আমাদের দেশে অনলাইনের একাল সেকাল


বাংলাদেশে প্রথম ইনটারনেট আসে ১৯৯৬ সালে আই এস এন এর হাত ধরে। ৯৬ সালে আমি এস এস সি দেই। আমি প্রথম নেট লাইন ব্যাবহার করি ২০০০ সালে ২০০৩ সালে ওয়েসটেক নামে একটি আই এস পি তে। সাপোর্টে কাজ করতাম , যারা সাপোর্টে কাজ করতে তাদের একটি করে আনলিমিটেড লাইন দেয়া হত। সে সময় সবই ছিল ডায়ালাপ কানেকশন। একটা মজার বিষয় হল ৯৬ সালে বাংলাদেশে প্রথম নেট লাইন আসলেও  অনেকেই তারো আগে থেকে নেটলাইন ব্যাবহার করত। অনেকেই হয়ত ভাবতে পারে বাংলাদেশে নেট লাইন না থাকলে ব্যাবহার করবে কি করে, যারা ডায়ালাপ নেট লাইন ব্যাবহার করেছেন তারা হয়ত জানেন বিষয়টা যে ফোন লাইন দিয়ে ডায়াল করে লোকাল আই এস পি এর সাথে কানেক্ট হতে হত সেই খেত্রে যতবার কানেক্ট হবে প্রতিবারের লোকাল ফোন চার্জ এ্যাড হতে থাকবে সেম ভাবে  ইন্টারন্যাশনাল কলের মাধ‌্যমে হংকং এ কনেক্ট হয়ে নেট লাইন ব্যাবহার করা যেত। কত কষ্ট আর কত টাকা পয়সাইনা খরচ হত তখন নেট লাইন ব্যাবহার করতে আর এখন কত সহজেই নেট লাইন নেয়া যায়। দিন দিন নেটলাইনের ব‌্যাবহার যত সহজ হচ্ছে তারা ব্যাবহার ও দিন দিন বেরেই চলেছে। অনলাইন শপিং দিন দিন জনপ্রিয় হচ্ছে। ক্রয় বিক্রয় দিন দিন বেড়েই চলেছে

মুক্তবাজার চালু হয় ২০০৮ সালের শুরুর দিকে। বাংলাদেশের প্রথম ক্লাসিফাইট সাইট হল ক্লিকবিডি ডট কম। ২০১০ সালে যাত্রা শুরু করে ক্রয়বিক্রয়.কম। ক্রয়বিক্রয়.কম এর রেজিষ্টার মেম্বার ৩০ হাজারের উপরে। kroybikroy এর অনেক পরে আসে bikroy.com. পন্যের প্রচারণা চালানোর জন্য ক্লাসিফাইট সাইট গুলো একদম সঠিক যায়গা। যারা ছোট উদ্দ্যোক্তা পন্যের প্রচারণার জন্য যাদের আলাদা কোন বাজেট নেই তারা সহজেই তাদেন পন্য bikroy এর জন্য পন্যের বিবরন ছবি দিয়ে এ্যাড দিতে পারে। প্রখম দিকে ক্লাসিফাইট সাইট গুলোতে তেমুন কোন ক্রেতা বিক্রেতার সমাগম না থাকলেও দিন দিন ক্লাসিফাইট সাইগুলোর জনপ্রিয়তা বারার সাথে সাথে ক্রেতা বিক্রেতার সংখ্যাও বারছে।

Level 2

আমি Masumul Haque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম মোহাম্মদ মাছুমুল হক ডাক নাম মাছুম।ব্যাচেলর সাবজেক্ট ছিল EEE , Stamford University আর মাস্টার্সের সাবজেক্ট MIS, Daffodil University। সর্বশেষ ফেয়ারট্রেড গ্রুপ এ আই টি ম্যানেজার হিসেবে কাজ করেছি। বর্তমানে নিজের প্রতিষ্ঠান পার্পল আই টি লিমিটেড এ পরিচালকের দায়িত্ত পালন করছি। ডোমেই হোষ্টিং ও ওয়েব ডেভেলপমেন্ট আমাদের মুল ব্যাবসা।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউন টা পরে ভালো লাগলো। ধন্যবাদ

গ্রামীন ফোনের “সেলবাজার(প্রথম মোবাইল ই-বাজার )” কই গেলো??????????

Level 2

বাংলাদেশের ইন্টারনেট নিয়ে অনেক আশা, একদিন এখানে অনেক ক্লাউড সার্ভার গড়ে উঠবে আশা করি।

Level 0

LOL
সুন্দর কৌশল FREE বিজ্ঞাপন দেয়ার,
cellbazaar.com নিয়া কোন কথা নাই, আর kroybikroy যার Alexa Ranking 619,159
তারে নিয়া আলোচনা। TT তে আবার এই পোস্ট Publish হয়। LOL

ধুর মিয়া আগরতলা থাইকা একেবারে কই গেলেন গা !!!

একটি বটগাছের আত্মকাহিনী লিখতে গিয়ে উনি গরু রচনা লিখে ফেলেছেন।