আসসালামুয়ালাইকুম । কেমন আছেন আপনারা সবাই ? আশা করি অনেক ভালো আছেন । আমি ভালো আছি । এখন তো এমন অবস্থা ডাউনলোড বন্ধ করার টাইম ই পাই না 😉 ।
আজকে আপনাদের কে একটি অনলাইন স্টোরেজ ক্লাউড এর কথা বলবো । এর সাথে অনেকেই পরিচিত তবে এর নতুন বৈশিষ্ট্য গুলো আমাদের জানা নেই কিন এর আগে আমাদের কিছু জিনিষ জানা থাকতে হবে
অনলাইন ক্লাউড স্টোরেজ হল এমন একটি ফিচার যা দ্বারা আপনি আপনার ফাইল যেকোনো সময় যেকোনো জায়গায় পেতে পারেন আপনার কম্পিউটার এর দূরে । অনেকটা পেন্ড্রাইভ এর মতো । তবে এর জন্য আপনার ইন্টারনেট সেবায় অন্তর্ভুক্ত থাকা চাই । এর একমাত্র কারন আপনার ফাইল গুলো অনলাইন এই থাকে । হেহেহে । আপনি মনে করেন আপনার কম্পিউটার থেকে কিছু ছবি এই অনলাইন ক্লাউড স্টোরেজ এ রাখলেন , এখন আপনি আজকে চিটাং যাবেন । তো ওখানে আপনার এই ছবি গুলো প্রয়োজন । খুব সহজেই আপনি সেই ফাইল গুলো অন্য কোনো কম্পিউটার থেকে এক্সেস করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই । এবং এখন তো ক্লাউড স্টোরেজ সেবা দেওয়া প্রতিষ্ঠান গুলো মোবাইল অ্যাপ ও বানিয়েছে । কাজেই এখন আপনার ছবি ও অন্যান্য জিনিষ থাকবে আপনার হাতের মুঠোয়...... মেঘে 😛
একটি উক্তি আছে "Idiots Idiots Everywhere" তা থেকেই এই বুদ্ধি মাথায় এলো । এখন অনলাইন এ এতোই ক্লাউড স্টোরেজ সেবা যে অনেকেই থত্মত খেয়ে যায় কোনটি ভালো । একসময় ড্রপবক্স মানুষ এর মন জয় করলেও এর ক্রটি গুলো মানুষ কে আশঙ্কার মাঝে ফেলেছে । মিডিয়াফায়ার এ এখন রিজিউমসাপোর্ট ডিস্টার্ব করে এবং রিয়েল টাইম ফাইল নেই । পৃথিবী তে ক্লাউড স্টরেজ সেবার অভাব নেই । কিন্তু আপনার ব্যাক্তিগত ফাইল গুলো সুরক্ষিত আছে নাকি এটির ও গেরেন্টি দেওয়া লাগে ।
জি !!! মনে হয় কোথায় যেনো দেখেছেন ??? হ্যা !! এটি মাইক্রোসফট এর স্কাইড্রাইভ । তো এর নাম ওয়ান্ড্রাইভ কেনো ???
মাইক্রোসফট এর স্কাইড্রাইভ নাম টি রেজিস্টার ট্রেডমার্ক এ একটু গোলমাল করেছিলো আর এর উপর মাইক্রোসফট কেস হেরে যায় 🙁 । তাই তাদের কে এই ফিচার এর নাম বদলিয়ে স্কাইড্রাইভ থেকে ওয়ানড্রাইভ করতে হয় । কিন্তু ফিচার এ কোনো পার্থক্য নেই 😀
চলুন ওয়েবসাইট এর একটি বর্ননা দেখে নেই
ওয়ানড্রাইভ
ক্লাউড স্টোরেজ
এসএসএল প্রটেকশান , লোকেশান রিকগ্নাইজার
মাইক্রোসফট
৭ জিবি ফ্রী ( ১০.৫ জিবি ও ফ্রী পাবেন)
আছে
আছে
নিচে পাবেন 😛
ওয়ানড্রাইভ হলো মাইক্রোসফট এর একটি অনলাইন ক্লাউড স্টোরেজ সেবা । এর মাধ্যমে আপনি আপনার ছবি , জরুরি ডকুমেন্ট যেকনো জায়গায় এক্সেস করতে পারবেন যখন ইচ্ছা । এটির রিয়েল টাইম ফাইল ডেলিভারি সত্যিই অসাধারন । এর সবচেয়ে বড় আকর্শন হল এর ইন্টারফেস যা অনেকটাই ফ্রেন্ডলি । আপনাকে কোনো ঝামেলাই পোহাতে হবে না । এটি আপনার ছবি , ফাইল, গান ইত্যাদি কে রাখবে সুরক্ষিত । এটির লিঙ্ক টু ফাইল ফিচার দিয়ে খুব সহজেই শেয়ার করতে পারবেন আপনার ফাইল আপনার বন্ধুর সাথে । আপনার ফাইল কখনো ডিলিট হবে না যদি আপনি কোন অবৈধ ফাইল রাখেন 😛 । অবৈধ মানে CR*CK , PAT*H, ইত্যাদি বুঝাচ্ছি । আপনি প্রথমে ৭ জিবি ফ্রী পাবেন। খুব অল্প টাকার বিনিময়েই আপনি আপনার স্টোরেজ বাড়িয়ে নিতে পারেন যদিও তার দরকার হবে বলে মনে হয় না ।
এর কিছু উল্লেখযোগ্য ফিচার নিচে বলা হলো
আপনার মোবাইল , ল্যাপটপ , ট্যাব্লেট , আই ফোন , আই পড যেকোনো ডিভাইস কে অয়ান্ড্রাইভ এর সাথে জুড়ে দিন । দেখবেন আপনার ছবি অটোমেটিক আপ্লোড হয়ে যাবে 😀 । আপনার তাই সব ছবি , জীবন এর সব মুহুর্ত ই থাকবে অয়ান্ড্রাইভ এ । সাইন আপ করলেই আপনি ৭ জিবি ফ্রী স্টোরেজ পাবেন এবং আপনার ক্যামেরা কে অয়ান্ড্রাইভ এর সাথে যুক্ত করলে আরো ৩ জিবি !!! তো দেরি কেনো ????
আপনার সব ডকুমেন্ট এর ব্যাকাপ রাখুন !!! আপনার যদি অফিস ইন্সটল করা থাকে তাহলে আপনি অয়ান্ড্রাইভ ইন্সটল করলে অফিস এ যখন কোনো ডকুমেন্ট সেভ করতে যাবেন , ডকুমেন্ট টি ডাইরেক্ট অয়ান্ড্রাইভ এ সেভ করার অপশান আসবে । মানে অটো ব্যাকাপ আপনার ডকুমেন্ট এর !!!!!
পুরো একটি ফোল্ডার শেয়ার করুন আপনার বন্ধু দের সাথে । কোনো সমস্যা নেই । এটি আপনার ফোল্ডার কে ঠিক যেভাবে আপনার কম্পিউটার এ আছে সেভাবেই রাখবে । আপনার বন্ধুদের একটি ছবির ফোল্ডার দেখাতে চান ? ফোল্ডার এর লিঙ্ক টি তাদের দিয়ে দিন । তারা শুধু ওই ফোল্ডার দেখতে পারবে । আপনার বাকি সব থাকবে প্রাইভেট
সব ই তো করতে পারছেন তাই আর দেরি কেনো? এমন কি আপনার যদি একটি এক্সবক্স থাকে , সেখানেও অয়ান্ড্রাইভ ব্যাবহার করতে পারবেন ।
অয়ান্ড্রাইভ সব ডিভাইস ই সাপোর্ট করে । নিচে থেকে তাও দেখে নিতে পারেন । যদি আপনার ডিভাইস সাপোর্ট না করে ( জাভা ) তাহলে দুঃখ নেই কারন এটির অয়েবসাইট ভিউ আছেই । নিচে আরো বিস্তারিত পাবেন
আপনার ডেস্কটপ , ল্যাপ্টপ এ এটি খুব সহজেই চলবে । এমন কি ম্যাক হলেও
আপনার আন্ড্রয়েড ফোন এয়ো খুব ভালোই কাজ করবে
আই ফোন এয়ো চলে
স্কাইড্রাইভ দু ভাবে কাজ করে ।প্রথম , আপনি অয়েবসাইট এ গিয়ে আপনার ফাইল আপ্লোড করুন । এদের অয়েবসাইট এর ইন্টারফেস খুব চমৎকার !! বিশ্বাস না করলে নিচে দেখুন
দ্বিতীয়ত , স্কাইড্রাইভ সফটওয়ার ইন্সটল করে । এটি উইন্ডোজ ৮.১ এ আগে থেকে ইন্সটল করা আছে তাই আপনারা এখন থেকেই ব্যাবহার করতে পারেন এটি
এটি ইন্সটল করলে আপনার দিস পিসি তে এরকম একটি ড্রাইভ আসবে
এখানে আপনি যাই রাখবেন তা অটোমেটিকেলি সিঙ্ক হয়ে আপনার ড্রাইভ এ চলে যাবে 😀 । মানে মজাই মজা ।
অয়ান্ড্রাইভ এর সিকিউরিটি অনেক হাই । এটি সিকিউর কানেকশান ব্যাবহার করে । এমন কি আপনি মনে করেন ঢাকা থেকে অয়ান্ড্রাইভ এ ঢুকেন । আপনি চিটাগাং গেলে , আপনি ঢুক্তে পারবেন না !!! আপনাকে মোবাইল দিয়ে ভার্টিফাই করতে বলবে মানে পাওারফুল সিকিউরিটি
প্রথমে আপনাদের সাইন আপ করতে হবে । এখান থেকে সাইন আপ করুন ।
তারপর ডাউনলোড করুন
http://go.microsoft.com/fwlink/p/?LinkId=248256
http://go.microsoft.com/fwlink/?LinkId=248255
http://go.microsoft.com/fwlink/p/?LinkID=259455
http://go.microsoft.com/fwlink/p/?LinkId=232802
http://go.microsoft.com/fwlink/p/?LinkId=232803
এতো কষ্ট করে লিখলাম ... একটি কমেন্ট করে যাবেন
ধন্যবাদ
আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tnx