ইদানিং ip change করার জন্য বেশ কিছু টিপস চোখে পড়ছে বিভিন্ন ফোরামে।আমি নিজেও এ বিষয়ে ভুক্তভোগী।তাই আমি চাই আর কেউ এ বিষয়ে সময় নষ্ট না করে তার চাইতেও জরুরী বিষয়ে গবেষণা করুন।আমি Platinum Hide IP,Hide My IP,Hide IP Address এরকম অনেক সফটওয়্যার ব্যবহার করেছি।কিন্তু সন্তুষ্ট হতে পারিনি।হয় Crack,Patch,Serial গুলো ভালো কাজ করে না নয়ত IP ঠিকভাবে Change করেনা।অবশেষে পেলাম Hotspot Shield নামে সফটওয়্যারটি।এধরনের অন্যান্য software গুলোর সাথে এর মূল পার্থক্য হলো কোন Proxy use করে এটি কাজ করে না।এটি install করার সাথে সাথে আপনার পিসিতে একটি Virtual LAN card install হয়ে যায়।এবার সফটওয়্যারটি একটি ওয়েব প্রম্পটের মাধ্যমে ঐ Virtual LAN card এ একটি রিয়াল IP বসিয়ে নেয়।
কানেক্ট করার পর নিচের দিকে tray icon টি সবুজ হয়ে যাবে।তাছাড়া আপনি http://www.whatismyip.com এ গিয়েও আপনার IP টি চেঞ্জ হয়েছে কিনা দেখে নিতে পারবেন।অনেকগুলো অফিসিয়াল সাইট আছে যেগুলোতে ঐ অফিসে ব্যবহৃত IP series ছাড়া অন্য IP থেকে access করতে পারবেন না।কেননা Platinum বা Hide IP এ সফটওয়্যারগুলো Proxy IP ব্যবহার করলে মূল IP চেঞ্জ হয়ে যায়।কিন্তু Hotspot Shield তা করেনা বরং আরেকটি virtual LAN card install করে ফলে আপনার আগের IP টিও রয়ে যায়।এতে করে IP bounded কোন site এ visit করা কোন সমস্যাই না।
সফটওয়্যারটি ডাউনলোড করুন
ধন্যবাদ।
আমি কল্পতরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দেখি কতদূর কি করতে পারি,ধন্যবাদ আপনাকে।