আমি জিপির P6 ব্যবহার করি। মাস শেষে কমবেশি মেগাবাইট মাঝেমাঝে থেকেও যায়।
তাই মাসে 800mb দিয়েও চলা সম্ভব, ২০/২৫ দিন গেলেও তো অনেক তাই না। ১ মাসে 800mb at 137.5tk --150kbps হলে মন্দ হতোনা।
নিচের ছবিগুলো দেখেন Citycell এর সাইট থেকে নামিয়েছি।
Citycell বাদে জিএসএম কোন অপারেটর দিলে তা গ্রহন করা সম্ভব হত কিন্তু Citycell এর ইন্টারনেটের জন্য প্রয়োজন সিডিএম এর মডেম। যার মুল্য ৩০০০/ হাজারের মত।
কেউ কি মাত্র দুই মাসের জন্য একটা মডেম বা সেট কিনবে? ওদের কার্যকালাপ হাস্যকর।
Citycell নিয়ে বেশি কিছু বলবো না, কেননা আমরা সবাই এ বিষয়ে ভালই জানি। কোন একটা অপারেটরের কাছে কেওই কি জিম্মি হয়ে থাকতে চায়। তার জন্য প্রয়োজন অতিরিক্ত শুবিধা।
জিএসএম কোন অপারেটর থেকে খুব বেশি ডিফারেন্স কি করতে পেরেছে?
অফারটা দুই মাসের জন্য না দিয়ে একেবারে দিলে আমি অফারটা গ্রহন করতাম
আপনি কি করতেন জানাবেন।
আমি চেস্টায় সাইদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 866 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনাকেও ধন্যবাদ।
আপনার কমেন্ট দেখে আমার আর একটা অভিজ্ঞতা হল, যে Zoom ব্যবহার করলেও সুবিধাটা নিতে পারছেন না।
কমপক্ষে নিজেদের প্যাকেজের মধ্যে একটা স্বাধীনতা দিতে পারতো।
অসীম ভাইয়ের জন্য বলছি । আমি নিজেও জুম আল্ট্রা ব্যবহার করি কুমিল্লাতে কিন্তু কুমিল্লাতে জুম আল্ট্রা কভারেজ নেই তাতে কোন সমস্যাই নেই ।আপনি উপরের যেকোন প্যাকেজ ইচ্ছা করলে নিতে পারবেন আপনার এরিয়াতে জুম আল্ট্রা থাকুক বা না থাকুক তবে স্পিড আগের মতোই পাবেন যতক্ষণ না আপনার এরিয়াতে জুম আল্ট্রা আসবে ।
আপনার জ্ঞাতার্থে বলছি আপনার বর্তমান জুম মডেম +৯৯০ টাকা দিলেই আপনি জুম আল্ট্রা মডেম একদম নতুন + ১ বছরের ওয়ারেন্টি সহ পেতে পারেন ।
এবং জুম আল্ট্রা মডেম নেবার পর থেকে পরবর্তী দুই মাস আপনার বিলের উপরে পাবেন ৫০% ডিসকাউন্ট ।
আমি কয়েকদিন আগে টিউনার হাসিবের সহায়তায় ঢাকা হতে আমার মডেমটা পরিবর্তন করে জুম আল্ট্রা মডেম নিয়ে এসেছি ৯৯০ টাকা দিয়ে ।এতে আমার লাভ কি হয়েছে তা আপনাকে বলছি আমি প্রতি মাসে দেই ৭০০ টাকা মানে দুই মাসে ১৪০০ টাকা কিন্তু আমি জুম আল্ট্রাতে কনভার্ট হবার কারণে আমি দুই মাসে দেবো মোট ৭০০ টাকা (৫০% ডিসকাউন্ট) এবং আমি যেহেতু পোস্ট পেইড ব্যবহার করি এবং আল্ট্রাতে কনভার্ট করেছি তাই ওরা আমার ক্রেডিট লিমিট ১২০০ টাকা হতে বাড়িয়ে ১৪০০ টাকা করে দিয়েছে কোন টাকা ছাড়াই ।
হিসেবে করে দেখুন আমি ওদেরকে দিয়েছি ৯৯০ টাকা কিন্তু ৭০০ টাকা ছাড় +২০০ টাকা ক্রেডিট মোট ৯০০ টাকাই ফিরে পেয়েছি তার মানে আমি জুম আল্টা মডেম পেয়েছি মাত্ত ৯০ টাকায় ।!!!!!আপনি যদি জুম ব্যবহার করেন তাহলে খুব তাড়াতাড়ি জুম আল্ট্রাতে চলে যান খুব বেশিদিন এই সুযোগ থাকবেনা ।আর আমি যতটুকু জানি এই মাসের ভিতরেই জুম আল্ট্রা সারাদেশে চলে আসবে ।আরেকটা কথা জুম আল্ট্রাতে কনভার্ট হওয়ার জন্য আপনাকে অবশ্যই যেকোন কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে সব বিভাগীয় শহরেই কাস্টমার কেয়ার আছে বলে জানি ।(বড় মন্তব্যের জণ্য দু:খিত)
আপনি শুধু মাত্র মহাখালী, কাকরাইল এবং কলাবাগান থেকে জুম আলট্রা কনভার্ট করে নিতে পারবেন। অন্যকোথাও থেকে করা যাবে না।
আর ৯৯০ টাকার অফার বন্ধ করার আপাতত পরিকল্পনা নেই।
আর ২ মাসের জন্য ৫০% ডিসকাউন্ট শুধু নতুন যারা কানেকশন নিবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। আগে যারা নিয়ে ফেলেছে তারা এই অফারের অন্তর্ভুক্ত হবে না।
আর ultra 1 প্যাকেজ ব্যবহার করতে হলে আপনাকে আগে ২৭৫ টাকা রিচার্জ করতে হবে। তারপর পরবর্তী মাসে আপনাকে ৫০% মানে ১৩৭.৫০ টাকা ফেরত দিয়ে দিবে। এটা প্রিপেইড এর ক্ষেত্রে প্রযোজ্য।
তবে পোস্টপেইড এর এরকম লাগে না। ঐখানে আগের পেইড করা টাকা থেকে ১৩৭.৫০ টাকা কেটে নেয়।
গ্রাহক সাড়া বেশি হলে এই অফার লাইফ টাইম করা হবে। সো নো চিন্তা।
বিস্তারিত – ০১১ ৯৯ ১২১ ১২১
গ্রাহক সাড়া পেলে এই অফার লাইফ টাইম করা হবে এমন কথা আপনি কিভাবে জানেন ??আর যদি তাদের এমন পরিকল্পনা থাকে তাহরে এত হামটি ডামটি না করে প্যাকেজ দিলেইতো হয় ৫ জিবি ৩৫০ টাকা ,৩ গিগা ৩০০ টাকা (৫০% ডিসকাউন্ট এর পর) এই প্যাকেজ পেলে পাবলিকতো এমনিই হুমড়ি খেয়ে পড়বে জুমের উপরে ।৯৯০ টাকার অফার বন্ধ হবেনা এটা আমিও জানি কারন সিটিসেল চাচ্ছে সবাই যেন জুম আল্ট্রাতে চলে আসে ।আর ৫০% ডিসকাউন্ট শুধু নতুন দের ক্ষেত্তে নয় সাথে সাথে যারা সোয়াপ করবে মানে পুরাতন জুম মডেম থেকে জুম আল্ট্রাতে আসবে তাদের বেলায়ও প্রযোজ্য আমি আমার পুরাতন জুম মডেম দিয়ে নতুন জুম আল্ট্রা নিয়েছি আমাকে ডিসকাউন্ট এর ব্যাপারটা কম করে হলেও ৫ জন কা্স্টমার এক্সিউটিভ নিশ্চিত করেছে + মহাখালির কাস্টমার পয়েন্ট হতে নিশ্চিত করেছে ।
Citycell এর 800mb-275 taka সেই হিসেবে 1GB এর মুল্য 352 taka.
অন্য দিকে জিএসএম যে কোন অপারেটরদের অফার এর থেকে অনেক কম।
জিপি দিচ্ছে 180-240kbps মাত্র 300 টাকায়।
আমি সিফট হবার কথা বলতে চেয়ে ছিলাম
এই হিসেবে সিটিসেলে সিফট হতে হলে 1Gb 200taka হলেও বেশি হয়ে যায়।
বরং সিটিসেলের ইউজারদের (যাদের ব্যাবহার কম) জিএসএম এ চলে আসা উচিত।
টেকটিউনস এর মত ফোরামে ঘুরে বেড়ানোর জন্য বড় মাপের মডেম দরকার হয় না মডেম সাপোর্ট চায়না সেট হলেও হয়। আমার আশে পাশে অনেকেই তাই করছে। বর্তমানে ইউজার এভাবেই বারছে।
কেউ কি মাত্র দুই মাসের জন্য একটা মডেম বা সেট কিনবে? ওদের কার্যকালাপ হাস্যকর।
সিটিসেল নিয়া এরকম করে বললে কষ্ট লাগে তো ! আগে আমি ও ওদের নিয়ে এরকম ভাবে কথা বলতাম। এখন বলি না। কারন আমি মডেম কিনার ৪ মাসের মধ্যে ZTE88+ মডেম নষ্ট হয়ে গিয়েছিল। (তবে দোষ আমার। আমি সারাদিন মডেম পিসির সাথে কানেক্ট করে রাখতাম) তারপর আমি কাস্টমার কেয়ারে ঠিক করতে দিয়েছি। এরপর ওরা আমাকে সম্পূর্ণ নতুন একটি মডেম ডেলিভারি দিয়েছে। তখন থেকেই সিটিসেলের ভক্ত।
কেউ কি মাত্র দুই মাসের জন্য একটা মডেম বা সেট কিনবে?
আমার ধারনা ওরা টেস্ট করার জন্য এ কাজটি করেছে। যদি গ্রাহক ভালভাবে সাড়া দেয় তাহলে এটা সবসময়ের জন্য করে দিতে পারে। আমি জুম আল্ট্রা নিয়ে আশাবাদী। কারন প্রথমে এটার দাম ছিল সম্ভবত ৪৫০০ টাকা। তারপর ৩৫০০ । আর এখন ২৯৯৯। আবার ৫০% অফার ও দিয়েছে। সব মিলিয়ে ভালই। এখন আর ওয়াইম্যাক্স এর স্বপ্ন আর দেখি না। ঐটার যে দাম আমাদের দেশে সফল হতে সময় লাগবে।
স্বাধীন ভাই আমি ছোট ইউজার প্রথমেই বলেছি ১ জিবির নিচে মাস চলে যায়।
আমার মত 1GB এর ইউজারের সংখ্যা অনেক।
Citycell এর 800mb-275 taka সেই হিসেবে 1GB এর মুল্য 352 taka.
অন্য দিকে জিএসএম যে কোন অপারেটরদের অফার এর থেকে অনেক কম।
জিপি দিচ্ছে 180-240kbps মাত্র 300 টাকায়
এবং মডেমের কথা কি বলবো সস্তায় কিনা চায়না সেটগুলোও মোটামুটি ভাল মানের মডেম
মডেম কেনাটাই সবচেয়ে বড় ব্যাপার তাই না।
যারা শুধু নেট দিয়ে ফোরামে ঘুরে ফিরি তারা হাস্যকর বলবেই।
BANGLALINK AR NET AR PROBLEM HOLA SODO [email protected] a akta mail koron apnar mobile(personal+contact number) number dan mail a.dakben kom kora hola o 10 ber call korba.apnar net ar problem 3 din ar maja somadan korba.
আশরাফুল ভাই আপনার তথ্য বিশ্বাসযোগ্য নয় জিপিআরএস/এইজ এ কোনদিনও ৪৫ কেবিপিএস ডাউনলোড স্পিড পাওয়া সম্ভব নয় তবে ২/৩ সেকেন্ডের জন্য এই স্পিড পেতে পারেন কারন অনেক সময় ডাউনলোড ম্যানাজারের ক্যাশ জনিত সমস্যার কারনে এটা হয় ।
এখন আপনি হয়তো বলবেন কেন এই স্পিড পাওয়া সম্ভব নয় কারন এইজ এর সবোর্চ্চ ডাউনলোড স্পিড হতে পারে ২৯৭ kbps মানে ৩৭ KBPS ।সুতরাং ৩৭ এর উপরে কোনভাবেই উঠতে পারেনা ।আশা করি বুঝতে পারবেন ।
আমি টাংগাইল জেলার দেলদুয়ার উপজেলায় থাকি। গত এক বছর যাবত গ্রামীণ ফোননেট ব্যবহার করছি। কিন্তু স্পিড এতই কম যা বলার মত না। শত চেষ্টা করেও স্পীড বাড়াতে পারি নাই। এমনকি গ্রামীণ ফোন এর নেটের স্পেশালিস্ট টিম আমার এখানে এসেছিল। তারাও কোন সমাধান দিতে পারে নাই। ওদের পেছনে যে টাকা আমার খরচ হয়েছে তা দিয়ে নতুন একটি কম্পিউটার কিনতে পারতাম। এখন আপনারা বলুন কাকে বিশ্বাস করব।
সবার মন্তব্যই পড়লাম। আগে আমি জিপি’র ভক্ত ছিলাম,কিন্তু ওদের স্পীড দেখে আমার কান্না চলে আসত। যেহেতু চলতি পথে বা ব্যস্ততার কারনে কিছু সময়ের জন্যও আমি পিসি’র সামনে বসতে পারতাম না,সেহেতু মোবাইলে ব্রাউজ করে দরকারি সব কাজ সারতাম। আমার মোবাইল নোকিয়া হওয়াতে এবং স্ক্রীন ৩ ইঞ্চি’র উপরে অর্থাৎ বিশাল হওয়াতে পিসি’র সব কাজই সারতে পারি। তাই মোবাইলে নেট কানেকশনটা আমার জন্য ছিল Must. তাই জিপি ছেড়ে অন্য কিছুতে shift করতে পারছিলাম না। পরে Shift না করে আমি জুম আল্ট্রা কানেকশন নেই।
জুম আল্ট্রার দুর্দান্ত স্পীড দেখে মনে হয়েছে কেন আমি আগে এটা নিলাম না। জিপি দিয়ে ইন্টারনেট পেজ খুলতে মাঝে মাঝে কয়েক মিনিটের উপরে লেগে যেত। কোন কিছু ডাউনলোড করলে ডাউনলোড স্পীড ০০০.০৫ kbps অর্থাৎ ১ KBও না। আর জুম আল্ট্রা দিয়ে আমার স্পীড কখনো ১৬ KBPS(কিলো বাইট,কিলো বিট নয়)এর নিচে নামে না। আর জুম আল্ট্রা নেটওয়ার্কের বাইরে গেলেও জিপি’র চেয়ে বেশী স্পীড পেয়েছি। আমার মতে ইন্টারনেট ব্রাউজিং এর জন্য Zoom Ultra ই বেস্ট। সবার জন্য শুভ কামনা।
আমি Sky২৫৬ use করি মাসিক বিল ভ্যাট সহ ১,৪৩৬ টাকা। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বিল দিতে হয়। ডাউনলোড স্পিড ২৫ থেকে ৩৪ এর মধ্যে থাকে। আমি গত ছয় মাস যাবৎ Qubee use করতেছি। প্রথম ২ মাস একটু ঝামেলা করত মাঝে মঝে ১/২ ঘন্টার জন্য লাইন থাকতো না। মে মাস থেকে আর কোন সমস্যা নেই। একটি মজার ঘটনা, গত মাসে আমার বিল আসার কথা ১,৪৩৬ টকা কিন্তু আসে ১,০৭৫ টাকা আমি কাস্টোমার কেয়ারে বিল কম আসার কারণ জনতে চাইলে আমকে জনানো হলো যে,মে মাসে সারা ঢাকায় নেটওয়ার্ক আপডেটের কাজ করার ফলে আপনারা ঠিকমত কানেকশন পfননি তাই মোট বিল থেকে ২৫% ছাড় দেয়া হয়েছে। অথচ মে মাসে আমি Qubee তে খুব একটা সমস্যা পাইনি বরং আগের মাসের চেয়ে ভাল সার্ভিস পাইছি। আবার মে মাসে মাঝে মাঝে যে কনেকশনের সমস্যা হতে পারে তা আমাকে মোবাইলে SMS করে ১৫ দিন আগেই জনিয়ে দিয়েছিলো। গ্রাহকদের প্রতি কোন কম্পানির এতটা দায়িত্বশীল বর্তমান সময়ে কল্পনা করা যায় না। আর আমি মডেম কিনেছিলাম ৪,০০০ টাকা দিয়ে বর্তমানে ৩,০০০ টাকা হয়েছে বলে শুনেছি। Really i am satisfied to use qubee. I think qubee is the best Internet service………..Call. 04472278233. 01919778233
আর কেউ Qubee কিনতে চাইলে [email protected] এই Address টা রেফারেল হিসাবে use করলে খুশি হতাম।
http://www.gsmbd24.blogspot.com
ধন্যবাদ,
দুঃখের বিষয় আমি Zoom ব্যবহার করলেও সুবিধাটা নিতে পারছি না কারন কুষ্টিয়াতে এখনো Zoom ultra আসেনি।