একবার এক মাইয়ার মা আমারে কইছিলো আমার মাইয়ার লগে তুমার বিয়া দিতাম কিন্তু তোমার তো বাবা কুনু স্টাটাস নাই তাই দিবার পারতেছি না রাস্তা মাপো...
তারপর থিকা ফেসবুকে স্টাটাস দিতাম। এহন কইতে পারি আমার স্টাটাস আছে। কিন্তু সমস্য হইলো মাইয়ার বিয়া হয়া গেছে।
ইদানিং দেখি প্রায় সবাই টিভি চ্যনেল বানায় আর শেয়ার দেয়, তাই আমারও মনে খায়েস জাগলো তাই আমিও একটা বানায়ে ফেল্লাম, এহন আমিও টিভি চ্যানেলের মালিক হে হে হে এবার আমার স্টাটাস নিয়া আর কুনু সমস্যা থাকলো না, এবার দেহি আমার বিয়া কেমনে আটকায়.. বিয়া এবার নিশ্চত.. আগাম দাওয়াত দিলাম সবাইরে...
আমি mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যা কতা তুমি কইছো আর কাউরে কতি যেও না, এমুন ক্যা,,,,ন খাবা যে টেকটিউনে আসার রাস্তা ভুলি যাবা।