টেলিটকের প্যকেজের কোন শেষ নেই। এদের রেটো অনেক কোম, কিন্তু সমস্য হল এরা কোন প্রচারণা করে না। সরকারি সিম হয়ে এরা যে কেমন হতে পারে তা আপনারা ভালো করেই জানেন।
যাই হোক Teletalk 3G আসার পড় থেকে অনেকেই এখন অন্য সিম বাদ দিয়ে Teletalk ব্যবহার করছেন। আমিও টেলিটক ব্যবহার করি। করাণ আমার টেলিটকের চেয়ে ২গুন/৩গুন টাকা দিয়ে অন্য আপরারেটরের প্যাকেজ কিনার সামথ্য নেই। তবে এটা বলতে হবে যে অন্য অপরেটার টাকা বেশি নিলেও সারর্ভিস একটু ভালো দেয়।
তো দেখে নেওয়া যাক টেলিটকের একগাদি ইন্টারনেট প্যাকেজ এর তালিকা।
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
15%VAT applicable |
প্যাকেজ একটিভ করতে D(প্যাকেজ কোড) লিখে 111 এ সেন্ড করুন।
এইগুলো টেলিটকের মূল ওয়েবসাইটেই দেওয়া আছে। লিংক- http://www.teletalk.com.bd/cpoint/3G/3g_data_plan.php
আর একটা বিষয় আগামি সেক্টেম্বর মাসের ১ তারিখ থেকে সরকার ১৫% ভ্যাট এর সাথে আরো ১% সার চাজ যোগ করতে যাচ্ছে। মানে তখন ভ্যাট দিতে হবে ১৬%। সরকারের এইটা আমার মোটেও ভালো লাগলো না। কি আর কমু শালারা কল রেট, ডাটা রেট কুমানুর কোন উদ্ধক নাই আর আমরা টাকা দিয়েও আমাদের স্পীড পাই না। এই দিকে সরকারের কোন উদ্ধক নাই। আর শালাগো ভ্যাটি হয় না। এই ১% ভ্যাট থেকে প্রতি বছর রাজস্য আয় হবে ২০-২৫ কোটি টাকা।
আমার ওয়েবসাইট WebProjectBD ফেসবুক Dipto Paul
আমি প্রযুক্তি পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a web designer and learning development. http://wptechtune.blogspot.com http://webprojectbd.blogspot.com
thaks boss