আপনার এবং প্রিয় মানুষের ভালবাসার পরিমান জেনেনিন…………..

আপনার এবং প্রিয় মানুষের ভালবাসার পরিমান জেনেনিন........

আমি এই ব্যাপার গুলোতে বিশ্বাস করি না। এটা মজা ছাড়া আর কিছু না....। তবে একটু মজা করে দেখুন না আপনার প্রিয় মানুষ এবং আপনার ভালবাসার পরিমান কতটুকু.......................

প্রথমে এই সাইটে যান........

এবার দু্ইটি নাম লিখার ঘর পাবেন

আপনার এবং আপনার প্রিয় মানুষের নাম লিখে দিন

এবার দেখুন আসবে ফলাফল..............

তুসিন আহমেদ

লেখাটি আগে প্রকাশিত হয়েছে-

তুসিনের জল-জোছনায়.

Level 0

আমি তুসিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 555 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তুসিন আহমেদ । আমার ব্লগ http://tusin.wordpress.com/ফেইসবুকে আমি facebook.com/tusin.ahmed and yahoo তে [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তুসিন,
এগুলা ভুয়াই না, রিস্কও আছে। কয়দিন আগে একবার আমিনুল ইসলাম সজীব আমাকে ফেইসবুকে এরকম একটা লিঙ্ক দেন। আমি জানতাম এগুলো ভুয়া, তারপরও উনার সম্মানার্থে চেক করলাম। ওমা! বলে কি আমি নাকি ফাঁদে পড়েছে। আমি কার লগে পিরিতি করি সেটা সজীবের কাছে মেইল করা হয়েছে 😉

বুঝেন ঠ্যালা। কাজেই সাধু সাবধান।

    রনি ভাই প্রথমে আপনাকে ধণ্যবাদ…………….
    আমিনুল ইসলাম সজীব @ ভাই এর মত আমার কোন উদ্দেশ্য নেই……………
    আর আমি আগেই বলছে এগুলো ভূয়া………

    “আমি এই ব্যাপার গুলোতে বিশ্বাস করি না। এটা মজা ছাড়া আর কিছু না….।”
    আমি গুগুলে সার্চ দিলাম then এই সাইটা পেলাম তাই সবার সাথে শেয়ার করলাম….
    ক্যাটরিনা কাইফ আর আমার ভালবাসার পরিমান কত জানেন????
    ৮৯ % হা…..হা……….
    এগুলো সব ভুয়া মজা ছাড়া আর কিছু না…….

এছাড়া লাভ ক্যালকুলেটর নামে সফটওয়্যার পাওয়া যায়। গুগলে সার্চ দিলেই পাবা। ব্যবহার যদি করতেই হয় তাহলে এইসব সাইট ব্যবহার করার চেয়ে ওট ব্যবহার করা বেটার।

আমিও রনি ভাইয়ার সাথে একমত ।

অন্য সাইটে পেয়েছিলাম ৮১% আপনার সাইটে পেলাম ৮৮%

    মনে হয় আপনাদের ভালবাসার পরিমান বেড়েছে……….!!!!!!!!!!!!!!!!!!

Level 0

তুসিন আহমেদ ভাই , আপনাকে ধন্যবাদ

Level 0

তুসিন আহমেদ ভাই , আপনাকে ধন্যবাদ ।

Level 0

পুরা ভুয়া . ভুয়া জিনিস ব্যবহার না করাই ভালো

    JeWeL ভাই ,
    আসলেই ভূয়া……………….
    তবুত্ত মজা করার জন্য একটু করলে তো সমস্যা নাই………….
    আমি টিউনের প্রথমেই বলছে ভূয়া জিনিস……………………….
    !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    ** ব্যাবহার কররেই না কিন্তুু!!!১!!!!!

Level 0

কষ্টটা বাড়ালেন….৫৪%

না দেখাই ভালো।

Level 0

ভুয়া ভুয়া………………. 🙂 🙂 🙂

abir loves rotna

31 %

but oder valobasar karone bia hoe gese…. 😀

    আহারে… বেচারারা বিয়ার পরও একজন আরেকজনরে ভালমতো ভালবাসতে পারেনি …
    (হাসতে হাসতে পইড়্যা গেলাম…)

    বিয়ার কারণেই পারসেন্টেজ আরো কম আসছে …. নাহলে আরো বেশী আসত নির্ঘাত!!

৯৯% ভুয়া হইলেও আমার তা জেন সত্য হয়

১৫ %

    চুক… চুক… চুক… বেচারা…
    আপনার পিরিতি তো টিকবোনা 😉
    আরেকটা খুঁজেন মিয়া 😉

আমি তো ভাই প্রেম করি ৩ টার সাথে……………শিউলি,তানিয়া,রাহেনা!!!
দেখি কার সাথে বেশি ফিট খায়……………………..

অনেক আগে এটাতে মজা করেছিলাম। মনে হয় আমার ইনপুট করা কিওয়ার্ডের উপর ভিত্তি করে আউটপুট দেয়।

ভুয়া…………… ১%

ধন্যবাদ ণতুন দেখলাম technology সাইট , ইন্টারনেটে বিঙ্গাপন দেছে আপনিও join করতে পারেন admin এর সাথে যোগাযোগ করুন http://bgdzone.com/technology/ আমি যানি টিউন এর সাথে এর কোন সম্পর্ক নাই । যদি কোন ভুল করি মাফ করে দিবেন ।

Level 0

33 %

আমার তো নাই তাই টেষ্ট করলামনা, তবে বেশীর ভাগ ক্ষেত্রে ভূয়া হয়। টিউন করার জন্য ধন্যবাদ।

যারা বিভিন্ন সাইটের বিভিন্ন সফ্টওয়্যার এর মাধ্যমে নিজেদের ভালবাসার সিমানা বা ওজন মাপতে চেয়েছেন, ওজনে কম-বেশি হওয়ার কষ্টে মনটাকে নষ্ট করে বসে আছেন তাদের উদ্দিশ্যে বলছি :
আসলে ভাই — ভালাবাসার নাকি কোন সীমা নাই—————————————————————–। তাই বোধ হয় একেক সময় একেক সফ্টওয়্যারে একেক রকম পাসেন্টিজ দেখায়। তাই বলে মন খারাপ করার কিচ্ছু নেই। মন-প্রাণ উজাড় করে ভাল বাসুন কেবল মাত্র একজন কেই, আর বিক্ষাত শিল্পীর বিখ্যাত গানের কলিটি গুনগুনিয়ে গেয়ে উঠুন (এ জীবনে একবার, শুধু একজনকেই — ভাল — বাসা যায় ————) কোন সফ্টওয়্যা আপনার ভালবাসার পরিমণ সঠিক নির্ণয় করতে না পারলেও আপনার মন আপনার ভালবাসার ওজন ঠিকই র্নিণয় করতে স্বক্ষম হবে। আর তার ফলাফল হবে ৯৯%। কারণ, আপনি তো তাকে মন-প্রাণ দিয়ে ভালবাসেন তাই না? আর মন- প্রাণ দিয়ে যে ভালবাসা হয় তার পাসেন্ট ৯৯% না হয়ে যায় কই? আর যদি সেই রকম কেউ না থাকে, বা বাধভাঙ্গা জোয়ারের মত নিজের ভালবাসার জোয়ারের স্রোতে অনেকের মনকেই প্লাবিত করে দিতে চান ভালবাসার ছোঁয়ায়, তাহলে ( জব যাহা যেইসে মিলতে হায় কারলো না ইয়ার –) এই সব মাপ ঝোকের কোন কাজ নাই।
(আসলে ভাই, ভালবাসার কথা তো তাই একটু মজা করলাম আর কি!) কিছু মনে না করার জন্য ধন্যবাদ।