সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার টিউন শুরু করছি। আমার প্রথম টিউন। ভুল হলে ক্ষমা করবেন।
আমি আপনাদের জানাতে চাই একটি স্ক্রীন শেয়ারিং সাইটের কথা। এর মাধ্যমে আপনারা পিছির স্ক্রীন (মনিটর) শেয়ার করতে পারবেন আপনার অন্য কনো ফ্রেন্ডকে অথবা নিজেরা লাইভ আরেকজনের স্ক্রীন দেখতে পারবেন। এজন্য কোন রেজিস্ট্রেশনের প্রয়োজন নাই। তবে রেজিস্ট্রেশন করে নেউয়া ভালো । যারা অনলাইনে অনেকজনকে ট্রেনিং দিতে চান তাদের কাজে লাগবে এই পদ্ধতি তাই শেয়ার করলাম আমি।
জানি না এইটা নিয়ে আগে টিউন হয়েছে কিনা।
নিচের লিঙ্ক এ জান
https://join.me/
যদি আপনি আপনার স্ক্রীন শেয়ার করতে চান তবে স্টার্ট মিটিং এ ক্লিক করে । একটি ছোট সফটওয়্যার ডাউনলোড হবে। ডাউনলোড করুন, তারপর ইন্সটল করুন। এবার রান করুন। একটি নাম্বার জেনারেট হবে। নাম্বারটি আপনার বন্ধু বা যাদেরকে আপনার স্ক্রীন শেয়ার করতে চান তাদের জানিয়ে দিন। তারা জয়েন এর ঘরে নাম্বারটি দিয়ে জয়েন বাটনে ক্লিক করলেই আপনার স্ক্রীন পেয়ে যাবে। দুটি ভার্সন রয়েছেঃ প্রো ও ফ্রি। টাকা দিয়ে কিনতে হবে বলে আমরা অনেকেই কিনতে পারবো না। তবে ফ্রি ভার্সনে বেশ কিছু সুভিধা আছে।
ফ্রি ভার্সনের সুবিধা গুলা দিয়েছি।
আজ এটুকুই। কেমোন হলো জানাবেন টিউন টা জানাবেন
ধন্যবাদ সমাইকে ।
ভালো থাকবেন।
আমি রাকিব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসংখ্য ধন্যবাদ !