VOIP যখন হাতের মুঠোয়, অর্থআয় করুন সহজ উপায়ে

ভালো আছেন তো সবাই? প্রযুক্তির জোয়ারে বিশ্ব এগিয়ে চলছে দুর্বার গতিতে, আমরা সেই গতির ধারবাহিকতায় এগিয়ে যাচ্ছি প্রযুক্তির সাথে সাথে। যাইহোক বর্তমান প্রত্যাহিক জীবনের প্রয়োজন মোটানোর জন্য অনেক প্রযুক্তি আমাদের হাতের মুঠোয়, তেমনি একটি যোগাযোগ প্রযুক্তি হল VOIP ( Voice Over Internet Protocol)। এ নামটির সাথে আমরা সবাই কম বেশী পরিচিত, কিন্তু এই অতিব প্রয়োজনীয় VOIP এর প্রত্যাক্ষ ব্যবহার আমরা অনেকেই করিনা বা জানিনা।

এটি একদিকে যেমন যোগাযোগের অনন্য ও সাশ্রয়ী মাধ্যম আবার অন্যদিকে আয়ের মধ্যম। তাই এ সার্ভিস টি ব্যাবহার করে আপনি আপনার দৈনন্দিন জীবনের তথ্য যোগাযোগ ব্যাবস্থা করতে পারেন সাশ্রয়ী এবং অনের কাছে বিক্রী করে VOIP কে করতে পারেন আয়ের একটি মাধ্যম। তো আসুন দেখেনেই VOIP এর নতুন জগত কিভাবে শুরু করতে হয়।

সাধারন ব্যাবহার কারী/ব্যবসায়ীদের জন্য VOIP এর ব্যাবহার:

VOIP ব্যাবহারের জন্য অনেক মধ্যম আছে। আমি শুধু আলোচনা করব সেই মধ্যম সমূহ যা সাধারন ব্যাবহার কারী এবং ব্যবসায়ীদের জন্য প্রয়োজন।

আপনার প্রয়োজন কোন:

VOIP এর জন্য সাধারন ব্যাবহার কারী এবং ব্যবসায়ীগন ব্যাবহার করতে পারেন PC2Phone বা Mobile Dialer। PC2Phone Dialer দ্বারা আপনার কম্পিউটারে সফটয়্যার টি ব্যাবহার করেই যে কোন মোবাইল বা টেলিফোন নম্বরে কম খরচে কথা বলতে পারেন। আর Mobile Dialer দ্বারা আপনার মোবাইলে সফটয়্যার টি ব্যাবহার করেই যে কোন মোবাইল বা টেলিফোন নম্বরে কম খরচে কথা বলতে পারেন। অথবা আপনার চাহিদানুযায়ী দুটোই ব্যাবহার করতে পারেন।

Dialer ডাউনলোড লিংক:

এখন আপনার প্রয়োজনীয় সফটয়্যার সমূহ ডাউনলোড এবং ইনেষ্টল করুন।

মোবাইল ডায়ালারের জন্য অপারেটর কোড হল ২৪৯৫৭ এবার ডায়ালারে প্রবেশের জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে তাই উক্ত লিংকে যান http://98.126.61.154/vsr এবং ইউজার নেম testforme এবং পাসওয়ার্ড দিন test123। ( এটি একটি ডেমো একাউন্ট তাই এখানে ব্যালেন্স বা ক্রেডিট ছাড়া অন্য সকল সুযোগ সুবিধা পাবেন)

সাধারন ব্যাবহার কারী/ব্যবসায়ীদের জন্য VOIP এর প্যাকেজ সমূহ:

প্যাকেজ সমূহ হল:-

  • 1. Grau/ Normal
  • 2. White
  • 3. Digital

সবশেষে ডেমো একাউন্ট দেখার পরে যদি মনেকরেন আপনি এখন VOIP এর পেইড মেম্বর হবেন তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানার জন্য। আপনার প্রয়োজন অনুযায়ী আমরা রিসেলারি এবং সিঙ্গেল ইউজার প্যাকেজ দিয়ে থাকি। মূল্য এবং বিস্তারিত জানতে যোগাযোগ করুন +8801718000017 নম্বরে।

ভালোথাকুন এই শুভকামনায় আজ এপর্যুন্তই।

Level 0

আমি হাশমী বিন মোস্তফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এক জন ছাত্র( ডিগ্রী BSS ২য় বর্ষে পড়ি)। IT কে আমার খুবই ভাল লাগে তাই IT কে আমার পেশা হিসেবে নিয়েছি। আমি আমার সামান্য জ্ঞানকে সবার সাথে শেয়ার করতে চাই, তার সাথে সাথে আমি যতটুকু জানি তাও জানাতে চাই। দোয়া করবেন অমার কর্ম যেন আপনাদের অন্তরে এন্থান পায়, আমার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে ,
ডেম তে কি কথা বলা যাবে ??
আরো বিস্তারিত দিলে ভালো হয়.
যেমন কেমন খরচ কিভাবে ব্যবহার বা একাউন্ট রিচার্জ করবো ইত্যাদি ইত্যাদি

আর এটা কতটা বৈধ ?????????????

বাংলাদেশী দের জন্য বেপার তা সম্পূর্ণ ভাবে অবৈধ সুতরাং আশা করা যাই খোলা মেলা অবৈধ আলোচনা বন্ধ হোক……

আমি এটাতে interested. আপনার দেয়া সাইট এ গিয়েছিলাম. মোবাইলে ইনস্টল করেছি কিন্তু কিছুই বুঝলাম না। Invalid login দেখায়.বিস্তারিত বিবরণ সহ জানালে ভালো হত। tarrif টা আরেকটু বিস্তারিত জানাবেন (কোন প্যাকেজের কেমন ট্যারিফ)।

ডেমোতে কথা বলা যাবেনা, কারন এটায় ব্যালেন্স নেই। ট্যারিফ এর ব্যাপারে নিশ্চত থাকতে পারেন যে, আমরা অন্যদের তুলনায় অনেক কম নিচ্ছি এবং গুনগত মানের দিক দিয়ে আমাদের সার্ভিস ভাল। আর অবৈধর ব্যাপার যদি কেহ বলেন তাবে Yahoo, Skype, Gtalk ইত্যাদিকেও অবৈধ বলতে হবে, আর যদি ওগুলো অবৈধ না হয় তা হলে এটাও অবৈধ না। বাজে কমেন্ট না করে সরাসরি যোগাযোগ করুন বিস্তারিত জানতে পারবেন। যোগাযোগ +৮৮০১৭১৮০০০০১৭

Level 0

হাশমী বিন মোস্তফা ভাই, আপনার সাইট দেখলাম, tarrifs গুলি দেখলাম তাতে বুঝলাম এত হাই রেটে আপনার খাওয়া জুটবে না। আমি অন্য একটা লাইন ব্যবহার করি তার রেট শুনলে আপনার হার্ট ফেল করতে পারে: তা হল BD-White এ আপনার রেট: $ 0.1428, আমার প্রাপ্ত রেট: $ 0.0400, BD-Normal এ আপনার রেট: $ 0.1000 আমার প্রাপ্ত রেট: $ 0.0342 আশাকরি বুঝতেই পারছেন! তবে আপনার আগের একটি টিউনে লিখেছিলেন পেমেন্টের সময় আপনি ১ ডলার = ৩৫ টাকা নিবেন, এই হিসাবে নিলেও আপনার রেট আমার মত রিসেলারদের জন্য অনেক হাই।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

এই “voip” আমার মতে বাংলাদেশে call করে কারোরই পোষাবেনা। কারণ, এখানে বর্তমানে ২ ধরনের সার্ভিস আছে। ১ম টি “GRAY service” যেটা বাংলাদেশের মোবাইল সিম দিয়ে call terminate হয়। ২য় টি ছিল “E1 service” (এটা বর্তমানে বন্ধ আছে) এটা বাংলাদেশের বিভিন্ন PSTN company র মাধ্যমে call terminate হত। সর্বশেষ service “WHITE service” এই service voip জগতে সবচেয়ে crystal clear(যদি BTCL WHITE হয়) এবং মোটামুটি ব্যয়বহুল সার্ভিস। আমি ১ম টি (gray) ১.৭০ পয়সা প্রতি মিনিট, ২য়(E1) নাই, WHITE এর মধ্যেPURE BTCL WHITE ২.৩৫ পয়সা, BANGLA TRACK/NOVOTEL/MEER TELECOM WHITE ২.২৫ পয়সা করে বিক্রি করি। R এখানে আমি শুধুমাত্র বাংলা টাকা হিসাব করে ডলার বিক্রি করি। (masud_bd says: হাশমী বিন মোস্তফা ভাই, আপনার সাইট দেখলাম, tarrifs গুলি দেখলাম তাতে বুঝলাম এত হাই রেটে আপনার খাওয়া জুটবে না। আমি অন্য একটা লাইন ব্যবহার করি তার রেট শুনলে আপনার হার্ট ফেল করতে পারে: তা হল BD-White এ আপনার রেট: $ 0.1428, আমার প্রাপ্ত রেট: $ 0.0400, BD-Normal এ আপনার রেট: $ 0.1000 আমার প্রাপ্ত রেট: $ 0.0342 আশাকরি বুঝতেই পারছেন! এই হিসাবে নিলেও আপনার রেট আমার মত রিসেলারদের জন্য অনেক হাই।) আপনি নিশ্চয় US DOLLER এর রেটে নেন।আপনি আপনার রেট convert করে আমার রেট এর সথে compare করে দেখুন কোনটা হাই?

    Level 0

    HD says: ভাই, আপনি হয়তো ঠিকই বলেছেন কারন আমিও হয়তো অন্যকোন রিসেলারের নিকট থেকে নিতাম। যাই হোক আমি আপনার সাথে যোগযোগ করতে চাই। প্লিজ মেইল মি: [email protected]

    Level 0

    ভাই, আপনি হয়তো ঠিকই বলেছেন কারন আমিও হয়তো অন্যকোন রিসেলারের নিকট থেকে নিতাম। যাই হোক আমি আপনার সাথে যোগযোগ করতে চাই। প্লিজ মেইল মি: [email protected]

    Level 0

    @HD:

মজার ব্যপার তো! শুরু করল হাশেমী বিন মোস্তফা আর হিট হল মাসুদ ভাই। আমার তো তাই মনে হল। চালিয়ে যান। লাল বাত্বি জললে ও এক সময় তো সিগ্নালা শেষ হবে। তখন কিন্তু সবুজ বাত্তি ঠিকই জ্বলে উঠবে।

দুঃখিত, আগের কেমন্ট এ সিগ্নাল শব্দের স্থলে ভুলে সিগ্নালা টাইপ হয়েছিল।

vai ami apnake phone koresilam kolkata theke 24.07.10..rat11:00pm vai apni amake akto bistarito janaben reseler howar jonno ki ki korte hobe,
[email protected] . ai adrese

************** হাশমী সাহেব এটা কি কোন টিউন, না টিউনের নামে VoIP ব্যাবসা ??????????????
আপনি পাঠকদের VoIP সম্পর্কে জানাতে এসে………………………
(Dialer ঢাউনলোড লিংক: ডায়ালার PC2Phone Dialer: http://98.126.61.154/comillacard.msi
Mobile Dialer: http://mobile.itelbilling.com
মোবাইল ডায়ালারের জন্য অপারেটর কোড হল ২৪৯৫৭) ………আপনার নিজের ডায়ালার লিঙ্ক আর অপারেটর কোড বসিয়ে দিয়েছেন।
আর এটাই VoIP হয়ে গেল।??
মিষ্টার, যদি আপনার Add দেওয়ার দরকার হয় তবে Facebook বা অন্য কোন সাইট বেছে নিতে পারেন। কেন অযথা Techtunes এর মদ্ধে বিজ্ঞাপন ঢুকিয়েছেন।
আর হা যদিও বিজ্ঞাপন ঢুকালেন রেট যেটা দিয়েছেন তাতে আমার তো হার্ট ফেল হয়ে যাচ্ছিল প্রায়। আর আমার কোম্পানীর রিসেলাররা যে রেট এ বেচে তা সুনলে তো আপনার ব্যাবসা ছেড়ে দিতে মন চাইবে। আমার রিসেলাররা বেচে Pure White- 0.0315 usd , Gray- 0.0232 usd.
আপনার যদি লাগে এই ঠিকানায় যোগাযোগ করেন। – [email protected]

ইচ্ছে নাই কিন্তু শেয়ার করার জন্য ধন্যবাদ।

Pls amake akto bistarito janale valo hai ami korte issuk
email [email protected]
thanks
Rakib

সবই ঠিক আছে কিন্তু সফটওয়্যার টা উইন্ডোজ সেভেন ৬৪ বিট অপারেটিং সিস্টেম এ ইন্সটল নিচ্ছে না । এবং VOIP এর ব্যাপারে বাংলাদেশ সরকারের যতো রকমের আইন কানুন ,বিধি নিষেধ বা প্রতিবান্ধকাতা আছে সেই গুল নিয়ে যথেষ্ঠ সংশয় আছে ।

+8801718000017 দেোয়ার দরকার নেই
বিস্তারিত লেখেন

Level 0

আমি এটাতে interested. আপনার দেয়া সাইট এ গিয়েছিলাম. মোবাইলে ইনস্টল করেছি কিন্তু কিছুই বুঝলাম না। Invalid login দেখায়.বিস্তারিত বিবরণ সহ জানালে ভালো হত। tarrif টা আরেকটু বিস্তারিত জানাবেন (কোন প্যাকেজের কেমন ট্যারিফ) my emal Is
[email protected]