কিছু দিতে আসিনি, কিছু নিতে এসছি।

সুপ্রিয় পাঠক মন্ডলী শিরোনাম দেখেই নিশ্চই বুঝে ফেলেছেন যে আমি কি বলতে চাচ্ছি। হ্যা আমি আজ আপনাদেরকে কিছু দিতে আসিনি বরং একটু বিরক্ত করার জন্য এসেছি। অবশ্য আপনাদেরকে বিরক্ত করবোনাতো কাকে করবো? পৃথিবীর নিয়মটাই এমন অজ্ঞান ব্যাক্তিরা জ্ঞানীদেরকে বিরক্ত করেই কিছু জেনে নেবে। অনেক বক বক করে ফেললাম এবার মূল চাওয়াটায় চলে আসি। যে জিনিসটি জানতে চেয়েছি তা হলো গুগলে কিভাবে নিজের ছবি আপলোড করা যায় মানে আমরা যেমন চাইলে ইউটিউবে নিজের পছন্দের ভিডিও আপলোড করে নির্দিষ্ট কিছু কি-ওয়ার্ড ইউজ করি এবং পরবর্তিতে সেই কিওয়ার্ড দিয়ে ইউটিবে সার্চ দিলেই পছন্দের ভিডিওটি দেখতে পাই। গুগলে কোন ছবি আপলোড করতে হলে জানি যে একটি গুগল/জি-মেইল একাউন্ট লাগে তাই আমারও জি-মেইল একাউন্ট আছে এবং ওটা দিয়েই ছবি আপলোড করি কিন্তু পরে গুগলে গিয়ে ঐ ছবিটা খুজ বের করতে  পারিনা যেমন ইউটিউবের ভিডিওটা খুজ পাই। একটা উদাহরণ দিলে হয়তো বিষয়টা ক্লিয়ার করে বুঝতে পারবেন যেমন আমি যদি শারুখ খান লিখে গুগলে সার্চ দেই তাহলে অসংখ্য শারুখ খানের ছবি শো করবে ঠিক সেভাবেই কিভাবে নিজের ছবি সার্চ দিলে গুগল থেকে বের করা যাবে?

প্লীজ জানালে একটু খু্শি হবো। আশা করি নিরাশ করবেন না আমাকে। সবার সাহায্য প্রার্থী।

ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    @ফরিদ আহাম্মেদ: vaijan ,না দেখেই কমেন্ট করতাছেন নাকি?

Level 0

Google Plus, LinkedIn এ ছবি আপলোড করেন। আর ইমেজের specific title দিবেন, কারন একই নামে আরো অনেকে থাকতে পারে। অর্থাৎ একটা Unique title. আশা করি হয়ে যাবে, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছিনা।

আসলে গুগল ইমেজ অনলাইনে বিভিন্ন সাইটের ছবিগুলোই শো করে। তাই আপনি যেকোন সাইটে আপলোড দিয়ে টাইটেল এবং অল্টার অ্যাট্রিবিউট দিলেই গুগল ইন্ডেক্স করে নিবে।

    @ব্লগার মারুফ: http://mobi.techtunes.io/help-ask/tune-id/306759 এই বিষয়ে দয়া করে একটু হেল্প করেন ভাই

    @ব্লগার মারুফ: একটু বিস্তারিত বললে উপকৃত হতাম।

    @ব্লগার মারুফ: একটু বিস্তারিত বললে উপকৃত হতাম। আসলে কিছু বুঝে উঠতে পারছিনা।

      @kamrulbhuiyan: আপনার কি ব্লগস্পটে ব্লগ আছে। থাকলে ব্লগস্পটকে ব্যবহার করতে পারেন। ব্লগস্পটের ব্লগে কোন ইমেজ আপলোড দিয়ে সেই ইমেজের Alt এবং Title এ ইমেজটি কি সম্পর্কে সেটি লিখুন। এবার পাবলিশ করুন। পোস্ট টা গুগল ইন্ডেক্স করার পর দেখবেন গুগল ইমেজে ওই ইমেজের সম্পকে যা লিখেছিলেন ওগুলা দিয়ে সার্চ দিলে ওই ছবিটা দেখাচ্ছে।
      যেমনঃ গুগল ইমেজে ব্লগার মারুফ লিখে সার্চ দিলে দেখবেন গুগল আমার ছবিগুলা দেখাচ্ছে। কারণ ওই ছবিগুলোর Alt এবং Title অপশনে আমি ব্লগার মারুফ লিখেছিলাম।

        @ব্লগার মারুফ: হ্যা আমর ব্লগস্পটে ব্লগ আছে, ট্রাই করে দেখি মনে আপনার এই পদ্ধতিটা কাজে আসবে। সমস্যা হলে আপনাকে জানাবো।

ফরিদ আহমেদের কমেন্টের সাথে পুরোপুরি একমত,সব পোস্টেই ঠেংগস

@ব্লগার মারুফ: ভাই প্লিজ কিছু মনে করবেন না আমি আসলে ইমেজের Alt এবং Title অপশনটা খুজে পাচ্ছিনা।
আমার ব্লগ লিংক http://bdkamrulit.blogspot.com/

    @kamrulbhuiyan: নিউ একটা পোস্টে ছবি আপলোড দিন। ছবির উপরে ক্লিক করলে দেখবেন Properties নামের একটা অপশন পাবেন।সেখানে ক্লিক করুন। তাহলেই পাবেন।

@ব্লগার মারুফ: ধন্যবাদ ভাই, অপশনগুলো খুজে পাইছি এখন আপলোড করে দেখি। আচ্ছা ছবিতো আমরা যেখানে পোষ্ট লিখি সেখানেই আপলোড করা হবে তাই না?

    @kamrulbhuiyan: হুম। তবে গুগল যতক্ষন পর্যন্ত সেই পোস্ট তাঁর আওতায় নিবেনা ততক্ষন ছবি দেখাবেনা গুগলে।

Gmail a/c এ ছবি দেওয়ার পব , যে নামে a/c open করেছেন ঐ নাম লিখে google এ search দিলেই image result এ automatic ছবি show করে ।