বাংলালিংক এ নিয়ে নিন মোট ৭৮ এমবি ইনটারনেট ২৬ এসএমএস ২৬ এমএমএস একদম ফ্রী !আর আছে ১০ টাকায় ১০০ মেগাবাইট।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তেমন ভালো নাই সামনে আমার এইচ,এস,সি পরীক্ষা । তো বুঝতেই পারছেন অনেক চাপে আছি । আপনারা আমার জন্য দোয়া করবেন যেন ভালো পরীক্ষা দিতে পারি। ভালো রেজাল্ট করেতে পারি । অনেক কথা বলে ফেলাম কাজের কথায় আশি বাংলালিংক ব্যাবহারকারিরা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাচ্ছেন মোট ৭৮ এমবি ইনটারনেট , ২৬ এসএমএস, ২৬ এমএমএস একদম ফ্রী !!

আপনি এই ৭৮ মেগার মধ্যে ২৬ এমবি পাবেন ইনটারনেট ডাটা ২৬ এমবি ফেসবুক ব্যাবহার এর জন্য ২৬ এমবি পাবেন Whatsapp ব্যাবহার করার জন্য ।

এজন্য সুবিধা পেতে হলে মেসেজ অপশন এ যেয়ে লিখুন  reg  এবং পাঠিয়ে দিন ২৫০০ নম্বরে ।

ফিরতি এসএমএসে আপনাকে নিবন্ধন সফল হয়েছে জানিয়ে দিবে ।

এবার আরামসে ব্যাবহার করুন ।

এবার আসি ১০ টাকায় ১০০ মেগাবাইট নিয়ম

বাংলালিংক এর সুপার অফার।বাংলালিংকে ১০টাকায় ১০০ MB । শুধু ডায়াল করুন-*222*1*15#এবং এটা ডিএকটিভ করতে ডায়াল করুন-*222*2*15#বি:দ্র: এটার জন্য আপনাকে প্রথমে Banglalink Playপেকেজ একটিভ করতে হবে।To Activate Banglalink Play Package Go to msgand Type"p"Send free sms to 9999 or Dial*999*1*147# (free)... .

মানুষ মাত্র ভুল , ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

* সময় পেলে আমার ফোরাম সাইটে ঘুরে আসতে পারেন  ফী নেট , হ্যাকিং টিপস সাইট  এখানে

এছাড়া আমার সাথে যোগাযোগ করুন ফ্রেসবুকে আমি

 

Level 0

আমি মোঃ জুয়েল খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ১০ টাকায় ১০০ মেগাবাইট কিভাবে দেখবো ?

Level 0

১০ টাকায় ১০০ মেগাবাইট ফেইসবুক প্যাক। এটি ডিফল্ট ব্রাউজার দিয়ে ব্যবহার করতে হবে। অন্যথায় টাকা কাটবে।

Md. Jewel Khan আপনি একটা fal2 লোক| 10 টাকায় 100 MB :- এটা যে ফেসবুক প্যাক উল্লেখ করেন নাই কেন? ফাজলামি করার জায়গা পান না? আমার 11.50 টাকা গেল গেল তার সাথে বাকি সব টাকাও বাঁশ গেল| বিস্তারিত না জেনে না শুনে না বুঝিয়ে কখনও পোস্ট করবেন না| আশাকরি, পরবর্তী পোস্ট করার সময় সচেতন হবেন|