IP পরিবর্তন করুন খুব সহজে!!!……।

ইদানিং ip change করার জন্য বেশ কিছু টিপস চোখে পড়ছে বিভিন্ন ফোরামে।আমি নিজেও এ বিষয়ে ভুক্তভোগী।তাই আমি চাই আর কেউ এ বিষয়ে সময় নষ্ট না করে তার চাইতেও জরুরী বিষয়ে গবেষণা করুন।আমি Platinum Hide IP,Hide My IP,Hide IP Address এরকম অনেক সফটওয়্যার ব্যবহার করেছি।কিন্তু সন্তুষ্ট হতে পারিনি।হয় Crack,Patch,Serial গুলো ভালো কাজ করে না নয়ত IP ঠিকভাবে Change করেনা।অবশেষে পেলাম Hotspot Shield নামে সফটওয়্যারটি।এধরনের অন্যান্য software গুলোর সাথে এর মূল পার্থক্য হলো কোন Proxy use করে এটি কাজ করে না।এটি install করার সাথে সাথে আপনার পিসিতে একটি Virtual LAN card install হয়ে যায়।এবার সফটওয়্যারটি একটি ওয়েব প্রম্পটের মাধ্যমে ঐ Virtual LAN card এ একটি রিয়াল IP বসিয়ে নেয়।

untitled

কানেক্ট করার পর নিচের দিকে tray icon টি সবুজ হয়ে যাবে।তাছাড়া আপনি http://www.whatismyip.com এ গিয়েও আপনার IP টি চেঞ্জ হয়েছে কিনা দেখে নিতে পারবেন।অনেকগুলো অফিসিয়াল সাইট আছে যেগুলোতে ঐ অফিসে ব্যবহৃত IP series ছাড়া অন্য IP থেকে access করতে পারবেন না।কেননা Platinum বা Hide IP এ সফটওয়্যারগুলো Proxy IP ব্যবহার করলে মূল IP চেঞ্জ হয়ে যায়।কিন্তু Hotspot Shield তা করেনা বরং আরেকটি virtual LAN card install করে ফলে আপনার আগের IP টিও রয়ে যায়।এতে করে IP bounded কোন site এ visit করা কোন সমস্যাই না।

সফটওয়্যারটি ডাউনলোড করুন

ধন্যবাদ।

Level 0

আমি কল্পতরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখি কতদূর কি করতে পারি,ধন্যবাদ আপনাকে।

Level 2

ভালো হয়েছে , কিনতু বিপদে পরলাম আগের আইপ কিভাবে ঠিক করব

    Tray Icon এ রাইট বাটন ক্লিক করে Disconnect/Off ক্লিক করুন।এরপর ওয়েব প্রম্পট আসবে।এতে Continue ক্লিক করুন।ব্যস।।

ধন্যবাদ…….post টা খব এ ভাল হয়েছে…….দেখি ব্যবহার করে কেমন কাজ করে……………………

Level 0

ভাল টপিকস
মান বজায় রেখে এগিয়ে যান

আর হা আপনি নোট প্যাড দিয়েও পরিবর্তন করতে পারেন

    ব্যাপারটা শেয়ার করেন না কেন 🙂 🙂
    অপেক্ষায় থাকলাম।

    Lucky vi please write more details.Because i am a new user.

    LuckyFM ভাই শাওন ভাইকে আর অপেক্ষায় রাখবেন না।এ বিষয়ে দ্রুত একটি টিউন করে ফেলুন।আপনার টিউন আমার সব সমই খুব ভালো লাগে।

মোটামুটি ভালো সামনে আর ও ভালো আশা করি।ধন্যবাদ টিউন এর জন্য।

ভাল টিউন

হ্যা জটিল সফট্ এটা। যে একবার ব্যবহার করছে সে এটার ভক্ত হয়ে গেছে। আমি নিজেও এর ভীষন ভক্ত।
বিভিন্ন ট্রায়েল হাইডার ব্যবহার করা বাদ দিয়ে Hotspot Shield-ই ব্যাবহার করা উচিত।
টিউনার কে অনেক ধন্যবাদ। 🙂

Level 0

আমার একটা সফট দরকার যাতে করে রিয়েল আই পি বদল করাযায়। অনেক সফট আছে, তবে আমার চাই ১০০% কাজ করে এমন সফট। কেউকি বলতে পারেন কোন সফট টি বেশী কার্যকর?

    আপু আপনি Hotspot Shield ব্যবহার করলে আশা করি উপকৃত হবেন।

    Level 0

    এর আগে আর IP হাইডের জন্য কোন সফট ব্যবহার করি নাই। এইটা install করেছি, দেখাযাক কি হয়। ধন্যবাদ আপনাকে।

Level 0

ফ্রি যা আছে তার মাঝে Hotspot Shield ই বেশী কার্যকর। https://www.techtunes.io/internet/tune-id/26770/ ভিডিও টিউটোরিয়াল দেখে ব্যবহার করতে পারেন।প্রতি লগইনে নতুন আই.পি পাবেন,তবে সব আমেরিকান।আর টা্কা খরচ করতে চাইলে http://www.iprental.com/services/ দেখতে পারেন।

হম্ম.. এটা জটিল জিনিস….. আমি থাকি uae. এখানে অনেক সাইট বল্ক করা. এই সফ্টওয়ার জটিল কাজ করে।

ভাই আপনার লিংক টা ব্লক। দয়া করে ফাইল টি ডাউনলোড করে মিডিয়া আগুনে আপলোড করে দেন।
আমি KSA থাকি।

    লিঙ্ক চেঞ্জ করে দিয়েছি।এবার ট্রাই করুন।

Level 0

ফ্রি যা আছে তার মাঝে Hotspot Shield ই বেশী কার্যকর। https://www.techtunes.io/internet/tune-id/26770/ ভিডিও টিউটোরিয়াল দেখে ব্যবহার করতে পারেন।প্রতি লগইনে নতুন আই.পি পাবেন,তবে সব আমেরিকান।আর টা্কা খরচ করতে চাইলে iprental dot com এ দেখতে পারেন।
সাগর ভাই এখানে 4shared er link পাবেন।

এটা দিয়ে রেপিডশেয়ার কে ধোকা দিয়ে ডাউনলোড করা যাবে?

Level 0

দেখি ডাউনলোড করে,অনেক ধন্যবাদ আপনাকে 😀

Level 0

Vai sitetalk nia apnar kacea akta softwere cilo. Please [email protected] ai thika na tea 1 copy patheayea dean.

i need da dwnld link, help pls

Level 0

download link kaj kore na..