ভালো আছেন তো সবাই? প্রযুক্তির জোয়ারে বিশ্ব এগিয়ে চলছে দুর্বার গতিতে, আমরা সেই গতির ধারবাহিকতায় এগিয়ে যাচ্ছি প্রযুক্তির সাথে সাথে। যাইহোক বর্তমান প্রত্যাহিক জীবনের প্রয়োজন মোটানোর জন্য অনেক প্রযুক্তি আমাদের হাতের মুঠোয়, তেমনি একটি যোগাযোগ প্রযুক্তি হল VOIP ( Voice Over Internet Protocol)। এ নামটির সাথে আমরা সবাই কম বেশী পরিচিত, কিন্তু এই অতিব প্রয়োজনীয় VOIP এর প্রত্যাক্ষ ব্যবহার আমরা অনেকেই করিনা বা জানিনা।
এটি একদিকে যেমন যোগাযোগের অনন্য ও সাশ্রয়ী মাধ্যম আবার অন্যদিকে আয়ের মধ্যম। তাই এ সার্ভিস টি ব্যাবহার করে আপনি আপনার দৈনন্দিন জীবনের তথ্য যোগাযোগ ব্যাবস্থা করতে পারেন সাশ্রয়ী এবং অনের কাছে বিক্রী করে VOIP কে করতে পারেন আয়ের একটি মাধ্যম। তো আসুন দেখেনেই VOIP এর নতুন জগত কিভাবে শুরু করতে হয়।
VOIP ব্যাবহারের জন্য অনেক মধ্যম আছে। আমি শুধু আলোচনা করব সেই মধ্যম সমূহ যা সাধারন ব্যাবহার কারী এবং ব্যবসায়ীদের জন্য প্রয়োজন।
VOIP এর জন্য সাধারন ব্যাবহার কারী এবং ব্যবসায়ীগন ব্যাবহার করতে পারেন PC2Phone বা Mobile Dialer। PC2Phone Dialer দ্বারা আপনার কম্পিউটারে সফটয়্যার টি ব্যাবহার করেই যে কোন মোবাইল বা টেলিফোন নম্বরে কম খরচে কথা বলতে পারেন। আর Mobile Dialer দ্বারা আপনার মোবাইলে সফটয়্যার টি ব্যাবহার করেই যে কোন মোবাইল বা টেলিফোন নম্বরে কম খরচে কথা বলতে পারেন। অথবা আপনার চাহিদানুযায়ী দুটোই ব্যাবহার করতে পারেন।
এখন আপনার প্রয়োজনীয় সফটয়্যার সমূহ ডাউনলোড এবং ইনেষ্টল করুন।
মোবাইল ডায়ালারের জন্য অপারেটর কোড হল ২৪৯৫৭ এবার ডায়ালারে প্রবেশের জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে তাই উক্ত লিংকে যান http://98.126.61.154/vsr এবং ইউজার নেম testforme এবং পাসওয়ার্ড দিন test123। ( এটি একটি ডেমো একাউন্ট তাই এখানে ব্যালেন্স বা ক্রেডিট ছাড়া অন্য সকল সুযোগ সুবিধা পাবেন)
প্যাকেজ সমূহ হল:-
সবশেষে ডেমো একাউন্ট দেখার পরে যদি মনেকরেন আপনি এখন VOIP এর পেইড মেম্বর হবেন তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানার জন্য। আপনার প্রয়োজন অনুযায়ী আমরা রিসেলারি এবং সিঙ্গেল ইউজার প্যাকেজ দিয়ে থাকি। মূল্য এবং বিস্তারিত জানতে যোগাযোগ করুন +8801718000017 নম্বরে।
ভালোথাকুন এই শুভকামনায় আজ এপর্যুন্তই।
আমি হাশমী বিন মোস্তফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এক জন ছাত্র( ডিগ্রী BSS ২য় বর্ষে পড়ি)। IT কে আমার খুবই ভাল লাগে তাই IT কে আমার পেশা হিসেবে নিয়েছি। আমি আমার সামান্য জ্ঞানকে সবার সাথে শেয়ার করতে চাই, তার সাথে সাথে আমি যতটুকু জানি তাও জানাতে চাই। দোয়া করবেন অমার কর্ম যেন আপনাদের অন্তরে এন্থান পায়, আমার...
ধন্যবাদ আপনাকে ,
ডেম তে কি কথা বলা যাবে ??
আরো বিস্তারিত দিলে ভালো হয়.
যেমন কেমন খরচ কিভাবে ব্যবহার বা একাউন্ট রিচার্জ করবো ইত্যাদি ইত্যাদি
আর এটা কতটা বৈধ ?????????????