আমরা বিভিন্ন সাইটের পাসওয়ার্ড দেয়ার সময় ব্রাউজার জিগ্গাসা করে যে, সে তা মনে রাখবে কি না? , অনেক সময় (বেশির ভাগই) আমরা Save Now দেই । এতে করে সময় ও শ্রম দুটোই বাঁচে (আলাদা লিখে রাখার সময় ও শ্রম)।
কিন্তু যখন নতুন করে Windows Setup দেয়া হয় তখন তো সবই মুছে যায় ।
মোটামুটি সবাই একটি পদ্ধতি জানি, তা হল HTML ফাইলে Bookmark ও History এক্সপোর্ট করা...
এতে করে কি 100% Secured হল ? কারো হাতে যদি ফাইলটি পড়ে তখন ত সব ই শেষ....
আর বিভিন্ন বেনামী কোম্পানির (Third Party র) Software দ্বারা Password Backup রাখাটাও কি 100% নিরাপদ?
এখন আমি আপনাদের একটি নির্ভরযোগ্য উপায় বলব, এটি হচ্ছে "Firefox Sync" এটি Firefox এর একটি addon
যা দিয়ে আপনার Firefox এর সেভ করা Bookmark, Password, Preference, History, Tab ইত্যাদি সরাসরি mozilla র সার্ভারে জমা করে রাখতে পারেন তা-ও আবার Password Protected
এর জন্য
>>প্রথমে addon টি ইন্সটল করে Firefox রিস্টার্ট করে নিন
>>এবার আ্যকাউন্ট তৈরি করন
>>কি কি Sync করবেন, কি উপায়ে করবেন তা নির্বাচন করুন
>>Sync করুন
----- অন্য ব্রাউজার ব্যবহার করেন? নো প্রবলেম প্রথমে সেই ব্রাউজার থেকে সব কিছু Firefox এ ইমপোর্ট করুন । তারপর Sync করুন
এবার কিছুদিন পরপর Sync করে নিন (যাতে সব ডাটা আপডেটেড থাকে), আর নিশ্চন্তে থাকুন
বাইরে কোথাও কাজ করলে(যেমন সাইবার ক্যফেতে), mozilla সার্ভার থেকে যদি সেখনকার Firefox এ Sync করেন, তাহলে একটু সাবধানতা অবলম্বন করুন:
>>"Firefox Sync" Install করুন
>>লগ ইন করুন
>>Sync করুন
>>কাজ শেষ করুন
>>লগ আউট করুন
>>"Firefox Sync" টি Uninstall করুন
>>Recent History ...All ক্লিয়ার করুন
>>Firefox রিস্টার্ট করুন
---------------------------
আমি কামরুল হাসিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
111 বার দেখা হল
কিন্তু কোন কমেন্ট পেলাম না
দুখ: জনক