কম্পিউটার , ইন্টারনেট,ল্যাপটপ এ গুলো আমাদের জীবনের সাথে মিশে গেছে। ইন্টারনেট ছাড়া একটি দিনের কথাও কি আমরা কল্পনা করতে পারি? কিছুদিন আগে ফেসবুক বন্ধ করে দেয়ায় আমাদের মনে হত জীবন থেকে কি যেন হারিয়ে ফেলেছি। জীবনে ছন্দপতন হয়েছিল। যাই হোক সে অনেক কথা। হয়ত অনেকেই এ ব্যাপারে লিখেছেন। তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি । আজ আমি নেটবুকের ব্যাপারে কিছু লিখতে বসেছি। নোটবুক আর নেটবুকের মধ্যে আসলে পার্থক্য কি? কনফিগারেশন বা এনালিটিক আলোচনায় আমি যাব না। নেটবুকে ইনবিল্ট সিডি/ডিভিডি ড্রাইভ নাই। সে ক্ষেত্রে আপনাকে পোর্টেবল ড্রাইভ ব্যবহার করতে হবে। বাইরের দেশ গুলোতে নেটবুকের সাথে এ ধরনের পোর্টেবল জিনিস পত্র ফ্রি দেয়। কিন্তু বাংলাদেশে সব সময় তা ফ্রি দেয় না, এ গুলো পরে তারা আলাদাভাবে বিক্রি করে। এ ধরনের নেটবুকের স্ক্রীন সাধারনত ১০.১'' থেকে ১২.১'' হয়ে থাকে। ওজনের দিক দিয়ে সাধারন নোটবুক যেটাকে আমরা ল্যাপটপ বলে থাকি সেগুলো থেকে এ ধরনের নেটবুক অনেক কম ওজনের হওয়াতে বহনের ক্ষেত্রে এটা একটা দারুন Advantage হিসাবে কাজ করে। কারন ল্যাপটপের ওজন তুলনামুলক কিছুটা বেশী হওয়াতে ল্যাপটপ বহনের ক্ষেত্রে কিছুদিন পরেই এক ধরনের অনাগ্রহ তৈরী হয় অনেকের ক্ষেত্রে। সাধারনত নেটবুকের ওজন ১.১০ থেকে ১.৪৫ কেজি এর মধ্যে ওঠানামা করে। গতানুগতিক ল্যাপটপের ওজন সাধারনত ২ কেজি থেকে ৩ কেজি বা তারও বেশী হয়ে থাকে। এ ধরনের নেটবুকের সাধারন কনফিগারেশন নিচে দেয়া হলঃ
- Intel Atom , 1.66 GHz
- 1 or 2 GB RAM
- 10.1'' to 12.1'' Screen
- 1.3 MP webcam
- Battery backup 4 hours to 12 hours
- 3/4 USB port
- Card Reader
- Bluetooth
- 150 GB to 320 GB HDD
- Operating system Windows 7 Starter
এ ধরনের নেটবুকের সবচাইতে বড় বৈশিস্ট্য হল ব্যাটারি ব্যাকআপ। ৬ ঘন্টা থেকে ১২ ঘন্টা যেটা গতানুগতিক ল্যাপটপ এর ক্ষেত্রে এত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না। তাই ল্যাপটপ এর চার্জার নিয়ে ঘুরে বেড়ানোর দিন মনে হয় শেষ হতে চলল । সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি সুপারম্যান৭৮৬। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন টেক পাগল মানুষ। কবে যে এ দেশ ডিজিটাল বাংলাদেশ হবে সেই দিনের আশায় বসে আছি।
হ্যাঁ। আমিও তাই মনে করি। তবে নেটবুক গুলো তে গতানুগতিক সুবিধা গুলো পাওয়া যায় না।
একটু প্রশ্ন করি? আমি ৪০০০/= টাকার মধ্যে ভাল নেটবুক/নোটবুক কিনতে চাই। আমার প্রত্যাশা চার্জ+হার্ডিনেস। কোন ব্র্যান্ড এর টা ভাল হবে ?