আমরা যারা ব্লগিং করি তারা মোটামুটি সবাই জানি যে কন্টেন্ট বলতে কি বুঝায়। কিন্তু কন্টেন্টের সংজ্ঞা সম্পর্কে সবার ধারণা সঠিক নয়। আমরা অনেকেই কন্টেন্ট বলতে শুধু টেক্সটকেই বুঝি । আসলে কি তাই? না, আসলে তা নয় । কন্টেন্ট শব্দটির মানে ব্যাপক কিন্তু আমরা অত ব্যপকতায় যাবনা । কিন্তু, যেটুকু না জানলেই নয় সেটুকু আমি বলছি । আমরা কন্টেন্ট বলতে মুলতঃ তিনটি জিনিসকেই বেশি ব্যবহার করি আর তাহলো টেক্সট, ছবি, আর ভিডিও । যেমনঃ আমি এখানে যে কথাগুলো লিখেছি তা হচ্ছে টেক্সট কন্টেন্ট আর নিচের গুলো হচ্ছে ছবি ও ভিডিও কন্টেন্ট । এ ছাড়াও আরও কিছু কন্টেন্ট আছে যেগুল হল ঃ এনিমেশন কন্টেন্ট, অডিও কন্টেন্ট, ফ্ল্যাশ কন্টেন্ট ইত্যাদি ।
Image Content দেখতে হলে এখানে যান IMAGE CONTENT
ভিডিও কন্টেন্ট দেখতে হলে এখানে যান Video Content
সুতরাং, কন্টেন্ট বলতে আমরা এতদিন যা বুঝতাম তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেই । আজ থেকে আমরা জানবো , কন্টেন্ট প্রধানতঃ তিন প্রকার । ১) টেক্সট কন্টেন্ট ২) ছবি (ইমেজ) কন্টেন্ট ৩) ভিডিও কন্টেন্ট ।
আশা করি, সবাই ভাল ভাবেই বুঝতে পেরেছেন ।
আমি ফেসবুকেঃ রানা ভাই
তথ্যসূত্র ঃ সব কিছুই এখন ইন্টারনেটে
আমি আব্দুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।