সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। তো শুরু করা যাক।
প্রথমে নিচ থেকে ফাইলগুলো ডাউনলোড করে নিন।
আবার পাইথনটা ইন্সটল করুন। এবং জিপ ফাইলটা আনজিপ করুন, তাহলে ২টা ফাইল পাবেন। একটা হল .ini এবং অন্যটা com.hipipal.qpyplus নামের ফোল্ডার। এখন এই দুইটা ফাইলকে এক্সট্রাক্ট করে আপনার মোবাইলের এসডি কার্ডের বাইরে পেস্ট করুন। মনে রাখবেন এই ২টা ফাইল আলাদা আলাদা (কোন ফোল্ডারের ভেতর নয় ) পেস্ট করতে হবে।
এবার আপনার মোবাইলে একটা কনফিগারেশন তৈরি করুন।
APN- wap, PROXY- 127.0.0.1, PORT- 8080.
এবার নেট কানেক্ট অন করে পাইথনটা ওপেন করুন। মাঝখানের আইকনটাতে ক্লিক করুন। এবার run local project এ ক্লিক করুন।
এবার DON Mpi তে ক্লিক করুন।
যদি দেখেন যে don mpi said start your work লেখা আসছে তাহলে হোম বাঁটন চেপে মিনিমাইজ করুন।
এখন আপনি সকল এপ ব্যাবহার করতে পারবেন।
এর মাধ্যমে আপনি
playstore
dropbox
skype সহ সকল এপ ব্যাবহার করতে পারবেন।
নিচে কিছু স্ক্রীনসট দেয়া হল।
বিঃদ্রঃ আপনাকে একটা ২জি অথবা ৩জি নেট প্যাকেজ একটিভ করতে হবে।
এটার মাধ্যমে আপনি প্রতিদিন ১২০ মেগাবাইট ব্যাবহার করতে পারবেন।
ক্রেডিটঃ don mpi
সবাই ভালো থাকবেন।
খোদাহাফেজ।
আমি সাজিদ সাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ata kaj kore na. onek age ata try korshi