কীভাবে USB Drive দিয়ে আপনার কম্পিউটার লক এবং আনলক করবেন । (A short story of অনন্ত জলিল)

প্রথমে একটু গল্প করি, তারপর হযবরল লেখা-লিখি শুরু করব ।

 কেমন আছেন সবাই? আসা করি ভালো আছেন । জানি আপনারা ভালো থাকেন সবসময়, আমাদের দেশের রেডিও চ্যানেল যেভাবে বলে থাকে, "হ্যাঁ আপনারা জানেন আমি সবসময় ভালথাকার দলে" আমি সবসময় ভালো থাকি । ঠিক সেই রকম ভালো না থাকলেও, আল্লাহ মনে হয় ভালো রেখেছেন আমাদের, কারন, তিনি যা করেন ভালোর জন্যই করেন । আমি যে সকল টিউন লেখা-লেখি শুরু করেছি, এই লেখা সফটওয়্যার কোম্পানি গুলোর বিজ্ঞাপন হয়ে যাচ্ছে নাকি বুঝতে পারছি না । তারপরেও লিখি, কারন আমার মত বোকা-সোকা ভদ্র লোকদের কাজে লাগতে পারে । 😛 আমার লিখা পড়ে কেউ মাইন্ড খাইয়েন না দয়া করে । একটা বাংলা সিনেমার গল্প বলি, ভবিস্যতে ছবিটা বানানোর চিন্তা আমার মাথায় আছে । সামান্য একটু গল্প আপনাদের সাথে শেয়ার করব ।

 "নায়ক একটি বিশাল বড় রিসার্চ সেন্টারে চাকরি করেন। তিনি একজন স্বাভাবিক বিজ্ঞানি নন, তিনি হচ্ছেন উপমহাদেশের বিখ্যেত অসাভিবিক বিজ্ঞানি, নাম হচ্ছে, ধরে নিন অনন্ত জলিল (নাম এখনো দেয়া হয়নি তাই এই নামটা ব্যাবহার করলাম) । সকল বিজ্ঞানিরা চিন্তা করতে লাগলেন খাল কেটে কীভাবে কুমির আনা যায় । তাদের উপর, উপর মহলার চাপ আর তাপ দুইটা একসাথে পরেছে । কি আর করার আছে ।  বিজ্ঞানিরা সবাই তাদের নিজস্য সার্ভাররের পিসিতে বসে গবেষণা করতে লাগলেন । এক মাত্র নম্র-ভদ্র, বিখ্যাত অসাভাবিক বিজ্ঞানি জলিল সাহেব এই গবেষণা্য কাজ করতে রাজি হয়নি । কারন তার পক্ষে খাল কেটে ডিজিটাল পদ্যতিতে কুমির আনা সম্ভব নয় । তিনি একমাত্র ব্যাক্তি, যে শুধু চায় না, এত বড় ক্ষতি । যাই হোক, বিজ্ঞানিদের গবেষণা সফল পর্যায় চলে যাচ্ছে, এমন সময় জলিল সাহেব জানতে পারলেন বিষয়টা, তার হবু গার্ল ফ্রেন্ড থেকে । তাই রাতের বেলা চুরি করে গবেষণা কেন্দ্রে চলে গেলেন, তার Micro Sd সাইজের হার্ড ডিস্ক দিয়ে ৫০০ টেরা ফাইল মুভ করে নিয়ে আসলেন । যত দ্রুত সম্ভব  বাসায় গেলেন, কারন ফাইল গুলো তার কাজে লাগবে, কারন, তার যদি কোনোদিন খাল কেটে কুমির আনতে হয় । কপি করে তার পিসিতে নিয়ে নিতে হবে, যাই হোক, যখন পিসি অন করতে পাওয়ার দিয়েছে তখন পকেটে হাত দিয়ে দেখল পেন ড্রাইভ নেই। তার মাথায় পাহাড় ভেঙ্গে আকাশ পরার মতো অবস্থা । গবেষণা কেন্দ্রে পড়ে গেছে তার পেন ড্রাইভ । কারন পেন ড্রাইভ দিয়ে তার পিসি লক করা ছিল । সে দ্রুত হেলিকপ্টার নিয়ে পেন ড্রাইভ উদ্যার করলেন । পেন ড্রাইভ পিসিতে লাগানোর সাথে সাথে তার পিসি অন হয়ে গেলো ।"

বাকি গল্প কোন একদিন বলবো ।

 এখন চলুন দেখি, কীভাবে জলিল সাহেব পেন ড্রাইভ দিয়ে পিসি লক করেছিলেন ।

 ১। প্রথমে Predator নামের সফটওয়্যারটি ডাউনলোড করে নিয়েছিলেন নিচের লিঙ্ক থেকে ।

 ২। সফটওয়্যারটি তার পিসিতে ইন্সটল করেছিলেন।

 ৩।  তারপর তার পেন ড্রাইভটি পিসিতে লাগিয়ে ফরমেট দিয়েছিলেন ।

এবং নিচের ছবিটার অনুযায়ী সবকিছু ঠিক করে নিয়েছিলেন । সফটওয়্যার ওপেন করে “Preferences” গিয়ে ছবির মত ঠিক করে ছিলেন ।

A।

B।

 ৪।  যখন ঠিকঠাক অনুযায়ী সফটওয়্যার টি কনফিগার করা হয়েছিলো। এবং নিচের দিকে একটি Flash Drive নামে Tab ছিলো আর এখনো আছে । সেখান থেকে তার পেন ড্রাইভের ড্রাইভ লেটার সিলেক্ট করে Create Key চাপলেন। নিচের ছবিটার মতো করে। এটা হচ্ছে তার AK47 এর গুলি । বানিয়ে নিলেন নিজের ইচ্ছে মতো।

 এখন দেখার পালা কীভাবে কাজ করেছিলো এই সফটওয়্যার টা জলিল ভাইয়ের পিসিতে ।

 প্রথমে পিসি থেকে পেন ড্রাইভ খুলে নিলেন । আহা, এ কি হইতাছে, পিসির স্ক্রিন তো কউচ্যা কালার হয়ে আসতে আসতে কালো হয়ে গেলো, তার মানে পিসি এখন লক হয়ে গেলো। জলিল সাহেব খুশী হয়ে একটানা আধা ঘন্টা সাম্বা ড্যান্স দিলেন । নাচা-নাচির পর্ব শেষ করে পেন ড্রাইভটি পিসিতে লাগালেন, একটু অপেখ্যার পরে, ও কি, এ দেহি পাসওয়ার্ড চায় , তখন তার মনে হল, ইন্সটল করার সময় যে  AK47 Create করা হয়েছিলো ।সেটা দিয়ে আনলক করে দিলেন তার পিসিকে ।

 এখন জলিল সাহেবের কথা বাদ দিলাম । যদি আমরা এইটা ব্যাবহার করি তাহলে কি করে Disable করব, তা এখন দেখে নেই ।

 এটা করা খুব সহজ । আপনার টাস্কবারে নটিফিকেশনে সফটওয়্যার টা দেখা যাচ্ছে । নিচের ছবির মত । Disable করতে চাইলে PAUSE Monitoring এ ক্লিক করুন, কাম শেষ ।

 আমি আপনাদের কিছু দিতে চেয়েছি । কিছু দেয়ার চেস্টা করতেছি । যদি কিছু সিখতে পারেন, তাহলে আমার টিউন করা সফল হয়েছে বুঝে নিবো । যদি ভাললাগে বরাবরের অনুযায়ী টিউমেন্টস করতে বলবো । টিউমেন্টস করে জানাবেন । আপনাদের উস্যাহ পেলে আমি লিখা চালায় যাবো । আমাকে আল্লাহ ভালো রেখেছেন, আপনাদের সবাইকে ভালো রাখুক । আল্লাহ হাফেজ ।

youtube Tutorial Link

https://www.youtube.com/watch?v=UKc2tqrNFT0

পুরবে এখানে প্রকাশিতঃ

http://onepconesite.blogspot.com/2014/08/usb-drive-short-story-of.html

আমার আগের টিউন

কীভাবে ব্যাবহার করবেন Portable Apps আপনার পেন ড্রাইভে..! চলুন দেখে নেই ।

Level 2

আমি তানজিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 188 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক কাজের ……..thanks share করার জন্য…

Usb blocked by registry.এক্ষেত্রে কি কাজ করবে।

    @তানজিল: @এমডি ফায়েক শেখ: নাহ

Level 0

ভাই গল্প টাও সেরাম আর সফটওয়্যার টাও সেইরাম …।।

    @lampost: ভাই আপনার কমেন্টসও সেইরাম 🙂