ফায়ারফক্স দিয়ে ওয়েব পেজ সেভ করুন খুব সহজেই কোন ধরনের সফটওয়্যার ছাড়াই

আশা করি ভাল আছেন সবাই। আজ যে বিষয়টি নিয়ে টিউন করতে বসেছি,আমি জানি না সেটা নিয়ে আগে টিউন হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ব্যাস্ততার ফাকে আগের অনেক টিউনই হয়ত মিস করেছি। যাই হোক যারা আগের টিউন দেখেন নি তাদের এটা কাজে লাগলে আমি খুশি হব।

ইন্টারনেটে ব্রাউজিং করতে করতে অনেক সময় অনেক দরকারি জিনিস চোখে পড়ে যায় যেটা সেভ করার প্রয়োজন পড়ে সেটা  JPG বা PNG ফরমেটে সেভ করে রাখতে পারলে সেটা  Windows picture and Fax viewer বা যে কোন Photo Viewer দিয়ে খুব সহজেই দেখা যায়। এ  জন্য ফায়ারফক্সের ছোট্ট একটি add-on টি ইন্সটল করে নিতে হবে। আলাদা কোন সফটওয়্যার ইন্সটলেশন এর ঝামেলা নাই।

আপনার ফায়ারফক্স এর Tools ক্লিক করুন। তারপর add-ons এ ক্লিক করুন। যে পেইজটি ওপেন হবে সেখানে Search all add-ons এর জায়গায় আপনি Aviary লিখে Search দিলেই আপনি উপরের ছবির মত একটি Add-on পেয়ে যাবেন। তারপর Add to Firefox এ ক্লিক করলে add-on টি ইন্সটল হয়ে যাবে। অথবা এই লিংকে ক্লিক করুন

তারপর ফায়ারফক্স restart করুন। তারপর যে ওয়েব পেজ আপনি সেভ করতে চান সেখানের যে কোন জায়গায় মাউস রেখে রাইট ক্লিক করলে Take Screenshot এ মাউস রাখলেই আপনাকে ৩টা অপশন দেখাবে,যেমন

- Capture Region on Page

- Capture Vigible Portion of Page

- Capture Entire Page

আপনি যেভাবে স্ক্রিনশট নিতে চান সেভাবেই নিতে পারবেন।

ওপেরা তে By default speed dial দেয়া থাকে কিন্তু অনেকেরই অতি প্রিয় ফায়ারফক্সে Speed Dial থাকে না,সেটা ইন্সটল করে নিতে হয়। ফায়ারফক্সে Speed Dial আগের নিয়মে Tools এ যেয়ে Search all add-ons এর জায়গায় Speed Dial লিখে Search দিলেই

পেয়ে যাবেন। অথবা এই লিংকে ক্লিক করুন। আগের add-on এর মত ইন্সটল করে ফায়ারফক্স Restart করুন।

Level 0

আমি সুপারম্যান৭৮৬। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন টেক পাগল মানুষ। কবে যে এ দেশ ডিজিটাল বাংলাদেশ হবে সেই দিনের আশায় বসে আছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

প্রথমে বলব

ফায়ারফক্স দিয়ে ওয়েব পেজ সেভ করুন খুব সহজেই কোন ধরনের সফটওয়্যার ছাড়াই

টাইটেলটা দেখলাম; টিউন পড়লাম

তারপর কমেন্ট লিখব এভাবে
যাহাই লাউ তাহাই কদু
আবার অন্যভাবে বললে সোজা না খেয়ে একটু ঘুরিয়ে খাওয়া আর কি

এটা আমার ব্যাক্তিগত মন্তব্য , কেউ এর সাথে একমত নাও হতে পারেন

তবে টিউনারকে আরো নতুন উদ্দ্যোমে এগিয়ে যেতে হবে

ভাই এটা কি হল “ফায়ারফক্স দিয়ে ওয়েব পেজ সেভ করুন খুব সহজেই কোন ধরনের সফটওয়্যার ছাড়াই”? টিউনটির সাথে মিল কতুটুকু?

আমরা এটা pdfit নামক এড ওনস দিয়েও করাতে পারি। যা দ্বারা jpg,gif,png সহ pdf ফরম্যাটে সেভ করা যায়।

বুজিনা টেকটিউন্স টিউন এর মান খারাপ এর দিকে যাইতাছে।

    Level 0

    তাই না কি আউয়াল ভাই , আমার মনে হচ্ছেনা ।

আমার মনে হয় সবচেয়ে ভালো ফায়ারফক্সে read it later ইন্সটল করলে। তাহলে বিশ্বের যে কোন জায়গা থেকে সেভ করা ওয়েভপেজ দেখা যাবে।