ইন্টারনেট ব্যবহার করছেন কিন্তু এর সিকিউরিটির দিকে খেয়াল করেছেন কতটুকু??? সমাধান এখানেই by LuckyFM

আসসালামুয়ালাইকুম,

পবিত্র দিনে আবারো হাজির হলাম আপনার পিসিকে পবিত্র রাখার প্রত্যয়ে।

আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব ESET NOD32 SMART SECRITY 4 এর সঙ্গে।

আগে এর কিছু বৈশিষ্ট্য দেখব। তো চলুন শুরু করা যাক।

বৈশিষ্ট্যঃ

১. এন্টিভাইরাস প্রটেকশন

২. এন্টি-স্পাইওয়ার প্রটেকশন

৩. এন্টি-স্প্যাম প্রটেকশন

৪. পারসোনাল ফায়ার ওয়াল

৫. কার্যকর কিন্তু পিসিকে কখনো স্লো করে না

৬. অটো আপডেট নেয়

৭. নেট থেকে আপনি পিসিতে ভাইরাস জাতীয় কিছু নামানোর আগেই কিল প্রোসেস

৮. বাকিটা আপনারাই ব্যবহার করে বুঝে নিন (আমি নিযে এটার ব্যবহারকারি)

৯. আমিই প্রতি দিন/ সপ্তাহে/ মাসে User name আর Password দিব (বোনাস)।

এবার চলুন কিছু স্ক্রীণশট দেখে নিই

Eset Nod32 by LuckyFM

Eset Nod32 by LuckyFM
Statics of Nod32
Statics of Nod32
Scanning Process by LuckyFM Update Database by LuckyFM User name & Password will b given by LuckyFM Verifying Liecense validity by LuckyFM

এবার ডাউনলোডের পালা

Eset Smart Security 4 by LuckyFM with username.rar

তো সকলের সুস্বাস্থ্য কামনা করে এই পর্যন্তই।

পোষ্টটি কেমন লাগল জানাতে ভুলবেননা কিন্তু

শেষে একটা বোনাস দেই সকলকে

Eset Nod 32 User Name & Password by LuckyFM Update-18-01-2010

-আল্লাহ হাফেজ

Level 0

আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

লাকী এফ এম ভাই, আমি Kaspersky Anti-Virus ব্যবহার ,তাহলে কি কোন সমস্য ?? ধন্যবাদ।

    Level 0

    ভাই আপনি যদি নেট ব্যবহার করেন অথছ ইন্টারনেট সিকিউরিটি নাই এটাত নেহায়েত রাখাল ছাড়া গরুর মত অবস্থা
    তাড়াতাড়ি যেকোন ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার শুরু করেন না হয় পরে পস্তাবেন আর আমার কথা মনে করবেন

LuckyFM ভাইজান আমি Microsoft security essential এন্টিভাইরাস হিসেবে আর PC Tools Firewall Plus ফায়ারয়াল হিসেবে ব্যবহার করি, আর কিছু কি লাগবে।

    Level 0

    আপনি শুধু Microsoft Security Essential ব্যবহার করলে আর কোন কিছুর দরকার আছে বলে মনে হয় না, তবে আমি ব্যক্তিগত ভাবে বলব এসেট নড৩২ ইজ দা বেষ্ট

LuckyFM ভাই তথ্যের জন্য ধন্যবাদ। 🙂

https://www.techtunes.io/download/tune-id/26856/ এই টিউনটিতে আপনাকে কমেন্ট করেছিলাম। কিন্তু, আপনার জবাব পাই নাই। আপনার নাম্বারে কল দিছিলাম নাম্বার অফ ছিল। যাহোক আপনি কি ডিভিডি গুলো কালেকশন করেছেন। করলে প্লিজ আমারে স্ন্ডে করেন। আমার নাম্বার- ০১৯২১৪১৮৫১৮, ইয়াহু তে আমি – [email protected]

    Level 0

    আমাকে মেইল করুন [email protected]
    আর হা আমার চেল ফোনটা ভেঙ্গে গেছে,
    আমি এখন কম্পলিট করিনি
    তবে করলে আপনাকে অবশ্যই জানাবো

    ধন্যবাদ ভাই। আপনার জবাবের জন্য। আপনিকি ইয়াহু এবং জিটক ব্যবহার করেন। তাহলে আমাকে এ্যাড করেতে পারে। [email protected], [email protected]

    আপনার ডাউনলোড শেষের অপেক্ষায় রইলাম।

    Level 0

    ইনশাআল্লাহ
    আর হা আপনার রিকয়েষ্ট হাতিয়ে নিয়েছি

Level 0

লাকী ভাই, আমি Kaspersky Internet Security 2010 (১,১০০ টাকা দিয়ে কিনেছি) ব্যবহার করি , কোন সমস্য আছে কি না ? ধন্যবাদ।

    Level 0

    না আপাদত এক বছর ব্যবহার করুন তারপর আর অউটা ব্যবহার না করে এইদিকে এসে পড়বেন
    কোন সমস্যা নাই

জিদ্দু থেকে ডাউনলোড করতে খুব সমস্যা হচ্ছে। যানেনইতো বাংলাদেশের যা নেট স্পীড! বারবার ডিসকানেক্ট হযে যাচ্ছে।

লাকী ভাই যদি মিডিয়াফায়ারে আপলোড করে দেন তবে ডাউনলোড করব।কারন জিদ্দু দিয়ে কচ্ছপের গতিতে ডাউনলোড হয় আর বারবার ডিসকানেক্ট

আর ভাই ব্যবহার বিধিতো কিছুই লিখলেন না। দয়া করে টিউনটি আমাদের সুবিধার্থে আপডেট করুন।

ধন্যবাদ

টিউনটি অবষ্যই ভাল হয়েছে,বর্তমানে যেই পরিমানে ভাইরাস আক্রমন হইতেছে তাই একটি ভাল ও কার্যকরি এন্টি-ভাইরাসের খুবই দরকার আশা করছি আপনার দেয়া এন্টি ভাইরাসটি সেই চাহিদা পুরুন করতে সামর্থ হবে,আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রশ্নঃ-(৯. আমিই প্রতি দিন/ সপ্তাহে/ মাসে User name আর Password দিব (বোনাস))।ইহা কি সব সময় User name আর Password আপডেট করতে হয় একবারে কতদিন পর্যন্ত এক্টিভ থাকে।

    Level 0

    আতাউর ভাই এটা এন্টিভাইরাস প্রটেকশন দেওয়ার পাশা পাশি স্পাইওয়ার + ম্যালওয়ার+ ইত্যাদি প্রটেকশন দিয়ে থাকে…

    না সবসময় না , একটা নির্দিষ্ট সময় পর পর Username & paSword বদল করতে হয়

    আর হা উত্তর (৯)ঃ আমি যে User name & Password দিব তা মিনিমাম একমাস আপডেট নামাবে

ziddu তে রিজিউম সাপোর্ট নাই, এত বড় ফাইল ডাউনলোড করতে যাওয়ার সময় যদি কারেন্ট যায় তাহলে শেষ।
Thanks for your tune.

ভালোই হয়েছে ধন্যবাদ টিউন এর জন্য।

Level 0

সম্ভবত এটা নিয়ে আরো টিউন হয়েছে ( যদি আমার ভুন নাহয়) তবে উপস্হাপন অনেক সুন্দর, ধন্যবাদ আপনাকে।

    Level 0

    ধন্যবাদ আপনাকেও সুন্দর মন্তব্যের জন্য

ডাউনলোড করছি, এখন মনের ভেতরে দুনিয়ার অযৌক্তিক প্রশ্ন ঘুরাফেরা করছে, এগুলার উত্তর দেন।

প্রশ্নঃ ইন্টারনেট সিকিউরিটি দিতে গিয়ে এটা কি সারাক্ষণ নেট কানেকশন এর সাথে যুক্ত থেকে আমার মূল্যবান মেগাবাইট খাবে নাকি?

প্রশ্নঃ এতে দেখছি আপডেট নামে একটা অপশন আছে, এন্টিভাইরাসের মত এটার ও কি আপডেট নিতে হবে? কতদিন পর পর নিলে ভাল হয়?

প্রশ্নঃ আমি যদি এভিরা আর এটা একসাথে ব্যবহার করি, তাহলে পিসি স্লো করে দিবে কিনা?

প্রশ্নঃ ১ মাস পর কি এর ক্ষমতা শেষ হয়ে যাবে ? তখন আপনি যেই ইউসারনেইম ও পাসওয়ার্ড দিবেন তা কাজ করবে তো? আপনার সাইটে গেলে আপডেট পাসওয়ার্ড পাওয়া যাবে তো?

    Level 0

    আপনার প্রশ্ন করা ব্যপারটা আমার কাছে খুব ভাল লাগে, কারন কেউ যদি জিজ্ঞাসা না করে তো সব কিছু বের হয়ে আসেনা।

    উত্তর ১. মোটেই না। এটা শুধু আপডেট নেওয়ার সময় নেট ব্যবহার করবে। মানে আপনার মূল্যবান বাইটও সে খাবে না।

    উত্তর ২. ভাই আপডেট না নিলে সে কাজ করবে কি দিয়ে। মনে রাখবেন “আপডেট হল সকল সিকিউরিটির চালিকা শক্তি”-LuckyFM

    উত্তর ৩. ভাই মাপ ও চাই দোয়া ও চাই। কারন ইচ্ছা করে ঘরে সতিন আনবেননা। মানে এক বনে দু বাঘ (চালক) থাকলে যা হয় তাই হবে। পিসি স্লো হবেনা তবে সিস্টেম ক্র্যাশ হলে আশ্চার্য হবার কিছু থাকবেনা।

    উত্তর ৪. ক্ষমতা যতক্ষন আপডেট থাকবে সাথে এর User Name & Password থাকবে ততক্ষন আমার ও লিগালি সাধ্য নাই আপনার সিকিউরিটি ভাঙ্গার। আর হা ভাই টিউন মনোযোগ দিয়ে পড়ুন আমি বলেছি বৈশিষ্ট্য নং ৯ এ “৯. আমিই প্রতি দিন/ সপ্তাহে/ মাসে User name আর Password দিব (বোনাস)।” তবে সেক্ষেত্রে আপনি আমার সাইটে http://luckyfmtt.blogspot.com/ গিয়ে ঢু মারতে হবে, কারন আমাই একবার এখানে টিউন করার পর তা পেন্ডিং করে দিয়েছিলো। আচ্ছা আপনিকি টিউন না পড়েই কমেন্ট করলেন নাকি!!!!!

    সবশেষে ধনিয়া পাতা নিয়ে যেতে ভুল্বেননা কিন্তু 😀 😀

    উত্তর ৩. ভাই মাপ ও চাই দোয়া ও চাই। কারন ইচ্ছা করে ঘরে সতিন আনবেননা। মানে এক বনে দু বাঘ (চালক) থাকলে যা হয় তাই হবে। পিসি স্লো হবেনা তবে সিস্টেম ক্র্যাশ হলে আশ্চার্য হবার কিছু থাকবেনা।

    —- আমি সত্তিকার অর্থে অনেক কিছু বুঝি না।তাই আবার জিজ্ঞেস করছি, আমি avira এবং এটা একসাথে চালালে কি বিপদে পড়ব ? উত্তর “হা” অথবা “না ” চাই।

    আমি প্রশ্নটা আবার এজন্য করেছি কারণ , আমার ধারণা (হাসবেন না) avira ভাইরাস মারে, আর Internet security ধরেন ইন্টারনেট চালানোর সময় বিভিন্ন ধরনের malware, স্পাইওয়ার এই জাতীয় বিভিন্ন নিরাপত্তা দেয়। আমার ধারনা যদি সঠিক হয়, তাহলে এভিরা আর Internet security একসাথে চালালে সমস্যা কি ?
    আর একটা কথা , এই সফটওয়্যার দেখছি ২৭ মেগাবাইটের আপডেট ডাউনলোড করতে চায়। অথচ যেখানে এভিরা সবোর্চ ৪ মেগাবাইটের আপডেট নেয়। আমি কি ২৭ মেগাবাইটের আপডেটটা নিব ?

    Level 0

    উত্তর ৩. না

    উত্তর : ২৭ মেগাবাইটের আপডেটটা নিন।

    আপনার ধারনা সঠিক কিন্তু কিঞ্চিত সংশোধন করতে হবে, তা হল যে রাধে সে চুলও বাধে, মানে হল যে আপনি যে ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করেননা কেন তা আগে আপনার ভাইরাস ধরবে পাশাপাশি স্পাইওয়ার+ম্যালয়ার+বিবিধ কিল করবে
    আশা করি আপনি বুঝতে পেরেছেন

    আর হা আমি কিন্তু হাসিনি

    পিসি স্লো হবেনা তবে সিস্টেম ক্র্যাশ হলে আশ্চার্য হবার কিছু থাকবেনা।

    তাইলে এই কথা কইলেন যে, আমি তো ভয় পাইছি। এই কথা কেন কইলেন?

    আপনি কি মনে করেন যে internet সিকিউরিটি ব্যাবহার করার পর আর এভিরা ইউস করার দরকার আছে ?

    Level 0

    ও ভাই একসাথে দুইটা ব্যবহার করেন আমার কথাটা সত্য প্রমান হবে

    আর হা আমি মনে করি না এভিরা ব্যবহার করার প্রয়োজন আছে

    তবে সেখেত্রে আমার ব্লগে থেকে প্রতি মাসে আপডেট নেওয়া লেগবে

আমার মত ছ্যাঁকা খাওয়া পাবলিকের কাজে লাগবে।ধণ্যবাদ লাকি এফ এম ভাই সবার সাথে শেয়ার করার জন্য।

    Level 0

    ভাই হাসবো নাকি কাদবো বুঝতে পারতেছিনা (কারন হাস্লে কেউ হয়ত ভাববে যে প্রবাসী ভাইয়ের বিপদে LuckyFM ভাই হাসছে), কেন জানতে চাইছেনইতো!! “ছ্যাঁকা খাওয়া পাবলিক” পড়ে।

    যাক এবার মূল কথায় আসি ভাই এরপর থেকে এটা অবশ্যই কাজে লাগাবেন আশা করি কারন এটা আমার দুঃসময়ে বড় একটা বন্ধু হয়ে এসেছে, এখন আছে

    আর হা ভাই আমার একটা ব্লগসাইট করেছি আশা করি একবার ঘুরে আসবেন
    http://luckyfmtt.blogspot.com/

    আপনার জন্যও ধনে পাতা

ভাইয়া অনেক কস্ট করে ডাউনলোড করসি কিন্তু ইন্সটল হইতেছেনা। একটা message দেখায় যেমন…………………………………………………………

WinRAR; Diagnostic Message…

c;\Documents and settings\Www\my Documents\dwonloads\Eset SmartSecurity4byLuckyFMwithusername.rar. Unexpected end of archive
ভাইয়া যদি একটূ সাহায্য করলে অনেক উপকার হবে।

Level 2

ধন্যবাদ সবার সাথে শেয়ার করার জন্য।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ

ধন্যবাদ, কিন্তু আরো এডভান্স ভার্সন চলে এসেছে। ইউজার নেম ও পাসওয়ার্ড-এর জন্য টাকা দিতে হবে নাকি পরে?

    Level 0

    আপনি আমার টিউনটি ঠিক ভাবে পড়েননি
    আমি বলেছি যারা আমার ব্লগে ভিসিট করবে বা ফলোয়ার হবে তাদের আমি নিয়মিত আপডেট দিব
    কারন টেকটিউনসে আমি একবার UserName+Password নিয়ে টিউন করছিলাম , মার টিউনটি পেন্ডিং করে দেওয়া হয়েছিল

    Level 0

    এডভান্স ভারশনটা তাহলে কোন ভারশন বলবেনকি???

ধন্যবাদ ভাই। ইন্সটল দিয়েছি। কাজ করছে।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ
    তবে ব্যবহার কারীর নাম & সংকেত চিহ্ন আপডেট রাখবেন