সুপ্রিয় পাঠক মন্ডলী শিরোনাম দেখেই নিশ্চই বুঝে ফেলেছেন যে আমি কি বলতে চাচ্ছি। হ্যা আমি আজ আপনাদেরকে কিছু দিতে আসিনি বরং একটু বিরক্ত করার জন্য এসেছি। অবশ্য আপনাদেরকে বিরক্ত করবোনাতো কাকে করবো? পৃথিবীর নিয়মটাই এমন অজ্ঞান ব্যাক্তিরা জ্ঞানীদেরকে বিরক্ত করেই কিছু জেনে নেবে। অনেক বক বক করে ফেললাম এবার মূল চাওয়াটায় চলে আসি। যে জিনিসটি জানতে চেয়েছি তা হলো গুগলে কিভাবে নিজের ছবি আপলোড করা যায় মানে আমরা যেমন চাইলে ইউটিউবে নিজের পছন্দের ভিডিও আপলোড করে নির্দিষ্ট কিছু কি-ওয়ার্ড ইউজ করি এবং পরবর্তিতে সেই কিওয়ার্ড দিয়ে ইউটিবে সার্চ দিলেই পছন্দের ভিডিওটি দেখতে পাই। গুগলে কোন ছবি আপলোড করতে হলে জানি যে একটি গুগল/জি-মেইল একাউন্ট লাগে তাই আমারও জি-মেইল একাউন্ট আছে এবং ওটা দিয়েই ছবি আপলোড করি কিন্তু পরে গুগলে গিয়ে ঐ ছবিটা খুজ বের করতে পারিনা যেমন ইউটিউবের ভিডিওটা খুজ পাই। একটা উদাহরণ দিলে হয়তো বিষয়টা ক্লিয়ার করে বুঝতে পারবেন যেমন আমি যদি শারুখ খান লিখে গুগলে সার্চ দেই তাহলে অসংখ্য শারুখ খানের ছবি শো করবে ঠিক সেভাবেই কিভাবে নিজের ছবি সার্চ দিলে গুগল থেকে বের করা যাবে?
প্লীজ জানালে একটু খু্শি হবো। আশা করি নিরাশ করবেন না আমাকে। সবার সাহায্য প্রার্থী।
ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।
Thanks.