জিপি অফার দেখে মাথা নষ্ট, ফ্রী ৪ জিবি পেলাম এক সিমে । (অনুভুতি প্রকাশ )

আসালামু আলাইকুম । আশা করি সকলে ভাল আছেন । টিউনের শিরো নাম দেখে বুঝতে পারছেন আমি অনেক ভাল আছি। আজ আমি আপনাদের কাছে কোন অফার বা কোন টিপস শেয়ার করতে আসি নাই । এসেছি আমার অনুভুতি শেয়ার করার জন্য । দয়া করে কেও না পরে বাজে কমেন্ড করবেন না । এখন সব ঘটনা বলি আজ সকাল ৭ টায় দেখি জিপি থেকে SMS এসেছে এরকম

You internet

subscription will expire on 08 Aug,2014. To contnue please keep balance of Tk 345.0 (incl VAT) and send ON to 5000

তো আমি মনে করি তাহলে এমবির মেয়াদ বারানো যাক তো ডায়েল করলাম

*500*0#  এর পর আবার থ্রিজির click  পেকেজ আছে ৪ মেগাবাইটের সেটা একটিভ করি ।

তখন আমার MB ছিল 1000 এর কিছু বেশী । তো মেয়াদ বেড়ে আগামী মাসের ৬ তারিখ হলো। আমি নেট ইউচ করতে থাকলাম ।

ঘটনা ঘটল সন্ধায়  আজ বৃষ্টি বৃষ্টি নাম ছিল বলে মোবাইল বাসায় রেখে ফুটবল খেলতে যাই। এসে দেখি ১২ টা SMS আমি তো অবাক এতো SMS কে দিলো খুলো দেখি  জিপি অভারের এক ই SMS

Congratulations! You will

receive 1GB 3G Internet

Volume with 30 days validity.

Please wait for the

confirmations sms

৪বার এসেছে আর বাকী গুলো ৫000 থেকে । দেখলাম ১GB ফ্রী পেয়েছি । আমি ভাবলাম ৪টি SMS ভুলে এসেছে নেটওয়ার্কের কারনে । যখন আমি MB চেক করলাম আমি যেন আকাশ থেকে পড়লাম দেখি  50005 MB তখন আমার মন খারাপ হলো যে আমার ব্যলেন্স তো 527 টাকা মত ছিল কেটে নিলনাত । যখন আমি দেখলাম আমার ব্যলেন্স ঠিক আছে । আমি খুশিতে কি যে করি তখন আমি ভাবলাম এই অফার সবাই জানে না । সবাইকে জানাই , জানানোর আগে আমি ১২১ কল করি বিস্তারিত জনার জন্য  তখন একজন কেয়ার ম্যনেজার বল যে বন্ধ সিম ছাড়া এরকম ১ GB অফার নেই । সে বল যে আপনি পেয়েছেন চালাতে থাকেন এবিষয়ে আমাদের কাছে কোন আবডেট নেই। শুনে আমার আপনাদের কথা মনে করে ভালো লাগলো না । যে কেন আমি 4GBপেলাম  তা সঠিক বলতে পারতাম , তাহলে আপনারাও মনেকরি পেতেন । আমি এবিষয়ে জানার চেষ্টা করব জানলেই আপনাদের জানাব । জিপি অভারের দিক দিয়ে আমি আজ অনেক খুশি আমার 690 টাকা বেচে গেল । আমার পরীক্ষার রেজাল্ট বের হবে আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো রেজাল্ট করতে পারি ।

আল্লাহ হাফেজ

আমাকে ফ্রেসবুকে পেতে এখানে দেখুন

Level 0

আমি মোঃ জুয়েল খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জিপি’র কাহিনি বুঝি না, কয়েক দিন ফ্রী ৯এমবি দিল। মানে মেসেজে বলে “You have got free 9 MB internet”, আমি কিন্তু কিছুই করি নাই, অথচ ফ্রী নেট দিল। আবার হঠাৎ করেই গতকাল ৮০ টাকা কেটে নিল!!আমি শুধু কয়েক মিনিট এঁর জন্য ডাটা কানেকশন অন রেখেছিলাম। ব্যস!

    @ফ্রীওয়্যার সিজান: ভাই আজ আমার ৪জিপি পেয়ে খুব খুশি । কিন্তু কেন দিলো এটা বের করতে পারলাম না । কারণ তারাই জানেনা আমি কেমনে জানব । তো জানার চেষ্টা করছি ….

Level 0

এক বছর আগে আমিও পেয়েছিলাম
জিপিকে জানালে তরা বলে যে এরকম কোনো অভার নেই
দেখুনতো কি অবাক কান্ড !

    @BD Razzak: ঠিক আপনার মত আমার হয়েছে বলে মনে হয়।

আমি কাল ২ ‍জিবি পাইছি 🙂

    @মাটির মানুষ…: দেখনুন আছে কি না । আমার নাই..

Level 0

আমি ও পাইছি।

আমিও পাইছিলাম but কাইটা নিয়া গেসে।