Qubee কি এই মাসেও আনলিমিটেড দিচ্ছে ??

গত মাসে কিউবি পোস্টপেইডে আনলিমিটেড ইউজেস অফার দিয়েছিল আপনারা সবাই জানেন। এই মাসে আবার আছে ডাবল স্পীড অফার। কিন্তু খোদার কি রহমত, কোন এক বিচিত্র কারনে আমি এই মাসেও আনলিমিটেড চালাচ্ছি সাথে ডাবল স্পীডতো আছেই !

মানে আমার 512 sky প্যাকেজে 30 GB Fair Usages Limit। কিন্তু এইমাসে আমি আজকে পর্যন্ত 40.291 জিবি ইউজ করেছি স্পীড 1 Mbps. FUP ক্রস করার কারনে তো এত দিনে স্পীড 128 হয়ে যাওয়ার কথা।

Usages Screen Shot:

Speed Test:

যেসব ভাইয়েরা কিউবি পোষ্টপেইড চালান তারা সবাই কি এই মাসেও আনলিমিটেড পাচ্ছেন ? কমেন্টে জানালে টেনশন মুক্ত হতাম। জালিম কিউবি কোম্পানি মনে হয় সামনে আমারে বড়সড় বাঁশ দেওনের ধান্দায় আছে... 🙁

Level 0

আমি তারিক আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

In three words I can sum up everything I've learned about life : it goes on...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

theres a rumor that qubee is going to shut down in near future. may be for this reason

আমিও কিউবিতে এই মাসে ডবল স্পিড পাচ্ছি আপনার মতই। তবে আমি সঠিক কারনটি জানি না। বিটিসিএল যেভাবে দাম কমাইসে আমার মনে হয় তার‍া বিটিসিএল কে ফলো করতেছে।
বিটিসিএল 128কেবি এখন আর নাই।
128 হয়ে গেছে 256কেভি=৪৫০ টাকা।
256কেভি হয়ে গেছে 512=৭৫০ টাকা।
512 হয়ে গেছে 1024কেভি=১ হাজার ১৫০ টাকা।
1024 হয়ে গেছে 1500কেভি=১ হাজার ৬০০ টাকা।
দামের কোন পরিবর্তন হয় নাই। অনেক মজা বিটিসিএল।
কিউবিতে তবে একটা বিষয় মনে হয় কোন না কোন প্যাচ আছে। দেখা যাক

    @জোবায়ের রাসেল: ডবল স্পিডতো পহেলা বৈশাখ উপলক্ষে দেয়া হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হল Fair Usages Policy তে কি কিউবি কোন পরিবর্তন এনেছে কিনা… ধন্যবাদ মন্তব্যের জন্য।

আমিতো তেমন কিছুই পেলাম না। উল্টা আমাকে মেসেজ দিলো এ মাসে আপনার ইউজ লিমিট শেষ, উল্টা আরো বেশী মেগাবাইট ব্যবহার করেছি। তাই আপনার স্পীড লিমিট ১২৮।

    @সামিউল: আমাকে তো এসএমএস দিলো না এখনো। নেট স্পিড এখনো আগের মতই পাচ্ছি…

খবরটা শুনে ভাল লাগলো ।

Level 0

আমিও পাচ্ছি ডবল স্পিড এবং আনলিমিটেড

Lol :p

এতো কি ডাউনলোড করেন ভাই আপনারা ? মুভি ? “বড় জানতে ইচ্ছা করে” 😀

    @রাহাতুল ইসলাম: এই মাসে তো কিছুই না। গত মাসে সবমিলিয়ে প্রায় 97 জিবি ইউজ করছি। আর হ্যাঁ, বেশিরভাগ মুভিই নামাই…। কমেন্টের জন্য ধন্যবাদ। 😛

    Level 0

    @রাহাতুল ইসলাম: Vi amar monthly use 80GB er beshi. Ar Jodi download kori tobe 150 GB er beshi hoy. Amar broadband 1 MBPS.

ভাই আপনি মনে হয় নেট থেকে উঠেনই না
যাই হোক বড়সড় বাঁশ এর জন্য অপেক্ষা করেন 😀

    @sarwar sajeeb: ডিজাইনার হিসাবে কাজ করি তো তাই বেশীরভাগ সময় পিসিতেই কাটে। টরেন্টে একসাথে ২০-৩০টা মুভি ফালাইয়া দেই… পুরাই পয়সা উসুল!! হে…হে…!! তয় বাঁশ মনে হয় এইবার নিশ্চিত!!! :-p