১২ টা বাজার অপেক্ষা করতে হবে না। HSC রেজাল্ট পাবেন সকাল থেকেই।-মার্কশিট সহ(এখন কাজ করছে।)

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি।

আসসালামু আলাইকুম।

টেকটিউনস এর কাছে অনুরোধ দয়া করে টিউন টি পেন্ডিং করে রাখবেন না। আমি কারো টিউন কপি ও করি নি। আবার ভুল কোন তথ্যও দেয়নি।

আগামীকাল এইচএসসি রেজাল্ট দিবে এই নিয়ে পরীক্ষার্থী ওঅবশ্যই চিন্তিত তাদের সাথে সাথে তাদের মা বাবা আর দ্বিগুণ চিন্তিত। এই চিন্তা আরও বেড়ে যায় যখন রেজাল্ট পেতে দেরি হয়।

আমরা যারা ইন্টারনেট থেকে রেজাল্ট নেই তারা সবাই জানি সেদিন এডুকেশন বোর্ডের ওয়েবসাইট এর অবস্থা কেমন থাকে। যাইহোক এবার আমি যেই পদ্ধতি আপনাদের দেখাব সেটা এর আগে কেউ ব্যবহার করেছেন কিনা বলতে পারব না। তবে এটা আমার কাছে বেস্ট পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি রেজাল্ট পাবলিশ হওয়ার দিন থেকেই মার্কশিট সহ রেজাল্ট নিতে পারবেন তাও আবার প্রথম প্রহর থেকেই।

কি বিশ্বাস হচ্ছে না?

দাঁড়ান এখনি বিশ্বাস হবে। এই লিঙ্ক এ ভিজিট করুন বাকিটা আপনি এমনিতেই বুঝতে পারবেন।

লিঙ্কঃ https://apps.facebook.com/bresult/

কোন সমস্যা হলে টিউমেন্ট করুন। আমি সমাধান করে দিব ইনশাল্লাহ।

রোজা রাখছি বেশী লিখতে পারলাম না । ভুল হলে ক্ষমা করে দিবেন।

Level 0

আমি মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিউন টি হয়ত পেন্ডিং করে দেবে কারন

নিচের লেখা টুকু >>>>>>>

এই টুকু কি বিশ্বাস হচ্ছে না?

দাঁড়ান এখনি বিশ্বাস হবে। এই লিঙ্ক এ ভিজিট করুন বাকিটা আপনি এমনিতেই বুঝতে পারবেন।
>>>> তা ভাই বুঝিয়ে দিলে কি প্রব্লেম হতো ?

Level 0

result kkhn pawa jbe???ajk rat e???kkhn???

Level 2

vai tunes ta SSC time a diye chi………..lol
amar tunes gula dekhen bujte parben

Level 2

এটা কনো টিউন হল? কোন কাজেই তো আসছে না।

    @mony2012: এটা ৯-১০টা এর দিকে কাজ করেছে। এখন আর করছে না। এটা বলতে আগে আগে রেজাল্ট পাওয়ার আর কোন কৌশলই কাজ করছে না এখন। তবে ১ টার দিকে কাজ করতে পারে।

ভাই সন এর ঘরে ২০১৪ সিলেক্ট করার অপশন তো নাই।

    @mizanmymensingh: আছে তো ভাই ২০১৫ পর্যন্ত রয়েছে।

Level 0

ok kaj korce

Not Found
The requested URL /result.php was not found on this server.
Apache/2.2.15 (Red Hat) Server at archive.educationboard.gov.bd Port 80

    @mizanmymensingh: হুম এই বছর আগে আগে রেজাল্ট নেওয়ার পথ তারা বন্ধ রাখছে। সকাল বেলার দিকে ঠিক ছিল।

Level 0

It worked couple of times an hour ago.. But now it’s showing 404 Not Found error. The page might have been removed…!

    @unpacker: এডুকেশন বোর্ডের ডেভেলপার খুব চালাক হয়ে গেছে :-p দুপুর ১ টার দিকে আবার কাজ করবে বলে ধারনা করা হচ্ছে।

Level 0

Ha Sokale kaz korse. koekta dekhar por 11 tar por kaz kortese na.

দুপুর ২ টা থেকে আবার কাজ করছে।

Level 0

dhonnobad