আবারও অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম নতুন একটি টিউন নিয়ে। যারা মুভি/গেমস/সফটওয়্যার ইত্যাদি ডাউনলোডের পাগল, তারা যদি এই টিউনটী পড়েন, তাহলে তারা আজ নিশ্চিত এক সোনার হরিণ পেতে যাচ্ছেন!
আশাকরি-
আজ একটি ব্রাউজার নিয়ে লিখব! তবে এটি কোন সাধারণ ব্রাউজার নয়! ব্রাউজারটির নাম- FF Premium Browser. এই ব্রাউজারে আপনি পাবেন-
তাহলে আর কি চাই? ডাউনলোডের ঝামেলা বলতে কি আর কিছু থাকল? আমার তো মনে হয় না!
এবার আসি ব্রাউজারের কিভাবে ইউজ করবেন, সেই প্রোসেসে- (সকলের সুবিধার্থে অনেক স্ক্রীনশট ব্যবহার করেছি। তাই একটু ঝামেলা মনে হতে পারে। কিন্তু কাজে নেমে পরলে দেখবেন খুবই সোজা ব্যাপার। ১০ মিনিটের বেশী লাগবে না 🙂
প্রথমেই নিচের যেকোন একটি লিঙ্ক থেকে FF Premium Browser ডাউনলোড করে নিন-
* ডাইরেক্ট লিঙ্ক- http://is.gd/gUkuZJ
* FireDrive Link- http://www.firedrive.com/file/DB3F4A04D55154DB
* 180upload Link- http://180upload.com/nd48tz1fys0h
আশা করি ডাউনলোড করে ফেলেছেন। এবার ব্রাউজারটি ইন্সটল করে ওপেন করুন। নিচের মত একটি কমান্ড প্রোম্পট পাবেন- (এটি না আসলে আপনার ফায়ারওয়াল/অ্যান্টিভাইরাস সাময়িক বন্ধ রাখতে পারেন। )এখানে দেখুন লাল রঙের লেখা একটি Token Key পাবেন। এটি নোটপ্যাডে কপি করে রাখুন। পরে আমাদের কাজে লাগবে।
গতকাল এই টিউন প্রকাশিত হবার পর অভাবনীয় সাড়া মেলে। যার ফলে FF Premium Browser এর সার্ভার ডাউন হয়ে যায় এবং ব্রাউজার আর ওপেন হচ্ছিল না।
তাই সার্ভার আপগ্রেডের জন্য ২৪ঘন্টা সময় চাওয়া হয়। এখন সার্ভার ঠিক হয়ে গেছে। তাই সবাই ট্রাই করতে পারেন।
আর অনেকের কাছেই চ্যাটবক্সের মাধ্যমে টোকেন কী রেজিস্টার করার ব্যাপারটি ঝামেলার মনে হয়েছে আমাকে অভিযোগ করেছেন। তাই এখন থেকে আর কোন চ্যাটবক্সের
কোন ঝামেলা রইল না। ব্রাউজারটি ডাউনলোড দিয়ে উপরের মত টোকেন কী সংগ্রহ করে ফেসবুকে FF Premium Browser এর অ্যাডমিন কে মেসেজ দিন।
উনি আপনার টোকন কী রেজিস্টার করে আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিবে।
FF Premium Browser এর অ্যাডমিন এর ফেসবুক আইডি
https://www.facebook.com/zbigzsupport
এবার আশা করি সবাই কোন ঝামেলা ছাড়াই ব্রাউজার ব্যবহার করতে পারবেন।
=
ফেসবুকে অ্যাডমিনের সাথে যোগাযোগ করে পাসওয়ার্ড সংগ্রহ করার পর এবার পাসওয়ার্ডটি কপি করে ব্রাউজারে ফিরে এসে নিচের মত করে পেস্ট করে Enter চাপুন।
অপ্ল কিছুক্ষন সময় নিয়ে ব্রাউজারটি ওপেন হবে।সবগুলো পেজ লোড হতে দিন। তাহলেই পেয়ে যাবেন নিচের মত সকল সাইটের প্রিমিয়াম অ্যাকাউন্ট এক ব্রাউজারে। এবার ইচ্ছামত ডাউনলোড মুভি/গেমস/সফটওয়্যার/টরেন্ট ইত্যাদি যা যা দরকার ডাউনলোড শুরু করে দিন 🙂
1gbps পোর্টের সীডবক্স দেখুন নিচে
আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।
সবার জন্য পাসওয়ার্ড:- MEMBERSHIPSERVICESTARTEDFOLLOWME