সকলে কেমন আছেন,সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি
ভাইরে বাংলাদেশের যে নেট স্পীড ওয়েবসাইটে ফ্লাশ প্রযুক্তির কনটেন্ট থাকলে তা লোড হতে অনেক বেশি সময় লাগে। আবার ধীরগতির ইন্টারনেটে ফ্লাশ কনটেন্ট অনেক সময় লোড হয় না। ফ্লাশ কনটেন্ট ছাড়াই দেখতে পারেন নির্দিষ্ট ওয়েবসাইট। এ জন্য মজিলা ফায়ারফক্স ইন্টারনেট ব্রাউজারে একটি অতিরিক্ত অ্যাড-অনস যুক্ত করে নিতে হবে। প্রথমে https://addons.mozilla.org/en-US/firefox/addon/433 ঠিকানার ওয়েবসাইট থেকে অ্যাড-অনসটি ফায়ারফক্সে যুক্ত করে নিন এবং ফায়ারফক্স রিস্টার্ট করুন।
আর ভাল লাগলে আবশই কমেন্ট করবেন
আমি সাইফুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনে চলার পথে আনেক বাধা আসবে, সেই বাধাকে অতিক্রম করে বাঘের মত এক দিন বাচ, আর পৃথিবীর বুকে দাগ কেটে যাও নাম লিখে যাও স্বন্রাক্ষরে http://idmfordownload.blogspot.com
Thanx