। আরো সংশোধন ও সংযোজন করা হবে।
ZubyTech (ব্লগিং এর নতুন দুনিয়া। আজকেই ভিজিট করুন আর আপনার প্রযুক্তির জ্ঞান বৃদ্ধি করুন)
ZubyTech পেইজ (টেক সম্পর্কিত সমস্ত খবরাখবর ফেসবুকেই পেতে এখনই একটি লাইক দিয়ে রাখুন!)
আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com
ধন্যবাদ