ফ্লাশ প্লেয়ার বিহীন ওয়েবসাইট দেখুন খুব সহজে…

সকলে কেমন আছেন,সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি

untitled

ভাইরে বাংলাদেশের যে নেট স্পীড ওয়েবসাইটে ফ্লাশ প্রযুক্তির কনটেন্ট থাকলে তা লোড হতে অনেক বেশি সময় লাগে। আবার ধীরগতির ইন্টারনেটে ফ্লাশ কনটেন্ট অনেক সময় লোড হয় না। ফ্লাশ কনটেন্ট ছাড়াই দেখতে পারেন নির্দিষ্ট ওয়েবসাইট। এ জন্য মজিলা ফায়ারফক্স ইন্টারনেট ব্রাউজারে একটি অতিরিক্ত অ্যাড-অনস যুক্ত করে নিতে হবে। প্রথমে https://addons.mozilla.org/en-US/firefox/addon/433 ঠিকানার ওয়েবসাইট থেকে অ্যাড-অনসটি ফায়ারফক্সে যুক্ত করে নিন এবং ফায়ারফক্স রিস্টার্ট করুন।

আর ভাল লাগলে আবশই কমেন্ট করবেন

Level 2

আমি সাইফুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনে চলার পথে আনেক বাধা আসবে, সেই বাধাকে অতিক্রম করে বাঘের মত এক দিন বাচ, আর পৃথিবীর বুকে দাগ কেটে যাও নাম লিখে যাও স্বন্রাক্ষরে http://idmfordownload.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanx

ধন্যবাদ ।

ধন্যবাদ সাইফুর ভাই ।

হায়রে হায় কি টিউন করলেন, আমার ওয়েব ডিজাইনকে তো ডুবাইয়া দিবেন। অনেক সময় এই ফ্ল্যাশ প্লেয়ার গুলো অনেক গুরুত্মপূর্ণ। এই ফ্ল্যাশবিহীন ওয়েবসাইট দেখতে যেয়ে আপনি বিভিন্ন ফিচার থেকে বঞ্চিত হবেন। যেমন কোন একটি সাইটে চ্যাটবক্স আছে, যা ফ্ল্যাশ প্লেয়ার দিয়ে চলে, ফলে আপনি চ্যাট করতে পারছেন না।এ ছাড়াও আরও অনেক কিছু আছে। তাই ফ্ল্যাশপ্লেয়ার অনেক গুরুত্মপূর্ণ।
আর যারা তাদের ওয়েবসাইটে ফ্ল্যাশ প্লেয়ারের বিভিন্ন কনটেন্ট লাগায়, তাদের চেষ্টা করা উচিত কম কিলোবাইটের ফ্ল্যাশ কন্টেন্ট লাগানো। না হলে সাইট লোড হতে দেরি নিবে, ফলে ভিজিটর বিরক্ত হবে।

সরি, আমার কমেন্টটাকে বোল্ড করতে বাধ্য হলাম।

    স্বাধীন ভাই বাংলাদেশের যে নেট স্পীড অনেক সময় ওয়েবসাইটে ফ্লাশ প্রযুক্তির কারনে নিজেরই মেজাজ খারাপ হয়ে যায়

    কেন ভাই স্বাধীন

বাংলাদেশের যে নেট স্পীড, সেই হিসেবে সাইফুর রহমান ভাই এর সাথে একমত।

    ভাইরে এই কষ্ট কি ভাবে যে বুজাই, আপনাকে ধন্যবাদ আউয়াল ভাই আমার কষ্ট বুজেছেন…………………

    বুঝবেনা আমরা সবাইতো একই নৌকার যাত্রী।

সবাই তো ডিজিটাল ডিজিটাল গাই নেটের কেন এত বারটা ।

    দেলোয়ার খতিবী ভাই, আমরা ঠেক মারায় প্রথম হই,আর চাপা বাজিতে প্রথম হব না এটা কি হয়। আর আমাদের প্রযুক্তির ত দরকার নাই তাই নেটের এত স্পীড দিয়ে কি হবে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ফ্ল্যাশ না থাকলে ভাল্লাগে না

ফ্ল্যাশ ছাড়া একটা দিনও কি আমাদের চলে? আবার ফ্ল্যাশ ছাড়াও চলে না। যখন যেখানে যেমন। অনেক ধন্যবাদ। কাজের টিউন।

ধন্যবাদ সুন্দর addons টি শেয়ার করার জন্য।