ধন্যবাদ গ্রামীন ফোন, ধিক বাংলালিংক

লেখাটি পড়ার আগে কেউ আমাকে গ্রামীননের দালাল মনে করবেন না।

গ্রামের এক লোক এক অপর লোককে বলছে “ এ কাজ করলে তোকে কিন্তুেআমি অপমান করব।” তখন অপরলোক বলছে মান থাকলে তো অপমান।
আসলে বাংলাদেশের কথিত দ্বিতীয় মোবাইল সেবা দানকারী প্রতিষ্ঠান বাংলালিংক গ্রাহকদের সাথে যে প্রতারনা শুরু করেছে তা দেখার কেই নেই। এদের বলেও কোন লাভ হয়না। কারণ যাদের লজ্জা নেই তাদের বলে কি হবে।

ওরা আমার নাম্বারে ম্যাসেজ দিয়ে বলে ১ জিবি কিনলে ২ জিবি ফ্রি দেওয়া হবে। ৫ ঘন্টার ভিতর।গিত 23 তারিখের কথা। এর পর থেকে ২০ বার অফিসে যোগাযোগ করেছি। একসময় বলে ৭২ ঘন্টার ভিতর পাবেন। এক সময় বলে ভুলে ম্যাসেজ গেছে। আপনি পাবেন না। আবার বলে ধর্য্য ধরেন কোম্পানী কাজ করছে।

আচ্ছা আপনারাই বলেন আমার সামান্য ২ জিবি বোনাস দিতে যদি কোম্পানীর ১৭ দিন কাজ করতে হয় তাহলে অন্য কাজ কত দিনে করবে। আমি বাংলালায়ন ব্যবহার করতাম কত সুন্দর স্পীড। এই টাউট বাটপাড়দের দেয়া লোভে পড়ে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার অনেক টাকা নষ্ট হয়েছে। আর বাগেরহাটে স্প্রীড। সব কোম্পানীর চেয়ে খারাপ। বিশ্বাস না হয় যারা ব্যবহার করে তাদেরকে জিজ্ঞাসা করুন।

অপরদিকে গত দুইমাসেআগে গ্রামীনফোনের অফার ছিল বন্দ সিমে ১১ টাকা রিচার্জে ১০০০ মেগাবাইট ফ্রী দেয়া হবে। আমি ১১ টাকা রিচার্জ করে ২৫০ মেগাবাইট পেলাম। পরের মাসে ২৫০ মেগাবাইট পেলাম। আর আজ সকালে পেলাম ৫০০ মেগাবাইট। আর গতি খুবই সুন্দর। এরাই আসলে থ্রী জি। আর ওইসব ভুয়া থ্রী জি।

Level 2

আমি এস এম সামছুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কি বলেন ভাই, আমি এই মাসে ২GB’র সাথে ১০GB বোনাস পেয়েছি Banglalink-এ (3G)। আর বাংলালিংক না থাকলে গ্রামীণ প্রতি Minute কল চার্জ ও সহজে কম করত না । মনে নেই ৭ টাকা মিনিটে ?

    @Tanjamin: তানজামিন ভাইয়া # আপনি পেয়েছেন আহলে আমাকে কেন দিল না। আমার ম্যাসেজ তো স্থানীয় কাষ্টমার কেয়ারে দেখিয়েছিলাম তারাও বলেছিল পাবেন কিন্তু আমি পাইনি।
    2007 সালে আমি আমার 10 জন বন্ধুকে গ্রামীন বাদ দিয়ে বাংলালিংক কিনকে উৎসাহিত করেছিলাম।

      Level 2

      @সামছুর রহমান: ভালই করছেন

Level 0

আমার তো ভাই বাংলালিঙ্ক এই মাস এ ৯৯ টাকা তে ২৫০ মেগা কেনার জন্নে ১৫০০ মেগা ফ্রী দিছে ১ মাস মেয়াদ,

Level 2

R GP er Free MB gulo 10 minute er moddhay ses hoea jaba. ha ha ha ………..Harimi phone r apni akhono chennai.

ওরে কেউ আমারে মাইরালা, হ্রামির ফোন ৩জি নাকি সুন্দর ৩জি আর নাকি ভুয়া 😛 😛 আপনি হইয়ত জানেনা সবচেয়ে ফাস্টটেড ৩জি দিচ্ছে বাংলালিংক, এরপরে আছে রবি ,এয়ারটেল ও টেলিটক । সব চেয়ে স্লোইয়েস্ট ৩জি দিচ্ছে হারামির ফোন। — সুত্র বিটিসিল ও বাস্তব অভিজ্ঞতা

    @Abdullah Al Munim: ভাইয়া আপনার বাগেরহাটে কোন পরিচিত লোক থাকলে তাকে জিজ্ঞাসা করে দেখু কি খারাপ অবস্থা। বাংলালিং খুবই বাজে। আমার এক সহকর্মী মাত্র 5 মিনিটে একটি ফুটেজ আজ দৃপুরেও গ্রামীন দিয়ে পাঠিয়েছে।

      Level 2

      @সামছুর রহমান: কুমিল্লার হোমনার খোদেদাউদপুর/দুলালপুর নেই পাওয়া যায়না
      একদিন আমি অভিযোগ দেই জিপিকে জেলা থেকে লোক আসছে চেক করার জন্য নেট নাই স্পিডনাই বলে হা সমস্যা ঠিকই আছে কোথায় এখন তারা ? গেলত গেলই
      নিজে টেলিকম দিয়াই চালান লাগব চার দিকে লিমিট আর লিমিট ভাল লাগেনা এগুলা

    Level 2

    @Abdullah Al Munim: ঠিক ঠিক হালারাত লিমিটেড করে দেয় স্পিড আর রবি রকেট স্পিড যে যত পায় কোন অফিসিয়াল লিমিটেড নাই
    জিপি হালার ফোনে আমাগরে লিমিটেড কইরা নষ্ট করবার চায়

ব্যাই দ্যা ওয়ে, আমারে আবার বাংলালিংকের দালাল কইয়েন না, আমি টেলিটক ব্যাবহার করি।

    @Abdullah Al Munim:
    দালাল বলে কথা না আসলেই বাংলালিংকই বেস্ট বাট যাদের 3G আছে ।

হা হা হা হা হা হাঁসতে হাঁসতে পেট বেথ্যা হয়ে গেলো বাংলালিংক না থাকলে ১০ টাকায় ৩০ মিনিট কথা বলার কথা কল্পনা ও করা জায় না আর বাংলালিংক এর নেট এর মূল্য ও অনেক সাশ্রয়ী আবার তাদের স্পীড ও হারামি ফোন থেকে অনেক বেশী

ওরে কত কথা বলে রে, আমিতো বিভ্রান্ত হয়ে গেলাম কোনটা ব্যবহার করবো, এখন যদিও সিটিসেল ব্যবহার করছি ।

হারামিরফোনের 512 কিন্সিলাম স্পিড 100 এর বেশি পাই নাই

কুমিল্লায় আমাদের এলাকায় শুধু রবির 3G আছে । স্পীড ১ সেকেন্ডে ১ এমবি । যদি স্পীড কমে তাহলেও ৫০০ কেবিপিএস থাকে

Level 0

বাংলালিংক আসলেই ফাস্ট। আমি জিপি বাংলালিংক দু’টোই ইউজ করে দেখেছি। বাংলালিংক- এ ডাউনলোড স্পীড পাই 1.12MB। হ্যাঁ ডাউনলোড স্পীড।

আমার এলাকায় খালি জিপির 3G আছে। 2 জিবি ডাটা কিনে চালালে একদমই স্পিড পাইনা, কিন্তু ফ্রি চালাইলে সারাদিন 750+ kbps স্পীড থাকে।

গ্রামিনকে ধন্যবাদ দিলেন কেন সেটা পোস্টে বলেন নাই,৪ জিবি দিয়ে পরের দিন নিয়ে যাওয়ার জন্য নাকি?

    @Bootable Ishraque: ওেই 4 জিবি আমি পাইনি। তবে 1 জিবি ফ্রী পেয়েছি।

ভাই আমরা বাঙ্গালী তো তাই ফ্রী এর আশায় থাকি। আপনি বাংলালায়ন এ ভালো স্পিড পাইতেন তাহলে বাংলালিংক চালাইতে গেলেন কেন? বোনাসের আশায়? ভাই কথায় আছে লোভে পাপ আর পাপে পল্টি! লভ করবেন তো ঠোকবেন। আর বাংলালিংক এর কথা বলছে, বর্তমানে টেলিটকের পরে বাংলালিংক ই কম রেটে ভালো স্পিড দিচ্ছে। আর কত সুবিধা চান? সারা বাংলার মানুষ জানে গ্রামীনফোন হলো হারামিফোন!

কিছু মনে করবেন না কথাগুলো সম্পূর্ণ আপনাকে উদ্দেশ্য করে বা আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

    @আকাশ মাহমুদ: দেখেন ভাই ফ্রীর আশা সবাই করে। কিন্তু এমন ভাওতাবাজি তা আগে বুঝিনি।

Level 0

গ্রমীনফোন তো মানুষকে ফাদে ফেলে টাকা নেয়। আমার এখানে বাংলালিংক এর গতি ভালই ফাস্ট। আমিত ১জিবি কিনলেই ১ জিবি ফ্রি পাচ্ছি।বুজলামনা আপনি কেন পাচ্ছেননা।

যে বন্ধুরা আমাকে বিশ্বাস করতে পাছেন না । তাদের বলব প্রয়োজনে আমার নাম্বারটা আপনাকে দিব। আপনি ওদের সাথে কথা বলেই দেখুন কি বলে। আমার জন্য নাকি কোম্পানী অনেক কাজ করছে। না জানি কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে।

ভাই আপনি গ্রামিন ফোনের কথা বলছেন…।।
ওরাতো ভাই বড় ধোকা বাজি…। মানুষ ঠকিয়ে বছরে ১২-১৫শত কোটি টাকা নরওয়েতে নিয়ে যাচ্ছে।
গ্রামিন ফোনের খারাপ দিকটা তুলে ধরলে ২০০০ পারাগ্রাফ এর একটি পোস্ট হবে।
আমি গ্রামিন বাংলালিংক ২টা ব্যাবহার করি।
গ্রামিন টা শুধু ব্যাবহার করি নাম্বারটি সবাই জানে জন্য।
আমি বাংলালিংকে ১০ দিন পর যেকোনো টাকা রিচার্জ করলে ১০০ মেবা দেয় কেন দেয় সেটা জানি না।
১ বছর জাবত পাচ্ছি। মাসে ৪০০ মেগা মার নাই……।

আপনার এলাকায় আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা আছে। তার জন্য আপনি এভাবে বাংলালিংককে ধিক্কার দিতে পারেন না। ঠিক আছে আপনার সাথে না হয় নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে বা অন্য কোন সমস্যার কারণে একবার ভুল করেছে। কিন্তু গ্রামীণফোনের মত বার বার তো আর ভুল করেনা। কিন্তু আপনার কাছে গ্রামীণফোন ভাল হয়ে গেল।

আমি বাংলালিংকে ২ জিবি ৩জি ডাটা কিনে আরও ২ জিবি পেয়েছি। আর স্পীড এর কথা বললে তো হার্ট স্ট্রোক করবেন।

আপনি হয়ত বিশ্বাস করবেন না। আমি সবসময় ৪ এমবিপিএস স্পীড আর মধ্য রাতের থেকে ১২ এমবিপিএস স্পীড পাই। আর বাংলালিংক বর্তমানে টেলিটক এর পরে সবচেয়ে বেশি স্পীড দিচ্ছে। সবাই বাংলালিংককে ভাল বলে আর আপনার একার একবার একটু সমস্যার জন্য বাংলালিংক খারাপ হয়ে গেল আর হারামিরফোন ভাল হয়ে গেল?

সরি ভাই আপনার সাথে একমত হতে পারলাম না।

আমার মনে হয় এই ছেলেটা ঘ্রামীন এ চাকুরী করে, তাই একটু চামচামি করছে। আমি একই সাথে বাংলাদেশের 4টি ফোন কম্পানীর সীম ব্যাবহার করি, যার মধ্যে ঘ্রামীন এর কলরেট এবং ডাটা সিস্টেম সবচেয়ে বাজে। কিন্তু নাম্বার টা পরিচিত হয়ে গেছে েএজন্য ফেলাতে পারছি না।

Level 2

নাম্বার টা পরিচিত হয়ে গেছে এজন্য গ্রামীণফোন ফেলাতে পারছি না tai amar mone hoy grameen phone ke amader welcome kora uchit na call rate er jonno na bangladeshi der mobile phone use kora sikhanor janno. Ar ekti kotha bangladesher sob mobile operator company amader bekub bangalider rakto chuse khasse ar amora ekek company ke support diye jassi. Are bangali amader paser deser mobile operatorder dekho ar eder golamy kora bondho koro.

আপনার কথা আমার বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছে। কারণ গত কিছু দিন আগওে আমি ২ জিবি কিনে এক্সট্রা ১০ জিবি বোনাস পাইছি। এবং পাঁচ ঘন্টার ভিতর। যেই কম্পানি আমারে দশ জিবি দিতে পারে সে আপনারে মাত্র ২ জিবি দিবার পারবোনা হেইডা কেমতে বিশ্বাস করুম। আমি কি কম্পানির দুলাভাই লাগি ভাই? তাছাড়া স্বয়ং বি টি সি এল “বাংলালিংক” কে সবচাইতে বেষ্ট বলে সেখানে আপনার আমার কথা কোন হালায় শুনবো?
আরেকটা কথা না বলেই পারছিনা, যারা ঢাকার ভিতর ভাল সার্ভিস দিবে তারাই সেরা। আর সেটা একমাত্র বাংলালিংকই দিচ্ছে। বি টি সি এল জরিপ অনুযায়ী সবচাইতে ফাস্টটেড ৩জি দিচ্ছে বাংলালিংক, এরপরে আছে রবি ,এয়ারটেল ও টেলিটক । সব চেয়ে স্লোইয়েস্ট ৩জি দিচ্ছে গ্রামীণ ফোন। — সুত্র বি টি সি এল ও বাস্তব অভিজ্ঞতা

@ব্লগার মারুফ: This Comment Not From Me.My ID Was Hacked By Green Spider.

Level 0

ভাই, আমার ও একই অবস্থা,আমি গত ১৯/০৮/২০১৪ তারিখে বাংলালিঙ্কের ইন্টারনেট বিভাগ থেকে ০১৯১১৫৫৫২৫৩ নাম্বারে ওই একই এস এম এস পাই। আমাকে বলা হয়েছিল ২৩/০৮/২০১৪ তারিখের ভিতরে ১ জিবি কিনলেই আরও ২ জিবি বোনাস ৫ ঘন্ঠার ভিতরে।আমি ২১/০৮/২০১৪ তারিখে প্যাকেজটি কিনি তারপর আর কোনো বোনাস না পেয়ে বহুবার কাস্টমার কেয়ারে কল করে কোনো লাভ হইনি।তারা শেষ পর্যন্ত বলে আমাদের কাছে আর কোনো কল করার দরকার নাই,আপনি পেয়ে যাবেন ৭২ ঘন্ঠার ভিতরে, কিন্তু সেই ৭২ ঘন্ঠা ২০ দিনেই আর আসেনি।এইটা বাংলালিঙ্কের একটা অভিনভ প্রতারনা।যদি কোথাও অভিযোগ করার সুযোগ পেতাম অবশ্যই করতাম।কিন্তু এই ধরনের সুযোগ আমার জানা নাই।তারপরও বাংলালিঙ্ক ব্যাবহার করি।