সালাম জানিয়ে শুরু করলাম মজার ও সুন্দর একটি টিউন। আজকের টিউন QR কোড নিয়ে। QR কোডটা কি আসলে আমি নিজেই পুরোপুরি এখনও বুঝিনা। তবে এতটুকু বলতে পারি যা দেখে আশা করি বুঝে ফেলবেন। খেয়াল করছেন কি না একটু মনে করতে চেষ্টা করুন যে, অনেক সময় আমরা বিভিন্ন কোম্পানী তাদের প্রোডাক্টের নিচে জালি (নেট) এর মত কতগুলো
কালো বক্স দেখতে পাই। মূলত ওটাই হলো তাদের প্রোডাক্ট নামের বা সিরিয়াল কোডের QR কোড। নিচে দুইটা ছবি দেখুন আশা করি বুঝে ফেলবেন.................
জিনিসটা কি আশা করি এতক্ষনে বুঝে ফেলেছেন। উপরে যা দেখতেছেন এগুলো এমনি এমনি কিছু নয় বরং এগুলোই হলো কোম্পানীগুলোর বিভিন্ন প্রাইজ, সিরিয়াল, প্রোডাক্ট নাম এর QR কোড। । তো এবার শুরু করা যাক কিভাবে আপনি আপনার প্রোডাক্টের নাম দিয়ে QR কোড তৈরী করবেন। এ কাজটি করতে প্রথমে এখানে ক্লিক করুন, নিচের মত দেখবেন......................
এবার টেক্সট বক্সে আপনার প্রোডাক্টের নাম লিখুন এবং ডান পাশের download এ ক্লিক করুন আর দেখুন আপনার QR কোডটি ডাউনলোড হয়ে গেছে। কি বলেন, কাজটা খুবি সিম্পল না???????????
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্রাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন..............................
আমার ব্লগে ঘুরে আসতে পারেন.........................................
আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।
kono software ase?