সবাইকে শুভেচ্ছা, Techtunes এ এটা আমার প্রথম টিউন। তাহলে শুরু করা যাক…………
ইন্টারনেট হল জ্ঞানের মহাসমুদ্র । এমন কোন বিষয় নেই যা ইন্টারনেট এ পাওয়া যায়না । কিন্তু তার সবই ইংরেজীতে……ফলে মাঝে মাঝে আমাদের কিছু word এর meaning বুঝতে একটু problem হয় । এ problem দূর করার জন্য রয়েছে Google Chrome এর Google Dictionary(by google) নামক একটি দারুন Extension! এই extension ইন্সটল করার পর আপনি Chrome দিয়ে open করা কোন webpage এ….যে word এর meaning বুঝতে problem সেই word এর উপর double click করলে browser একটি small window তে word টার meaning show করবে ।
Download n install link: https://chrome.google.com/extensions/detail/mgijmajocgfcbeboacabfgobmjgjcoja?hl=en-US
Use করে ভালো লাগলে comment করবেন……
Bangla type একদম পারিনা বলে আমার লেখার সুবিধার জন্য বেশ কিছু এ English word add করতে হয়েছে ।Avro mouse use করে কোনমতে tune টা লিখলাম ।
সবাই ভাল থাকবেন……
আমি আলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য।