হালের জনপ্রিয় নেটবুক। ল্যাপটপ এর চার্জার নিয়ে ঘুরে বেড়ানোর দিন মনে হয় শেষ হতে চলল ।

কম্পিউটার , ইন্টারনেট,ল্যাপটপ এ গুলো আমাদের জীবনের সাথে মিশে গেছে। ইন্টারনেট ছাড়া একটি দিনের কথাও কি আমরা কল্পনা করতে পারি? কিছুদিন আগে ফেসবুক বন্ধ করে দেয়ায় আমাদের মনে হত জীবন থেকে কি যেন হারিয়ে ফেলেছি। জীবনে ছন্দপতন হয়েছিল। যাই হোক সে অনেক কথা। হয়ত অনেকেই এ ব্যাপারে লিখেছেন। তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি । আজ আমি নেটবুকের ব্যাপারে কিছু লিখতে বসেছি। নোটবুক আর নেটবুকের মধ্যে আসলে পার্থক্য কি? কনফিগারেশন বা এনালিটিক আলোচনায় আমি যাব না। নেটবুকে ইনবিল্ট সিডি/ডিভিডি ড্রাইভ নাই। সে ক্ষেত্রে আপনাকে পোর্টেবল ড্রাইভ ব্যবহার করতে হবে। বাইরের দেশ গুলোতে নেটবুকের সাথে এ ধরনের পোর্টেবল জিনিস পত্র ফ্রি দেয়। কিন্তু বাংলাদেশে সব সময় তা ফ্রি দেয় না, এ গুলো পরে তারা আলাদাভাবে বিক্রি করে। এ ধরনের নেটবুকের স্ক্রীন সাধারনত ১০.১'' থেকে ১২.১'' হয়ে থাকে। ওজনের দিক দিয়ে সাধারন নোটবুক যেটাকে আমরা ল্যাপটপ বলে থাকি সেগুলো থেকে এ ধরনের নেটবুক অনেক কম ওজনের হওয়াতে বহনের ক্ষেত্রে এটা একটা দারুন Advantage হিসাবে কাজ করে। কারন ল্যাপটপের ওজন তুলনামুলক কিছুটা বেশী হওয়াতে ল্যাপটপ বহনের ক্ষেত্রে কিছুদিন পরেই এক ধরনের অনাগ্রহ তৈরী হয় অনেকের ক্ষেত্রে। সাধারনত নেটবুকের ওজন ১.১০ থেকে ১.৪৫ কেজি এর মধ্যে ওঠানামা করে। গতানুগতিক ল্যাপটপের ওজন সাধারনত ২ কেজি থেকে ৩ কেজি বা তারও বেশী হয়ে থাকে। এ ধরনের নেটবুকের সাধারন কনফিগারেশন নিচে দেয়া হলঃ

- Intel Atom , 1.66 GHz

- 1 or 2 GB RAM

- 10.1''  to 12.1'' Screen

- 1.3 MP webcam

- Battery backup 4 hours to 12 hours

- 3/4 USB port

- Card Reader

- Bluetooth

- 150 GB to 320 GB HDD

- Operating system Windows 7 Starter

এ ধরনের নেটবুকের সবচাইতে বড় বৈশিস্ট্য হল ব্যাটারি ব্যাকআপ। ৬ ঘন্টা থেকে ১২ ঘন্টা যেটা গতানুগতিক ল্যাপটপ এর ক্ষেত্রে এত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না। তাই ল্যাপটপ এর  চার্জার নিয়ে ঘুরে বেড়ানোর দিন মনে হয় শেষ হতে চলল । সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

Netbook

Level 0

আমি সুপারম্যান৭৮৬। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন টেক পাগল মানুষ। কবে যে এ দেশ ডিজিটাল বাংলাদেশ হবে সেই দিনের আশায় বসে আছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হ্যাঁ। আমিও তাই মনে করি। তবে নেটবুক গুলো তে গতানুগতিক সুবিধা গুলো পাওয়া যায় না।
একটু প্রশ্ন করি? আমি ৪০০০/= টাকার মধ্যে ভাল নেটবুক/নোটবুক কিনতে চাই। আমার প্রত্যাশা চার্জ+হার্ডিনেস। কোন ব্র্যান্ড এর টা ভাল হবে ?

Level 0

আমি ২০০০০-৩০০০০ এর মধ্যে ১২ ঘন্টা ব্যাকআপ কিনতে চাই? পারবো কিনা

Samsung N210 এর র‌্যাম ১ জিবি, HDD ১৫০/২৫০ জিবি। ব্যাকআপ ১২ ঘন্টা। চোখ বন্ধ করে নেয়ার মত নেটবুক। ৩০,০০০ টাকা বা কিছুটা বেশি হতে পারে।
কিংকর্তব্যবিমূঢ় ভাইকে বলছি, আমার মতে ব্যাটারি ব্যাকআপ এর কথা চিন্তা করলে Samsung N210 সবচেয়ে ভাল হবে ।

তার মানে কি চার্য ছাড়াই ল্যপটপ চালানো যাবে?

ধন্যবাদ শেয়ার করার জন্য। এখন বেশীরভাগ কোম্পানীই নোটবুকে ব্যাটারীর চার্জ এর দিকে নজর দিচ্ছে।

Level 0

ami 25000tk theke 28000 tk modde 10-12 ghonta back up dibe erokom netbook kinte chai help me

Level 0

আপনার পছন্দের ল্যাপটপটি কেনার আগে http://www.bdlaptops.com একবার ঘুরে আসুন। BDLaptops.com হল এই প্রথম বাংলাদেশে ল্যাপটপের উপর কোন পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল।

Level 0

আপনার পছন্দের ল্যাপটপটি কেনার আগে http://www.bdlaptops.com একবার ঘুরে আসুন। BDLaptops.com হল এই প্রথম বাংলাদেশে ল্যাপটপের উপর কোন পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল। ওয়েবসিটটির মাধ্যমে ভিসিটররা সহজেই তাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটি খুঁজে বের করতে পারবেন। এতে রয়েছে বিভিন্ন মডেলের সর্বোচ্চ ৫ টি ল্যাপটপ একসাথে কম্প্যায়ার করার সুবিদা। এর মাধ্যমে ভিসিটরেরা জানতে পারবে একটি নির্দিষ্ট মডেলের ল্যাপটপের দাম কোন দোকানে কত। আরও জানতে পারবেন বিভিন্ন ল্যাপটপের নিউজ এবং ইভেন্টস, পড়তে পারবেন ল্যাপটপ নিয়ে নানা প্রয়োজনীয় আর্টিকেল। এছাড়া রয়েছে ল্যাপটপ এর বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ল্যাপটপ সার্ভিসিং সেন্টারসমুহের ঠিকানা।