***জানি জানি এবার আপনিও বলবেন বাসায় নেট থাকিলে খেলা দেখার জন্য Tv কিনার আর প্রয়োযন নেই***

কি অবাক হচ্ছেন।হওয়ারই কথা।কারন বাংলার মানুষের আমি যত দূর জানি ইন্টানেটে লাইভ টিভি দেখার খুব সখ।তবে এবার সেই সখ আপনার পূরণ হতে যাচ্ছে।প্রায় যেকোন Sport চ্যানের দেখার এই অবাক সুযোগ গ্রহন করবেন সকলে আশা করি।নিচে বিভিন্ন Sport চ্যানেল এর এড্রেস দিলাম।সময় পেলে দেখবেন।

************************************************************************************************************************************

বিভিন্ন ইন্ডিয়ান চ্যানের লাইভ দেখতে নিচের ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন:

Live Tv

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

তাছারাও বিভিন্ন প্রকার Sports চ্যানেল লাইভ দেখার লিন্ক দিলাম:

ESPN'

TenSports

ZSports

STAR CRICKET

হলো তো নে বাবা এবার নাকে তেল দিয়ে ঘুমা।

************************************************************************************************************************************

************************************************************************************************************************************

((বারবার এর মতো আমি এবার বলবো সোহেল ভাইজান যদি মনে করেন ভালো কমেন্ট করবেন তাহলে করেন।নয়তো শুধু শুধু আমাকে অসম্মান করিবেন না।))

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

একনজরে আমার সকল ওয়েবসাইট:

ফ্রি পিসি গেম ডাওনলোড

আয়ের উপর বিভিন্ন উপায়

কমেন্ট চেতে ভয় লাগছে


Level New

আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইজান শেষমেষ শিরোনামটাও ধার করে দিয়েছেন………………এমন শিরোনাম কিন্তু আমি আমার টিউনে করে ছিলাম!!!!

    কি জে কমু ভাই আসলে কোনো শিরোনাম পাচ্ছিলাম না তো।ঠিক আছে আপনি একটা শিরোনাম বলুন আমি সেটাই দিবো

    :p :p

    জাহা ভাই আপনের অই টিউন জোস আসিল খালি একটাই সমস্যা: অই সফটওয়্যার দিয়া ফ্রেম রেট ৩০ এর বেশি দেয়া যায়না।

দুনিয়ায় কি আর শিরনাম ছিল না ? শুধু শুধু কেন জাহাঙ্গীর ভাইরে ঘুম থেকে উড়াইয়া দিলেন ।
যাই হোক টিভি দেখতে পাচ্ছি । ধন্যবাদ

    ভাই আপনার নেট স্পিড কতো?

    আমি এত কিছু বুঝিনা, শুধু মনিটরের কোনায় Speed: 100.0 Mbps লেখা দেখতে পায় ।

tv দেইখা কি করুম

    তাহলে এই টিউন আপনার জন্য না।

smoothly tv দেখার জন্ন download speed কত থাকার দরকার?

TV দেখব , অনেক ব্যস্ত , আপনার টিউনে কমেন্ট করার সময় নাই।

    ও সোহেল ভাইজানের ব্যান প্রত্যাহার করে নিলেন নাকি ?

    :p :p :p

    warid vhai kemon asen? আগের মত আবার সরব হন।

Level 0

ভাই কি Tv দেখবো , নেটের স্পিড দেখলে কান্না আসে ?

    Level 0

    আরেকটা কথা আপনার টিউন সাথে একমত হতে পারলাম না ।

বাংলাদেশে অনলাইনে টিভি দেখতে হলে,আরো অনেক বৎসর গুনতে হবে।

দেখি ভাই চলে কিনা জিপি নেটের যা অবস্থা। ধন্যবাদ টিউন করার জন্য।

আমি একটা টিউন করব কিভাবে এসব লাইভ টিভি নিজের ওয়েবসাইটে বা কম্পিউটারের মিডিয়া প্লেয়ারে চালানো যায়।

Level 0

টিউন টাইটেল ঠিক করে লিখলে হত না ????
প্রয়োজন

আমি tv দেখি না কিন্তু world cup এ অনেক অনেক কাজে লাগছিল। ভাই movie channel এর link থাকলে দিয়েন।

ভাই Zsports channel টা চলে না কেন…………?

চ্যানেলেররগো গুলান সংগ্রহে রাখলাম, ধন্যবাদ। এইবারো কপি করলেন রাফসান। অভ্যাসটা পরিবর্তন করুন দয়া করে। 🙂

    ভাই একটু বেশি বুঝে ফেললেন আপনি।

Level 0

তাইনাকি একটু চেষ্টা করে দেখি, ধন্যবাদ।

কিছু সময় পর পর সুধু বাফারিং হয়……ঃ( বাংলাদেশে যা নেট স্পিড তাতে এইটা কনো কাজে আসবেনা।