অনেকেই হয়ত টেকটিউনস থেকে GP এর 10টাকায় 500MB offer সম্পর্কে জানতে পেরেছেন এবং নিয়েছেন . আমি এ অফারের অন্তভুক্ত থাকার পরও পেলাম না . আজ বিকালে আমি অফারটি সম্পর্কে জানতে পারি এবং ট্রাই করলাম এবং নিচের মেসেজটি পেলাম
এরপর ব্যালেন্স চেক করলাম এবং দেখলাম যে 10.5 টাকা আছে . তো দোকানে গেলাম এবং রিচার্জ করে আবার ট্রাই করলাম . কিন্তু মেসেজ আসলো
Thank you for requesting . This request is valid for first time registration only….
এরপর যতবার ট্রাই করলাম ততবার একই মেসেজ পেলাম . এরপর কাস্টমার কেয়ারে ফোন দিলাম . তারা বলল যে অফারটির জন্য শুধু একবারই request করা যাবে . আমি যেহেতু একবার করে ফেলেছি এবং সে সময় আমার balance পর্যাপ্ত না থাকার কারনে আমি পাই নি তাই আমি আর এটা পাব না । আমি বললাম যে একবারই যদি হয় তাহলে TRY AGAIN লেখাটা কেন আসলো । নিচে খেয়াল করুন
এর জবাবে তিনি বললেন যে এবার থেকে সতর্ক হইতে । আর শিক্ষা নিতে । এখন বলেন সব করল তারা আর আমাকে বলে শিক্ষা নিতে ।
অনেকেই বলবেন যে দোষ আমারই । হ্যা দোষ আমার । আমি ব্যালেন্স চেক না করে কেন request পাঠালাম । কিন্তু মেসেজে try again লেখা কেন লিখল ? এটাকি ভন্ডামি নয় ?এবার বিচার করার দায়িত্ব আপনাদের .
আর হ্যা আমি নাচতে জানি না তাই উঠান অবশ্যই বাকা
আমি স্বপ্নবাদী সিফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম মাহমুদ উর রশীদ ।আমি কুমিল্লা জিলা স্কুলের দশম শ্রেণীতে পড়ি । আমার ইচ্ছে FREELANCING করে নিজের টাকায় পড়াশোনা করা যদিও আমার মা-বাবা আর ভাইয়া আমার পড়ালেখার পেছনে টাকা-পয়সা ব্যয় করতে কোনো কার্পন্য করেন না । তাই আমি web designing ও development এর কাজ শিখে চলেছি । আমার বিশ্বাস...
╔══╗─╔═════╦══╗
║──║─║──║──║──║
║──║─║──║──║──║
║──╚═╣──║──║──╚═╗
║────║─────║────║
╚════╩═════╩════╝