বন্ধুরা, স্প্যাম আমাদের জীবনে খুব বাজে একটি সমস্যা। ইমেইল ঠিকানা বিভিন্ন ভাবে আমাদের প্রকাশ করতেই হয়, এবং কিছুদিন পরেই তাতে বিজ্ঞাপনি ইমেইল এর বন্যা শুরু হয়। আমি বিশেষ একটি পদ্ধতি নিচে বোল্ড করে প্রস্তাব করছি, তাতে স্প্যাম এর পরিমান হবে ০% হ্যাঁ, ভুল দেখেন-নি, এটা হবে শূন্য। মন দিয়ে ধারনাটা অনুভব করুন। পরিবর্তন যদি গুগল, ইয়াহু সহ সকল ইমেইল সেবাদাতার মাধ্যমে বাস্তবায়ন করাতে হয় তবে তাদের feedback পাঠাতে হবে, আমি তার জন্য লিঙ্ক/উপায় এবং লেখাটা অনুবাদ-ও দিলাম:
নতুন ধারনাটি মেইল ফিল্টার নামে আমি উল্লেখ করলাম। নতুন পদ্ধতি-তে ইনবক্স দুই ভাগ হবেঃ প্রথমটি, মেইল বক্স ও দ্বিতীয়টি পাবলিক বক্স। 'মেইল ফিল্টার' কন্টাক্ট লিস্ট বহির্ভূত কারো হতে আসা ইমেইল 'পাবলিক বক্সে' জমা করবে। যদি কোন ব্যবহারকারী 'মেইল বক্স' -এ ইমেইল পেতে চায় তবে তাকে পূর্বে প্রেরকের ইমেইল ঠিকানা কন্টাক্ট বুকে তালিকাভুক্ত করতে হবে। 'পাবলিক বক্স' কখনোই সমগ্র সেবার ২০% এর বেশি ব্যবহার করবে না। যখন পাবলিক বক্স সম্পূর্ণ ভরে যাবে, তখন স্বয়ংক্রিয় ভাবে পাবলিক বক্সের সবচেয়ে পুরাতন ইমেইল টি চিরদিনের জন্য মুছে যাবে। যখন ব্যবহারকারী পাবলিক বক্সের (বা স্প্যাম বক্সের) কোন ইমেইল ম্যানুয়ালী মুছবে, তখন তা ট্রাশবক্সে যাবে না - এটা সরাসরি মুছে যাবে। কিন্তু কেউ যদি সেন্ডার এর ইমেইল এড্রেস-টি কন্টাক্ট বুকে সেভ করে তবে ইমেইল টি সরাসরি মেইল বক্সে চলে যাবে। কন্টাক্ট বুকেই পাশাপাশি একটি স্বীকৃত ডোমেইন তালিকার একটি অতিরিক্ত অপশন থাকবে। কেউ যদি নির্দিষ্ট কোন ডোমেইন বা সাব ডোমেইন (যেমন: paypal.com, wikipedia.org, office.yahoo.com, office.facebook.com) তাতে নথিভুক্ত করে, তবে এই ডোমেইন বা সাব ডোমেইন ব্যবহার করে পাঠানো সব ইমেইল সরাসরি মেইল বক্সে চলে যাবে। মেইল ফিল্টার চালু কেউ তার ইমেইল ঠিকানা জনসম্মুখে উন্মুক্ত করার ক্ষেত্রে দ্বিধাবোধ করবেন না। অবশ্য সংশ্লিষ্ট প্রভাইডারের সাথে ইউজার এর যোগাযোগ বাধাগ্রস্থ হবে না, এটা ফিক্সড।
একই সাথে স্প্যাম বক্স-ও একই নিয়ম অনুসরণ করবে: এটা সম্পূর্ণ জায়গার ১০% এর অধিক ব্যবহার করবে না। যখন এটা ভরে যাবে, সার্ভিস তখন স্প্যাম বক্সের সবচেয়ে পুরাতন ইমেইল-টি স্বয়ংক্রিয় ভাবে চিরদিনের জন্য মুছে ফেলবে। কিন্তু মেইল বক্স, সেন্ট বক্স, ট্রাশ বক্সের নিয়ম হবে ভিন্ন। এগুলো জায়গার বাকি ৭০% ব্যবহার করবে। যখন সম্পূর্ণ জায়গা ভরে যাবে, সার্ভিস কখনোই পুরাতন ইমেইল টি মুছবে না, বরং নতুন ইমেইল রিসিভ করা বন্ধ করবে, এবং সতর্ক সঙ্কেত প্রদর্শন করবে। ব্যবহারকারীকে হয় আরো স্পেস কিনতে হবে অথবা মেইল বক্স, সেন্ট বক্স ও ট্রাশ বক্স হতে কিছু পুরাতন ইমেইল নিজ দায়িত্বে মুছতে হবে।
বিপুল সংখ্যক মানুষ একাধিক ইমেইল ঠিকানা ব্যবহার করে। তার মধ্যে কেবল একটি সত্যিকারের ইন-বক্স হিসাবে ব্যবহার হয়। বাকি সবগুলি আসলটা লুকানর জন্য, কোন সময় সেগুলো ইমেইল ফরওয়ার্ডার হিসাবে ব্যবহৃত হয়। তাই শীর্ষ ইমেইল সেবাদান-কারীরা যদি 'মেইল ফিল্টার' সার্ভিস চালু করে, তবে তাদের একাধিক অ্যাকাউন্ট একত্রিত করে একটিতে পরিণত করার সুযোগ দিতে হবে, সাথে তার মধ্যে কোনটি মূল (ডিফল্ট) হবে তা নির্ধারণ করার সুবিধাও থাকতে হবে।
বোল্ড করা লেখা প্রস্তাবটা ভাল লাগলে আসুন ফিডব্যাক পাঠাই। এই হল লিঙ্ক, এবং লিঙ্ক এর নিচে বোল্ড করে English অনুবাদ।
১. ইয়াহু -র জন্য এই লিঙ্কে যান। বামদিকে উপরে Vote এ ক্লিক করে 3 Vote দিন ও great idea! বা এই জাতীয় একটি টিউমেন্ট করুন।
২. জিমেইল এর জন্য আপনার জিমেইল এর ভিতরে প্রবেশ করে ডানদিকে settings গিয়ারে ক্লিক করলে Send Feedback অপশন পাবেন। সবারটায় আবার থাকে না, তারা সেখান হতেই Help এ ক্লিক করলেই Send Feedback অপশন আসবে।
Description এ নিচের বোল্ড লেখাটা বসান ও Automatically include a screenshot of your current page টেক্সট-টার টিক চিহ্ন উঠিয়ে send করুন
Hello Gmail team, We are writing to you to bring a change which will be the ultimate solution for Spam. If you consider our proposal the inbox will be divided into two parts: MailBox and Public Box.
Mail Filter will deliver all email from unlisted contact to 'Public Box'. If user want to receive email in Mail Box, s/he will have to add sender's email address in contact book first. 'Public Box' will never use more than 20% of total size of mail quota/service. When 'Public Box' will be full, System will delete the oldest email of 'Public Box' automatically forever. If user delete any email from 'Public Box' (or Spam Box) manually, will not go to Trash Box - it will be deleted forever. But if adds the senders email address to contact book, the email will be automatically moved to Mail Box. In contact book, there will be an extra option of 'Approved Domain List'. if user list any domain or sub domain (e.g. paypal.com, wikipedia.org, office.yahoo.com, office.facebook.com) then all email under that domain or sub domain will directly be sent to Mail Box. After activation of 'Mail Filter' no one will be afraid to disclose their email address to public. Although provider will be able to contact with user, it will be fixed.
In addition, Spam Box will follow the same rule: It will not use more than 10% of total quota, when it will be full, System will delete the oldest email of Spam Box automatically forever. But the rule for the Mail Box, Sent Box, Trash Box will be different. These will use the rest 70% of space. When space will be full, System will never delete the old emails, rather than it will stop to receive new email in Mail Box and show 'WARNING'. User will buy more space or delete some old emails from Mail Box, Sent Box, Trash Box manually.
A lot of people are using multiple email accounts. only one of those is used as Original Inbox. Others are to hide the real one, sometimes those are mail forwarder only. So if top email service providers launch 'Mail Filter', then they will have to provide the option to merge multiple accounts into one account with the facility to select one of those as primary (default). When multiple accounts will be merged, it will keep all email (& all the content, photos, videos, of social network) intact with previous serial & sending/publishing date. After merging, user will be able to delete external email address also.
Thanx, best wishes to you
আমি তাওহীদুর রহমান ডিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Update Report: ইয়াহু সম্ভবত এই প্রস্তাব গ্রহন করবে। উপরে ইয়াহু-র দেয়া লিঙ্কে দেখুন, তাদের একজন Admin বিষয়টার প্রতি সাড়া দিয়েছে