লেখাটি পড়ার আগে কেউ আমাকে গ্রামীননের দালাল মনে করবেন না।
গ্রামের এক লোক এক অপর লোককে বলছে “ এ কাজ করলে তোকে কিন্তুেআমি অপমান করব।” তখন অপরলোক বলছে মান থাকলে তো অপমান।
আসলে বাংলাদেশের কথিত দ্বিতীয় মোবাইল সেবা দানকারী প্রতিষ্ঠান বাংলালিংক গ্রাহকদের সাথে যে প্রতারনা শুরু করেছে তা দেখার কেই নেই। এদের বলেও কোন লাভ হয়না। কারণ যাদের লজ্জা নেই তাদের বলে কি হবে।
ওরা আমার নাম্বারে ম্যাসেজ দিয়ে বলে ১ জিবি কিনলে ২ জিবি ফ্রি দেওয়া হবে। ৫ ঘন্টার ভিতর।গিত 23 তারিখের কথা। এর পর থেকে ২০ বার অফিসে যোগাযোগ করেছি। একসময় বলে ৭২ ঘন্টার ভিতর পাবেন। এক সময় বলে ভুলে ম্যাসেজ গেছে। আপনি পাবেন না। আবার বলে ধর্য্য ধরেন কোম্পানী কাজ করছে।
আচ্ছা আপনারাই বলেন আমার সামান্য ২ জিবি বোনাস দিতে যদি কোম্পানীর ১৭ দিন কাজ করতে হয় তাহলে অন্য কাজ কত দিনে করবে। আমি বাংলালায়ন ব্যবহার করতাম কত সুন্দর স্পীড। এই টাউট বাটপাড়দের দেয়া লোভে পড়ে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার অনেক টাকা নষ্ট হয়েছে। আর বাগেরহাটে স্প্রীড। সব কোম্পানীর চেয়ে খারাপ। বিশ্বাস না হয় যারা ব্যবহার করে তাদেরকে জিজ্ঞাসা করুন।
অপরদিকে গত দুইমাসেআগে গ্রামীনফোনের অফার ছিল বন্দ সিমে ১১ টাকা রিচার্জে ১০০০ মেগাবাইট ফ্রী দেয়া হবে। আমি ১১ টাকা রিচার্জ করে ২৫০ মেগাবাইট পেলাম। পরের মাসে ২৫০ মেগাবাইট পেলাম। আর আজ সকালে পেলাম ৫০০ মেগাবাইট। আর গতি খুবই সুন্দর। এরাই আসলে থ্রী জি। আর ওইসব ভুয়া থ্রী জি।
আমি এস এম সামছুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কি বলেন ভাই, আমি এই মাসে ২GB’র সাথে ১০GB বোনাস পেয়েছি Banglalink-এ (3G)। আর বাংলালিংক না থাকলে গ্রামীণ প্রতি Minute কল চার্জ ও সহজে কম করত না । মনে নেই ৭ টাকা মিনিটে ?