ব্লগিং করে সত্যিই কি অর্থ আয় করা যায়?

আশা করি সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় ভালই আছি। ইন্টারনেটে ব্লগিং করে আয় রোজগার করা যায় এটা অনেক দিন ধরেই শুনে আসছি। গত প্রায় ২ বছর ধরে অনেক চেস্টা করেছি। মার্কেট থেকে ব্লগিং এর উপরে বেশ কিছু সিডি/ডিভিডি কনে গো গ্রাসে গিলেছি। টাকা দিয়ে ডোমেন কিনে মাসে মাসে ডোমেনের ভাড়া বাবদ টাকা দিয়েছি কিন্তু আমার কোন আয় রোজগার হয়নি।অনেক অনেক সময় ব্যয় করেও ১ বছরে adsense এর মাধ্যমে ১০ ডলারও আয় হয়নি। তাই এক সময় বাদ দিলাম এ সব,অনেক হয়েছে। অফিসিয়াল ব্যস্ততার ফাকে ব্লগিং এ মজা পেয়েছিলাম,পরে বুঝলাম ওসব শুধুই মরিচিকা।

ডোমেন কেনার পাশাপাশি  blogspot এ একটা সাইট বানিয়েছিলাম। কিন্তু এটাতে খুব একটা সময় দেয়া হত না। আগেরটা বাদ দেয়াতে blogspot টার পেছনে মাঝে মাঝে সময় দেয়ার চেস্টা করলাম সাধের বশে। মোবাইল নিয়ে আমার সাইট টা কেমন সেটা আমি বলতে পারব না, আপনারাই ভাল বলতে পারবেন। আপনারা সময় করে ভিজিট করে যদি কিছু সাজেশন দেন সেটাই আমার কাজে লাগবে। আশা করি আপনারা আমাকে আপনাদের মুল্যবান মতামত দিয়ে সাহায্য করবেন।

Level 0

আমি সুপারম্যান৭৮৬। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন টেক পাগল মানুষ। কবে যে এ দেশ ডিজিটাল বাংলাদেশ হবে সেই দিনের আশায় বসে আছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার সাইটটি দেখলাম। লোড হতে একটু বেশী সময় লাগে। সাইটটি ভালো। লেগে থাকুন। দয়া করে হাল ছাড়বেন না।

Level 0

সাইট ভাল হয়েছে। কিন্তু প্রতিদিন সাইটে ভিজিটর কেমন সেটা জানাগেল না। যাই হোক ভিজিটর না থাকলে ভিজিটর বাড়ানর জন্য এস.ই.ও করেন বেশি বেশি। মনে রাখবেন সাইট বানাতে আপনি যত সময় দিবেন তার চেয়ে ৭ গুন বেশি সময় দিবেন এস.ই.ও-র জন্য। বুঝতেই পারছেন এখন কমপিটিসন অনেক। এই কমপিটিসনে টিকে থাকার একমাএ উপায় এস.ই.ও। আর হা মোবাই সাইট অনেক আমার নিজের ও মোবাইল সাইট রয়েছে সেটা পেজ রেংক ৪ এ। আর একটি সাইট নিয়ে কাজ করলেই চলবে না মানসম্মত সাইট আরো বাড়ান। কাজ করেন টাকা একসময় না একসময় আসবেই। আমার নিজের ও একসময় হতাশাম মধ্যে কেটেছিল, আমি যেহেতু পেরেছি আপনি ও পারবেন। আপনার প্রতি শুভকামনা রইল।

এই জিনিসগুলারে আমার কামের চেয়ে আকাইম্যাই বেশী মনে হয়। গুগল এডসেন্স, অনলাইনে আয়ঃ আমার অপছন্দের বিষয় যে কারণে

Level 0

সাইট ভাল হয়েছে। কিন্তু প্রতিদিন সাইটে ভিজিটর কেমন সেটা জানাগেল না। যাই হোক ভিজিটর না থাকলে ভিজিটর বাড়ানর জন্য এস.ই.ও করেন বেশি বেশি। মনে রাখবেন সাইট বানাতে আপনি যত সময় দিবেন তার চেয়ে ৭ গুন বেশি সময় দিবেন এস.ই.ও-র জন্য। বুঝতেই পারছেন এখন কমপিটিসন অনেক। এই কমপিটিসনে টিকে থাকার একমাএ উপায় এস.ই.ও। আর হা মোবাই সাইট অনেক, আমার নিজের ও মোবাইল সাইট রয়েছে, সেটা পেজ রেংক ৪ এ। আর একটি সাইট নিয়ে কাজ করলেই চলবে না মানসম্মত সাইট আরো বাড়ান। কাজ করেন টাকা একসময় না একসময় আসবেই। আমার নিজের ও একসময় হতাশাম মধ্যে কেটেছিল, আমি যেহেতু পেরেছি আপনি ও পারবেন। আপনার প্রতি শুভকামনা রইল।

আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাহায্য-সহযোগিতা পেলে হয়তো আমি এগিয়ে যেতে পারব ইনশাল্লাহ। আপনাদের প্রতিও আমার শুভ কামনা রইল।

Level 0

রনি পারভেজ ভাই এর সাথে আমি সহমত

    Level 0

    আপনাদের ধারনা সম্পূর্ন ভূল। আমাদের টেকটিউন্সে এমন অনেক টিউনার রয়েছে যাদের প্রতিমাসে ইনকাম রয়েছে ৬০০$+। আমি তদের আনুমতি ব্যতিত তাদের নাম বলবনা। আপনারা নিজেরাই খোজ নেন জানতে পারবেন।

Level 2

আমারও এডসেন্স আর্নিং খুব একটা ভাল লাগে না। সখের বসে একটা ব্লগসাইট করেছি বাংলা এস.এম.এস, কবিতা নিয়ে, এইত। সখের বসে করেছিলাম। এখন facebook এ ১৩০০+ লোক like করেছে। অনেকেই লিখছে। এখন ব্লগিং করে মজা পাচ্ছি।

হ্যা, আপনার সাইটটা ভাল লাগেছ।

হ্যা ভাই চালিয়ে যান। হাল ছাড়বেন না।

আপনার ধারনাটা পরিস্কার হতে পার এই ব্লগটি দেখলে http://earnhelp.com/ ।ধন্যবাদ।

ব্লগিং করে সত্যিই কি অর্থ আয় করা যায়? হ্যা, যায় ভাইজান, আমিও Blogging এর পিছনে অনেক সময় নষ্ট করেছি, অবশেষে গুগল এডসেন্স থেকে সফল হয়েছি, গত মাসেও ১৮৫.১৪৳ পেয়েছি এমাসে পাবো ২২৮.১৬৳ বিশ্বাস না হয়ে আমার ওয়েব সাইটে গিয়ে চেক গ্যালারী ভিজিট করেন ‍‌– http://bdhome24.ucoz.com/