প্রথমে একটা কনফিগারেশন বানান নিচের মত
এখন একটা টুজি বা থ্রিজি প্যাক কিনে নিন।
এখন sdcrd এ com.hipipy.gpyls
নামে কোন ফোল্ডার থাকলে রিমুভ করে দিন
এখন নিচ থেকে জিপ ফাইলটি নামান।
জিপ ফাইলটা আনজিপ করুন, তাহলে ২টা ফাইল পাবেন। একটা হল .ini এবং অন্যটা com.hipipal.qpyplus নামের ফোল্ডার। এখন এই দুইটা ফাইলকে এক্সট্রাক্ট করে আপনার মোবাইলের এসডি কার্ডের বাইরে পেস্ট করুন। মনে রাখবেন এই ২টা ফাইল আলাদা আলাদা (কোন ফোল্ডারের ভেতর নয় ) পেস্ট করতে হবে।
এখন নিচ থেকে এপস্টা নামান।
এবার পাইথন ইন্সটল করুন। ওটা অপেন করেন। মাঝখানে একটা আইকন পাবেন।
ঐ টা তে ক্লিক করেন।তা হলে ৩টা অপশন দেখতে পাবেন।
এখন ready আসলেই বুঝবেন কানেক্ট হয়ে গেছে। 😀
এখন আপনি সকল এপ ব্যাবহার করতে পারবেন।
এর মাধ্যমে আপনি নিচের এপস গুলো ফ্রি তে ইউস করতে পারবেন 😀
(এইটার লিমিট প্রতিদিন ১৮ঘন্টা রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত)
আমি DJ TAPASH। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আর কয়জনাই এই একি পোস্ট দিবি রে ভাই…..এইবার একটু থাম……..নাইলে বন্ধ হইল কিন্ত………