আশা করি সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় ভালই আছি। ইন্টারনেটে ব্লগিং করে আয় রোজগার করা যায় এটা অনেক দিন ধরেই শুনে আসছি। গত প্রায় ২ বছর ধরে অনেক চেস্টা করেছি। মার্কেট থেকে ব্লগিং এর উপরে বেশ কিছু সিডি/ডিভিডি কনে গো গ্রাসে গিলেছি। টাকা দিয়ে ডোমেন কিনে মাসে মাসে ডোমেনের ভাড়া বাবদ টাকা দিয়েছি কিন্তু আমার কোন আয় রোজগার হয়নি।অনেক অনেক সময় ব্যয় করেও ১ বছরে adsense এর মাধ্যমে ১০ ডলারও আয় হয়নি। তাই এক সময় বাদ দিলাম এ সব,অনেক হয়েছে। অফিসিয়াল ব্যস্ততার ফাকে ব্লগিং এ মজা পেয়েছিলাম,পরে বুঝলাম ওসব শুধুই মরিচিকা।
ডোমেন কেনার পাশাপাশি blogspot এ একটা সাইট বানিয়েছিলাম। কিন্তু এটাতে খুব একটা সময় দেয়া হত না। আগেরটা বাদ দেয়াতে blogspot টার পেছনে মাঝে মাঝে সময় দেয়ার চেস্টা করলাম সাধের বশে। মোবাইল নিয়ে আমার সাইট টা কেমন সেটা আমি বলতে পারব না, আপনারাই ভাল বলতে পারবেন। আপনারা সময় করে ভিজিট করে যদি কিছু সাজেশন দেন সেটাই আমার কাজে লাগবে। আশা করি আপনারা আমাকে আপনাদের মুল্যবান মতামত দিয়ে সাহায্য করবেন।
আমি সুপারম্যান৭৮৬। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন টেক পাগল মানুষ। কবে যে এ দেশ ডিজিটাল বাংলাদেশ হবে সেই দিনের আশায় বসে আছি।
আপনার সাইটটি দেখলাম। লোড হতে একটু বেশী সময় লাগে। সাইটটি ভালো। লেগে থাকুন। দয়া করে হাল ছাড়বেন না।