সুপরিচিত এবং জনপ্রিয় বাংলা ব্লগ গুলোর লিস্ট

কেমন আছেন? নিশ্চয় ভালো। কারণ ভালো না থাকলে এখন টেকটিউনস এ আসতেন না। নিশ্চয় ব্লগিং ভালোবাসেন। কিন্তু অনেক ব্লগ আছে যেগুলোর নাম আমরা জীবনেও শুনি নাই। তাই সবগুলো বাংলা ব্লগকে একত্রিত করে সবাইকে জানানোর জন্যই এই পোস্ট। সুপরিচিত বাংলা ব্লগগুলোর লিস্টঃ 

নিয়মিত আপডেট করা হবে। কারো কারো ব্লগ বাদ যেতে পারে। কমেন্টে জানান। এড করে দিব। 

ফেসবুকে আমি এখানে

টিউনটি প্রথম করেছিলেন এন্ড্রোমিডা 



নতুন সংযোজনঃ

টেকবাড়ি

 

 

Level 0

আমি দেলোয়ার হোসেন দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আপনি বর্তমানে আলোচি বাংলা ব্লগ টেকবাড়ি ডট কমের কথা ভুলে গেছেন ।

Level 0

আমি একজন টেকবাড়ির নিয়মিত পাঠক এখানে অনেক ভাল ভাল পোষ্ট থাকে tech bari . com

Level New

আরও একটি যোগ করলামঃ
helpfulhub.com

Level 0

Here is another popular Bangladeshi blog. Check it and add to the list if possible.

BlogToday

আমারো একটা ব্লগ আছে, কিন্তু আমি চাইনা সেটাকে এভাবে কমেন্টে উল্লেখ করে সেটার মার্কেটিং করতে। যখন সেই ব্লগে ভালো, মানসম্মত ও উপকারি লেখা দিতে পারব। তখন সেটার কথা সবাই এমনিই জেনে যাবে। আর হ্যাঁ, টিউনের জন্য ধন্যবাদ। লিস্টের ব্লগগুলোর বেশ কিছু ব্লগ আমার খুবই কাজে লাগে!

Level 2

Quality English Blog এর একটা লিষ্ট করতে পারেন কিনা দেখেন।

কয়েকটি ব্লগ দেখলাম মৃত। যাই হোক অনেক অজানা ব্লগ সম্পর্কে জানতে পারলাম। আপনাকে ধন্যবাদ।

Level 0

বাংলাহাব.নেট – এই সাইটি এ্যড করতে পারেন। লেখালেখির পাশা পাশি বাংলায় লিখে টাকা ইনকাম এর সুযোগ আছে।

ভাইয়া আমাদের নতুন একটি ব্লগ চালু করেছি।
নাম : দি বেঙ্গল জার্নাল
ঠিকানা :: http://www.thebengaljournal.com
এড করুন প্লিজ

বাংলা ব্যাকরণ সহজে জানার জন্য এই সাইট টিতে ভিজিট করে দএখতে পারেন।
http://www.akstunes.blogspot.com

“ব্যাপক হারে- অধিকাংশ মানুষ পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত, কিন্ত অল্প সংখ্যক মানুষ সেই পরিবেশ তৈরি করতে সমর্থ হয়।”
মেহসান বাংলা ব্লগ | চিন্তা একটি শিল্প
https://www.mehsan.com/

দেলোয়ার ভাইকে অসংখ্য ধন্যবাদ জনপ্রিয় বাংলা ব্লগ সাইটের তালিকা দেওয়ার জন্য।

StudyKoro ওয়েবসাইটটি বাংলা ভাষায় শিক্ষামূলক টিউন করার পাশাপাশি ধর্ম ও প্রযুক্তি বিষয়ক লেখা নিয়মিত টিউন করে আসছে।

যদি এই লিস্টে যুক্ত করার উপযুক্ত বলে বিবেচিত হয় তাহলে অনুরোধ রইলো StudyKoro কে এই লিস্টে স্থান দেয়ার জন্য।

উল্লেখ্য ওয়েবসাইটটির Owner আমি নিজেই।

ধন্যবাদ।